এটি চারপর্বের একটি এনিমেশন সিরিজের প্রথমপর্ব ।
একটা এনিমেটেড ক্যারেকটারকে ইলেকট্রিক ব্যাটন দিয়ে শক দিচ্ছে চায়নিজ নিরাপত্তাবাহিনী তারপর তার হাতে তুলে দিচ্ছে অলিম্পিক মশাল
বাস্তবতা আসলে এই । মহান(!)চীনে অলিম্পিককে ঘিরে এইসবই ঘটছে ।
Ye Guozhuনামে সেই মানুষটার কথা বলা যেতে পারে,যে অলিম্পিক ভেনু সম্প্রসারনের নামে তার পারিবারিক রেষ্টুরেন্টটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবার প্রতিবাদ জানিয়েছিল ।
ফলাফল-অনির্দিষ্টকালের জন্য কারাবাস এবং ইলেক্ট্রিক বেটনের শক!
হায় উন্নয়ন,হায় বিনোদন...
মন্তব্য
হুমম
একটা মজার ব্যাপার হল, চিনের মানবাধিকার নিয়ে যাবতীয় হাউকাউ কিন্তু চিনের অর্থনৈতিক উন্নয়নের (তথাকথিত) সাথে পাল্লা দিয়ে বেড়েছে। আম্রিকার দাস প্রথার বিরুদ্ধে প্রতিবাদের কথা মনে পড়িয়ে দেয় - ঐটারো প্রধান কারণ ছিল উত্তরের সাদারা দক্ষিণের ফ্রি দাসশ্রমের সাথে পাল্লা দিয়ে পেরে উঠছিল না।
সন্দেহ নেই ।
তবে দ্বিধার ও কোন সুযোগ নেই যে ঘটনাগুলো ঘটছেনা ।
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ইউটিউব দেখা বন্ধ।
এই এনিমেশনটা ইউটিউবে না তো । আমি সরাসরি ব্লগে দিয়েছি ।
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হায়! "Ye Guozhu" র কথা জানতাম না
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হায় চীন... সোনালী দিনের চীন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সেই সোনালী দিনে,চেয়ারম্যান মাও এর যুগেই কিন্তু তিব্বত গিলেছিলো মহান চীন
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমিও গলা মেলাই, হায় উন্নয়ন, হায় বিনোদন! পেছনে শুধুই ব্যবসা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হাসান মোরশেদের ব্লগরব্লগর মানেই হল চমৎকার ভাষাশৈলী, বিষয়ের সুনির্বাচন আর বর্ণনার পরিমিতি। শুভেচ্ছা আপনাকে।
বাকি পর্বগুলো চাই।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নতুন মন্তব্য করুন