সুস্বাগতম-- শোহেইল ভাই!

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ০৫/০৬/২০০৭ - ৫:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
অবশেষে শোহেইল ভাই এসে গেলেন! এই মাহেন্দ্রক্ষনে আমি একা আমাদের সচলায়তন পাহারা দেই। তাই একা একাই বিউগল বাজাই আপনারে আগমনে ফুলে ও ফসলে কাদামাটি জলে ভরিয়া উঠুক এ প্রাংগন!

মন্তব্য

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
আপনাদের গোপন গোপন খেলার জন্য মানুষ মোটে পাঁচজন। সেই হিসাবে আপনি যে বিউগল বাজানোর জন্য আছেন এইটাই বেশি। যাক, প্রীত হইলাম।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সচলায়তন এর ছবি
মাইন্ড খেলুম! ২০+ গেরিলা, খুব খিয়াল কইরা

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

হাসান মোরশেদ এর ছবি
:)

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি
গেরিলা কায়দায় স্যার। তারপরে শুরু হবে সম্মুখ যুদ্ধ্ব । প্ল্যান '৭১!

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ভাস্কর এর ছবি
খোঁচা দিলেন শোহেইল ভাই?

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
খোঁচা দিয়েন না শোহেইল। সবাই কইলাম আছি।
সৌরভ এর ছবি
ওয়েলকাম ওয়েলকাম । বলেনতো, চা বসায় দেই । মুড়ি-চানাচুর আর চা .. ভার্চুয়াল পার্টি হয়ে যাক আপনার আসা উপলক্ষ্যে .. -- [অনুভূতিশূন্য কেউ একজন]

আবার লিখবো হয়তো কোন দিন

সুমন চৌধুরী এর ছবি
হযবরল এর ছবি
এসে গেছেন দাদা। ডিমের রকমারী রেসিপি পোস্টানোর এটাই সময় দাদা, শুরু করে দিন।
আরিফ জেবতিক এর ছবি
স্বাগতম!আগমন শুভ (ব্লগার শুভ না) হোক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।