প্রিয় অরুন্ধতি রায়ের নতুন বই ''shape of the beast' প্রকাশিত হলো এই শনিবার ২৭ এপ্রিল দিল্লীতে ।
'The God of Small Things' দিয়ে বুকার জিতে নেয়ার ১১ বছর পর এই বই । অরুন্ধতি বুকার জিতে আকাশছোঁয়া তারকা হওয়ার বদলে আরো অধিকতর জনসংলগ্ন বুদ্ধিজীবি হয়ে উঠেছেন । দ্যা হেরল্ড সাক্ষাৎকার নিতে গিয়ে তাকে সম্বোধন করেছিল 'Peoples intellectual'
গত একযুগ ধরে অরুন্ধতি তার লেখায়,তার কথায়, তার ভাষায় প্রতিবাদ করেছেন গুজরাট গনহত্যা, ভূমি উচ্ছেদ, প্যালেষ্টাইনে ইসরাইলী আগ্রাসন এবং মহান বুশের সন্ত্রাস বিরোধী যুদ্ধের বিপক্ষে ।
নতুন বইটি কোন উপন্যাস নয় । নানা ইস্যুতে তাঁর সামাজিক ও সামাজিক রাজনৈতিক অবস্থান নিয়ে অরুন্ধতি যে সব সাক্ষাৎকার দিয়েছেন সেগুলোর একটি সংকলন ।
প্রিয় অরুন্ধতির লেখা এবং গ্লোবাল ইস্যুগুলোতে তার স্পষ্ট উচ্চারন আমাকে মুগ্ধ করে ।
নতুন বই পড়ার জন্য তীব্র অপেক্ষায় আছি ।
নিচের লিংকে প্রকাশনা উৎসবের ভিডিও ও অরুন্ধতির কিছু কথা আছে । আগ্রহীরা দেখে নিতে পারেনঃ
অরুন্ধতি রায়
মন্তব্য
শেয়ার করার জন্য ধন্যবাদ।
=============
"আগে কী সুন্দর দিন কাটাইতাম"
ধন্যবাদ গুরু।
কি মাঝি? ডরাইলা?
চাচ্চু, এইটা কে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বীরাপ্পন.........
কি মাঝি? ডরাইলা?
গুরু, ডরাইসি।
আবার লিখবো হয়তো কোন দিন
কৃতজ্ঞতা আপনাদেরকে ও ।
আগেভাগে হাতে পেলে জানাবেন ।
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাতে পাইলে পড়ুম।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
শেয়ার করার জন্য ধন্যবাদ।
the god of small things এর পর সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু অরন্ধতি রায়ের বেশ কিছু বই আছে যেটা amazon সার্চ দিলে পাওয়া যায়।
আমার জানামতে এরপর আরো ৫ টা বই আছে ওর । আমার সংগ্রহে আছে সবগুলো
দ্যা গড অব স্মল থিংস' এর পর আর কোন ফিকশন লিখেনি । শনিবারের প্রকাশনা উৎসবে একজন প্রশ্ন করেছিল- আর ফিকশন লিখবে কিনা?
উত্তর দিয়েছে - 'হু নৌজ?'
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমার মনে হয় আগামী সপ্তাহেই ঢাকায় পাইরেটেড কপি চলে আসবে ।
-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।
রাজধানীবাসীর রাজকপাল !
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমি বিশিষ্ট পিডিএফ পাঠক... বই চুরিতেও আপত্তি নাই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আয়,দুই ভাই মিলেমিশে পাঠ করি ( নেটে পাইলে লিংক দিস)
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অ্যামাজনের সস্তার পেপারব্যাক ভরসা।
আবার লিখবো হয়তো কোন দিন
ইস্নিপস এ উঁকি দিয়ে দেইখেন কিসুদিন পর।
হাঁটুপানির জলদস্যু
আমিও ইস্নিপসের কাস্টমার। আশা করছি কয়দিনের মধ্যেই চলে আসবে।
কি মাঝি? ডরাইলা?
সফটকপিটা পেলে কেউ দিয়েন প্লীজ।
আমি একসময় গড অব স্মল থিংস এর অনুবাদ করতে চেয়েছিলাম 'তুচ্ছতার ঈশ্বর নামে', পরে দেখি একটা আখাস্তা অনুবাদ বেরিয়েছে। আর এখন ভাবি তাও তো অনুবাদ হচ্ছে।
জেনে ভাল লাগল। অরুন্ধতি শুধু প্রিয় লেখকই নয়, বিশ্বে অনন্যও বটে।
আমার পুরনো করা একটা সংক্ষেপিত অনুবাদ দিলাম পরের ব্লগে।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
দারুন । দিয়ে দিন ঝটপট ।
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ইসস! যে লেখাটার 'লিসনিং টু দ্য গ্রাসহুপারস' সেটা অফিসের কম্পিউটারে। যাই হোক ফেঁসেছি যখন আরেকটা দিলাম।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
- আপনার "তুচ্ছতার ঈশ্বর" পড়ার অপেক্ষায় আছি।
আসল বইটির উৎকৃষ্ট বাংলা অনুবাদ কী সহজলভ্য?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খবরটি জেনে ভাল লাগছে। পড়ার অপেক্ষায় রইলাম।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
আপনারা অনুবাদ করলে পড়ব, ওইটাই ভরসা।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আমি শুরুতে খুশি হয় এখন হতাশ।
ফিকশান চাই, নতুন ফিকশান।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ভালো খবর পরিবেশনের জন্য কূর্ণিশ গ্রহণ করুন মহারাজ !!
---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
ঘুমোতে যাচ্ছিলাম, ভোরে কাজ কিন্তু খবরটা যখন প্রিয় অরুন্ধুতির তো একটা কমেন্ট না করে গেলে ঘুমটা ঠিক হজম হবে না। এই মানুষটার যে জিনিষটা সবচেয়ে ভালো লাগে তা হলো তিনি হৃদয়ের ডাকে সাড়া দেন......সময়ে বাস করেন......তা না হলে কি কেউ এক জীবনে একাধারে স্থাপত্য শিল্পে, ফিল্মে আবার সাহিত্যের জগতে এতোটা বোলড্ভাবে চিহ্ন রাখতে পারেন! তার কাছে যেন পেশাটা মুখ্য নয়, মুখ্য বিষয় হলো জীবনের প্রয়োজন, ভালোলাগা......কয়জন লোক এরকম হয়ে উঠতে পারে! প্রাণের ডাকে এতোটা বন্দ্বুর পথ কি করে পাড়ি দিতে পারেন মুখে এতো সুন্দর হাসি মেখে!
ধন্যবাদ হাসান মোরশেদ NDTV-র লিংটা দেয়ার জন্য।
ফারুক ওয়াসিফ বা অন্য কেউ যদি অনুবাদ করেন-শুদ্ধস্বর ছাপতে আগ্রহী।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ধন্যবাদ। পেলে জানাবো ।
দারুণ খবর!
পাইরেটেড কপিই আপাতত ঢাকাবাসীর ভরসা।
জলিল ভাই,লগঅফ কেনো?
কবিদের মুড বুঝা দায়
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
If you are interested in Arundhoti's works please try to see one of her early attempts in film. yah, film.
"In Which Annie Gives It Those Ones", a film made in India- so far as i can remember- around 1990. Ms Roy did the screenplay, and to many of our utter surprise, acted in the leading role too!!! the director was Pradeep Krishnan, who at that time was Roy's partner and the then-fiance. Roy at that time, in an interview with Aparna Sen, had revealed her passion for films and plans regarding being Mrs Krishnan. thank goodness she changed her track later.
নতুন মন্তব্য করুন