লার্জ পেগ সাম্বুকা,গুটিকয় কফি বিন
জ্বলেছে নীলাভ শিখা,আমি অর্বাচীন
কিছুটা প্রতীক্ষা, - পানের নিয়ম তাই
নিয়ম ভূল করে আগুনে হাত বাড়াই ।
আগুনে পুড়েছে হাত,স্বদেশের মুখ
বহুবর্ন প্যাকেট মোড়া যুগের অসুখ
অসুখ খেয়েছে প্রেম, স্বপ্নেরা খুন
সেই শোকে পান করি তরল আগুন ।
***২১ মে শেষ প্রহর । বিলেতের ঘড়ি ।
মন্তব্য
এই তরল আগুন পড়ছিলাম আগে। একই রকম ভাল লাগছে
________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তরল আগুন। বেশ লাগলো!
..................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
ফেলে আসা সময়ের কবিতা, যখন সামহোয়্যারে আমরা হুল্লোড় করতাম।
ঘরে পানি আর চা-কফি ছাড়া কিছু নাই..তবু ..প্রোস্ট!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
এভাবে প্রতিদিন খুন হয় কতো কতো জীবনের গান!
ভালো লেগেছে খুব।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
খুব ভাল লাগলো।
এই পানপর্বের সুধা পূর্বেই গ্রহণ করিয়াছিলাম। আরেকবার গ্রহণ করিতে কোন আপত্তি নেই।
কি মাঝি? ডরাইলা?
কৃতজ্ঞতা আবারো সকলে ।
আসলেই, সেই হুল্লোড়ের দিন!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
করেন, আমরা আছি।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
নতুন মন্তব্য করুন