লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ০৫/০৬/২০০৭ - ২:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
সচলায়তনে আপনার একটা ধারাবাহিক লেখা চাই ।
৭২-৭৯ সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতির(কমিউনিষ্টদের বিভ্রান্তি,বুর্জোয়াদের মুখ থুবড়ে পড়া,মৌলবাদীদের উত্থান) উপর ।
এখনই শুরু করেন অথবা বেটাযুগ শেষ করার পর, কিন্তু শুরু করতেই হবে ।
মন্তব্য
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অজ্ঞাতবাস
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন