কয়েক পেগ জিবরান ।। আজ ছিল যার শুভদিন

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ০৪/০৫/২০০৮ - ৭:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

.

১।।
সেই তো সত্যিকারের মুক্ত পুরুষ
যে ধৈর্য্য ধ'রে তার
দাসত্বের শৃঙ্খল বহন ক'রে চলেছে
কিন্তু মেনে নেয়নি----

২।।
যদি দূর ছায়াপথ আমারই অন্তরে
না থাকত,তাহলে
কি করেই বা আমি সেটি দেখতে পেতাম

৩।।
গভীর এবং উচ্চতা সোজাপথে
চলে যায় গভীরতা এবং উচ্চতায়,
যার পরিসর বেশী সেই কেবল
বৃত্তের মধ্যে চলাফেরা করতে পারে---

৪।।
শিকড় সেই ফুল,
যে খ্যাতিকে অবজ্ঞা করতে পারে

------------------------------------------------------

ব্লগিং শুরুর,শুরুর দিকে জিবরানের অনুবাদগুলো প্রকাশ করতাম অন্য ব্লগসাইটে। সেই সময় অনেকেই এগুলো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতেন ।
তবে সবচেয়ে বেশী প্রণোরদনা পেয়েছি একজনের কাছে । তিনি নিজে ও কবি । জিবরান নিয়ে তার নিজের ও কাজ আছে । মুলতঃ জিবরানই তার সাথে আমার ব্লগীয় বন্ধুত্বের সুচনা করে।
আমার অনেক কাজের মতো যখন এই কাজটা ও থেমে যায় হঠাৎ করে তখনো এই ব্লগবন্ধু আমাকে মাঝেমাঝেই মনে করিয়ে দিয়েছেন জিবরানের কথা ।

আজ বহুদিন পর তার জন্মদিনে কয়েক পেগ জিবরান ।
শুভ জন্মদিন হে, হযবরল


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

জিবরান আমারও বেশ প্রিয় কবি। জানতে পেরে এক বন্ধু 'কহলীল জিবরানের শ্রেষ্ঠ কবিতা' বইটি উপহার দেয় আমাকে বছর তিনেক আগে। এখনো পড়ি মাঝে মাঝেই। শুভ জন্মদিন।

ফারুক হাসান এর ছবি

শুভ জন্মদিন, হযবরল‍!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

স্বপ্নাহত এর ছবি

শুভ জন্মদিন হ য ব র ল

সেই সাথে আরো কয়েক পেগ হয়ে গেলে কিন্তু খারাপ হয়না চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সবজান্তা এর ছবি

হেপি বাড্ডে হ - য - ব - র - ল ,হিমু ভাই দেওয়ার আগেই শুকনো কাঁথা দিয়ে দিচ্ছি।

হাসান মোর্শেদ ভাই অসংখ্য ধন্যবাদ জিবরানের পেগের জন্য। পুরানো পেগগুলি কি আবার পরিবেশনা করা যায় ? পানশালার পরিবেশ কিন্তু বেশ জমে উঠতো...
-------------------------------------------
অলমিতি বিস্তারেণ

ইশতিয়াক রউফ এর ছবি

শুভ জন্মদিন!!

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন হযবরল।
...কয়েক পেগ জিবরানের জন্য হাসান মোরশেদকে ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন!! আমরা নবীনরা অনেকেই আপনার সম্পর্কে অবগত নই, সবার মন্তব্য পড়ে মনেহচ্ছে দেরি করে ফেলেছি.....

আগামীতে আপনাকে আরও ভালোভাবে জানার প্রত্যাশায়.....

সৈয়দ আখতারুজ্জামান

হিমু এর ছবি

বিয়ারের দাওয়াত দিয়ে রাখলাম। সামনে কোন এক জন্মদিনে এসে খেয়ে গেলেই হবে।


হাঁটুপানির জলদস্যু

শ্যাজা এর ছবি

শুভ শুভ জন্মদিন..


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍শুভ জন্মদিন, হযবরল। ভালো থাকুন, আরও লিখুন।

@ হাসান মোরশেদ
এই ক'পেগ খেয়েই তো টাল হয়ে গেলাম!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ফারুক ওয়াসিফ এর ছবি

যার পরিসর বেশী সেই কেবল
বৃত্তের মধ্যে চলাফেরা করতে পারে---

যার জন্ম সে শুভ দিক


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুমন চৌধুরী এর ছবি

এই হইলো ঘটনা........

শুভ জন্মদিন...



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন হযবরল

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হযবরল এর ছবি

অসংখ্য ধন্যবাদ সবাইকে। হাসান মোরশেদ আপনি দিনটা একেবারে পয়মন্ত করে দিয়েছেন। সকালে উঠেই জিবরান এরপর আর কি লাগে। অনেক অনেক ভালোবাসা।

মুশফিকা মুমু এর ছবি

শুভ জন্মদিন হযবরল‍ ভাই হাসি
---------------------------------------------------------
মূর্ছনা কেটে গেছে সুর
জোছনা ছড়ায় বেদনা, হৃদয় আনমনা ... চির চেনা তুমি অচেনা।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জিফরান খালেদ এর ছবি

শুভ জন্মদিন...

আমার বাপের প্রিয় কবি ছিল এই কাহলীল মিয়া... আমার উপরে ঐ পসন্দ চাপায়া দিসে... আমি নিজে যদিও হের ভক্ত হইতে পারি নাই তেমন... আপনার অনুবাদগুলা ইন্টারেস্টিং...

সৌরভ এর ছবি

হ্যা, পুরানব্লগে আপনাগো দুইজনের জিব্রানপ্রেম দেইখা মুগ্ধ হইসিলাম।
হযুবস, অনেকদিন বাইচেঁন।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হায়!
হ য ব র ল এর জন্মদিন চলেই গেলো?
জিব্রান পান তৃপ্তি দিয়েছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।