যে তাহের জনতার......

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ২১/০৭/২০০৭ - ৬:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.

জন্মেছি, সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে
কাঁপিয়ে দিলাম;
জন্মেছি ,তোদের শোষনের হাত দুটো ভাঙবো বলে
ভেঙে দিলাম;
জন্মেছি,মৃত্যুকে পরাজিত করবো বলে
করেই গেলাম ।
জন্ম আর মৃত্যুর দুটি বিশাল পাথর
রেখে গেলাম ।
পাথরের নীচে শোষক আর শাসকের কবর দিলাম ।
পৃথিবী-অবশেষে এবারের মতো বিদায় নিলাম ।

---------
---------

এই লাইনগুলো লিখেছিলেন কর্নেল জিয়াউদ্দিন ।
১৭ই জুলাই ১৯৭৬ । গোপন সামরিক ট্রাইবুনাল কর্নেল তাহেরের ফাঁসীর রায় ঘোষনা করে । তাঁর সহযোদ্ধা কর্নেল জিয়াউদ্দিনের ১২ বছরের কারাদন্ড ঘোষিত হয় ।

সামরিক ট্রাইবুনালের রায় ঘোষনার পর জিয়াউদ্দিন এই লাইনগুলো লিখেন তাহেরের সম্মানে ।

তিনদিন পর মানবাধিকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফাঁসিতে ঝোলানো হয় মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীরোত্তম'কে ।

আমি তাঁর রাজনীতির সমর্থক নয় ।
তবু আজকের এই দিনে,এই বীর যোদ্ধার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ।

-------
-------

সামরিক ট্রাইবুনালে দেয়া কর্নেল তাহেরের জবানবন্দী হতে পারে বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপুর্ন দলিল । পড়েছেন হয়তো অনেকেই ।
যদি কারো পড়া না থাকে তাঁর জন্য লিংক দিয়ে দিলামঃ
তাহেরের জবানবন্দী


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

আপনি তো তবু স্মরণ করলেন। তাহেরের কমরেডরাও তাঁকে ভুলে গেছে অনেককাল। আজ হয়তো জনাকয়েক লোক নিয়ে রব বা ইনুর উদ্যোগে দায়সারা গোছের একটা স্মরণসভা হবে। শাজাহান সিরাজের সে দায় আর নেই অনেকদিন, হয়তো এখন উপায়ও নেই। আর সেই বিখ্যাত দাদা?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

??? এর ছবি

কর্ণেল তাহেরকে নিয়ে শাহাদুজ্জামান একটা উপন্যাস লিখতেছেন। উপন্যাসের একটা অংশ প্রথম আলো-র গত ঈদসংখ্যায় বেরিয়েছে। আশা করা যায় অচিরেই বইটি বাজারে আসবে।

কর্ণেল তাহের-এর সন্তান কিন্তু "সচল" হয়েছেন কিছুদিন আগে। তিনি মুখ খুললে আমরা এ বিষয়ে আরো কিছু জানতে পারব।

সুমন চৌধুরী এর ছবি

তাই নাকি? মিশুর নিক কি?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তাহের তোমায় লাল সেলাম।লিংকে গিয়ে অনেকগুলো অডিও ফাইল পেলাম। শুনছি এখন।
এর আগে আমাদের ব্লগার শুভ'র কিছু লেখা পড়েছিলাম কর্ণেল তাহেরকে নিয়ে।
পোস্টের জন্য ধন্যবাদ।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

নজমুল আলবাব এর ছবি

লাল সালাম

অতিথি এর ছবি

লাল সালাম

হিমু এর ছবি

আমি কর্নেল তাহেরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে সর্বাংশে সহমত নই।

কিন্তু তাঁর সাহসের জন্য, বীরত্বের জন্য তাঁকে আমি স্যালুট জানাই। তাহের, আপনার মতো মানুষ আরো জন্ম নিক বাংলাদেশে। আমার মতো ভীরু মানুষদের সামনে আপনার মতো কয়েকজন দৃষ্টান্ত হয়ে থাকুন।


হাঁটুপানির জলদস্যু

ঝরাপাতা এর ছবি

বিনম্র শ্রদ্ধা জানাই।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আমিও মুক্তিযুদ্ধ পরবর্তী কালে একটা দেশে দাদা, তাহের বা গণবাহিনীর ভূমিকাকে মেনে নিতে পারি না।
কিন্তু তার ফাঁসির বিপক্ষেই আমি দাঁড়াতে চাই। যদিও জানি তার এই ফাঁসির আগে খুন হয়ে গেছেন সপরিবারে শেখমুজিব ও চার নেতা। খুন হয়ে গেছেন খালেদ মোশাররফ ও তার সঙ্গী মুক্তিযোদ্ধারা।

হ্ত্যা ও ষড়যন্ত্রের পক্ষে আমি দাঁড়াতে পারি না। জিয়ার সাথে তার হাত মেলানোর পক্ষেও আমি যাই না।
তবে রাজনীতির সব গূঢ় সত্য বোধহয় এত সহজে বোঝা যায় না। কারণ তাহেরের এই হত্যাকান্ড ও তাতে জিয়ার সরাসরি সম্পৃক্ততা সত্ত্বেও আনোয়ার স্যারকে (তাহেরের ছোটভাই) দেখেছি বিএনপি-ঘেঁষা সাদা দল করতে। বিচিত্রতার কি শেষ আছে?
*****************************
নদীজলে ভেসে উঠে তাহেরের ছায়া
চশমায় ঢাকে চোখ প্রেসিডেন্ট জিয়া
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ভাস্কর এর ছবি

কর্নেল তাহেরের রাজনৈতিক অবস্থান অনেকেই সমর্থন করেন না বললেন...কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামি সন্ত্রাসের বিরুদ্ধে যেই কয়জন লোক দাঁড়াইছিলো তার মধ্যে সিরাজ সিকদার আর এই লোকেরই সদুদ্দেশ্য ছিলো বইলা জানি। তার মধ্যে কর্নেল তাহের ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সক্রিয় যোদ্ধা।

আওয়ামি লীগ তখন তাগো অজাচার পুরামাত্রায় করতে পারতো না অনেক জায়গায়ই জাসদ কর্মীগো প্রতিরোধের লেইগা। সিরাজুল আলম খানের লগে কর্নেল তাহেররে গুলাইলে ব্যাপারটা ঠিক জমে না। জাসদ তখনো ঐ মাত্রায় সংগঠিত শক্তি হইয়া উঠে নাই।

কর্নেল তাহেরের ফাঁসির আদেশ বাস্তবায়ন কইরা আসলে জেনারেল জিয়া বুর্জোয়া ধারার রাজনীতির অসারতাই প্রমাণ কইরা গেছেন।

মিশু আইছে নাকি সুমন ভাই...আমিতো ভুইলাই গেছিলাম আবু আহসান অর অফিশিয়াল নাম!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

অমি রহমান পিয়াল এর ছবি

সালাম একজন বীর মুক্তিযোদ্ধাকে
..................................

তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

অমি রহমান পিয়াল এর ছবি

সালাম একজন বীর মুক্তিযোদ্ধাকে
..................................

তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

তারেক এর ছবি

জবানবন্দীটা পড়লাম গতকাল। দুর্দান্ত যোদ্ধা, আমৃত্যু লড়াকু ছিলেন বোঝা যায়। ধন্যবাদ হাসান ভাই পড়বার সুযোগ করে দেবার জন্য।
বিনম্র শ্রদ্ধা জানাই এই বীর মুক্তিযোদ্ধার প্রতি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হযবরল এর ছবি

কবিতাটা এই প্রথম পড়লাম। ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।