১২ | লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: শনি, ১৯/০৭/২০০৮ - ১:১১পূর্বাহ্ন)
এই কালো মানুষটা শিখিয়েছেন কালো পরিচয় অহংকারের ব্যাপার হতে পারে। তিনি কালো মানুষদের আত্মবিশ্বাস দিয়েছেন নক্রুমা, আমিলকার কাবরাল, এমে সেজেয়ার, চিনুয়া আচেবের মতো করে। তিনি সভ্য করার নাম করে আসা দখলদার-শাদাদের শিখিয়েছেন সভ্য আচরণ কাকে বলে। তিনি কালো মানুষের দেশে বিজয়ী হয়েও শাদা প্রভুদেরও বন্ধু হিসাবে ঠাঁই দিয়েছেন। তিনি সভ্যতারও শিক্ষক।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
১৩ | লিখেছেন বজলুর রহমান (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১৯/০৭/২০০৮ - ৩:০৩পূর্বাহ্ন)
কথা হচ্ছিল গেভিন ইয়াং-এর সাথে। সে দক্ষিন আফ্রিকার শাদা মানুষ, আমেরিকাতে এসে ডিগ্রী করেছে, ফিরে যাবে।
"এই লোকের পাল্লায় পড়ে কালো লোকদের ঠিক কি উন্নতি হয়েছে বুঝতে পারছি না। নামে মাত্র স্বাধীন। সব সম্পদ আর ক্ষমতার মালিক তো এখনো শাদারা, এমন কি দেখবেন ক্রিকেট দলেও তাই। পংগপালের মত কালোরা মরছে এইডস-রোগে। কি করেছে অথর্ব সরকার? এ অবস্থার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই অদূর ভবিষ্যতে। লোকটা টেররিস্ট ছিল নাকি? ষাটের গোড়াতে নাম লিখিয়েছিলেন মাত্র। এখন তো সন্ত্রাসের বিরুদ্ধে সারাক্ষণ বাণী দিয়ে যাচ্ছেন, গান্ধীর অনুসারী বলে দাবী করছেন নিজেকে। দক্ষিণ আফ্রিকাতে এই সব আঙ্কেল টম দিয়ে কোন সামাজিক পরিবর্তন হবে না।"
মান্ডেলা ক্ষমতা ছেড়ে দিয়ে শাদাদের দুশ্চিন্তা দূর করেছেন। এমন বিশ্ব বরেন্য ব্যক্তি যদি অনেক কিছু চেয়ে বসতেন কালোদের সত্যিকার ক্ষমতায়নের জন্য, তাহলে না দিয়ে উপায় ছিল না। তাই মান্ডেলার মূর্তি শোভা পাচ্ছে লন্ডনের চমৎকার শোভনীয় স্থানে। রবার্ট ক্লাইভের মত।
ভিলেইন হয়েছেন মুগাবে, যিনি শাদাদের হাত থেকে দেশের সম্পদ কেড়ে নিয়েছেন। অর্থনৈতিক বয়কটে তাঁর দেশের অবস্থা এখন নড়বড়ে। জানি না, কে বেশি ভালো, কে মন্দ।
১৪ | লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ১৯/০৭/২০০৮ - ৫:৫৩পূর্বাহ্ন)
বজলু ভাই,
ম্যান্ডেলা ও মুগাবের যে তুলনা আপনাকে ভাবিয়েছে, এই লেখাটা লেখতে গিয়ে আমার ও নিজেরো তাই হয়েছিল ।
বিশেষ করে গত মে মাসে দক্ষিন আফ্রিকায় যে ভয়াবহ জাতিগত দাংগা হয়ে গেলো তারপর প্রশ্ন উঠতেই পারে, কি লাভ হলো এতো দীর্ঘ বর্ণবাদ বিরোধী সংগ্রামে যদি ম্যান্ডেলার কালো মানুষেরাই এখন হামলে পড়ে তুলনায় দুর্বল অন্য কালোদের উপর ।
আর মুগাবে? স্বাধীনতার এই নায়ক যে তার নিজের দেশের মানুষদের উপর কি নিপীড়ন চালাচ্ছে এখন, সেটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
মন্তব্য
শুভজন্মদিন , হে মহান মানুষ ।
শুভ জন্মদিন কালো নেতা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- বসকে সেদিন টিভিতে দেখলাম। ফোকাস থেকে সরে গিয়ে যেনো আরেকটু বুড়িয়ে গেছেন এই অবিসংবাদিত নেতা।
জন্মদিনের শুভেচ্ছা তাঁকে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন দাদা।
শুভ জন্মদিন, মহানায়ক।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
এইরকম মানুষ কয়েক শতকে একজনও জন্মায় কি না সন্দেহ।
আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?
আবার লিখবো হয়তো কোন দিন
তাঁর জন্মদিনে মুগ্ধতা, শ্রদ্ধা আর অভিনন্দন।
যদ্দূর জানি, UB40 এই অসাধারণ গানটি তাঁকে উত্সর্গ করেছিল।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জন্মদিনে শ্রদ্ধাবনত শুভেচ্ছা- এই মহান পুরুষকে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
টেররিস্ট (মার্কিনিদের মতে: এখনও তালিকায় নাম আছে)।
এই রকম বেশী বেশী দরকার।
তাঁর ৯০তম জন্মদিনে সারাবিশ্বের দারিদ্র্য দূরীকরণের আহ্বান জানিয়েছেন তার জন্য এই মহান নেতার প্রতি আরও শ্রদ্ধা বেড়ে যায়।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শুভ জন্মদিন গুরু। একটু দেরি হয়ে গেল অবশ্য।
কী ব্লগার? ডরাইলা?
এই কালো মানুষটা শিখিয়েছেন কালো পরিচয় অহংকারের ব্যাপার হতে পারে। তিনি কালো মানুষদের আত্মবিশ্বাস দিয়েছেন নক্রুমা, আমিলকার কাবরাল, এমে সেজেয়ার, চিনুয়া আচেবের মতো করে। তিনি সভ্য করার নাম করে আসা দখলদার-শাদাদের শিখিয়েছেন সভ্য আচরণ কাকে বলে। তিনি কালো মানুষের দেশে বিজয়ী হয়েও শাদা প্রভুদেরও বন্ধু হিসাবে ঠাঁই দিয়েছেন। তিনি সভ্যতারও শিক্ষক।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
কথা হচ্ছিল গেভিন ইয়াং-এর সাথে। সে দক্ষিন আফ্রিকার শাদা মানুষ, আমেরিকাতে এসে ডিগ্রী করেছে, ফিরে যাবে।
"এই লোকের পাল্লায় পড়ে কালো লোকদের ঠিক কি উন্নতি হয়েছে বুঝতে পারছি না। নামে মাত্র স্বাধীন। সব সম্পদ আর ক্ষমতার মালিক তো এখনো শাদারা, এমন কি দেখবেন ক্রিকেট দলেও তাই। পংগপালের মত কালোরা মরছে এইডস-রোগে। কি করেছে অথর্ব সরকার? এ অবস্থার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই অদূর ভবিষ্যতে। লোকটা টেররিস্ট ছিল নাকি? ষাটের গোড়াতে নাম লিখিয়েছিলেন মাত্র। এখন তো সন্ত্রাসের বিরুদ্ধে সারাক্ষণ বাণী দিয়ে যাচ্ছেন, গান্ধীর অনুসারী বলে দাবী করছেন নিজেকে। দক্ষিণ আফ্রিকাতে এই সব আঙ্কেল টম দিয়ে কোন সামাজিক পরিবর্তন হবে না।"
মান্ডেলা ক্ষমতা ছেড়ে দিয়ে শাদাদের দুশ্চিন্তা দূর করেছেন। এমন বিশ্ব বরেন্য ব্যক্তি যদি অনেক কিছু চেয়ে বসতেন কালোদের সত্যিকার ক্ষমতায়নের জন্য, তাহলে না দিয়ে উপায় ছিল না। তাই মান্ডেলার মূর্তি শোভা পাচ্ছে লন্ডনের চমৎকার শোভনীয় স্থানে। রবার্ট ক্লাইভের মত।
ভিলেইন হয়েছেন মুগাবে, যিনি শাদাদের হাত থেকে দেশের সম্পদ কেড়ে নিয়েছেন। অর্থনৈতিক বয়কটে তাঁর দেশের অবস্থা এখন নড়বড়ে। জানি না, কে বেশি ভালো, কে মন্দ।
বজলু ভাই,
ম্যান্ডেলা ও মুগাবের যে তুলনা আপনাকে ভাবিয়েছে, এই লেখাটা লেখতে গিয়ে আমার ও নিজেরো তাই হয়েছিল ।
বিশেষ করে গত মে মাসে দক্ষিন আফ্রিকায় যে
ভয়াবহ জাতিগত দাংগা হয়ে গেলো তারপর প্রশ্ন উঠতেই পারে, কি লাভ হলো এতো দীর্ঘ বর্ণবাদ বিরোধী সংগ্রামে যদি ম্যান্ডেলার কালো মানুষেরাই এখন হামলে পড়ে তুলনায় দুর্বল অন্য কালোদের উপর ।
আর মুগাবে? স্বাধীনতার এই নায়ক যে তার নিজের দেশের মানুষদের উপর কি নিপীড়ন চালাচ্ছে এখন, সেটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন