দুপুরে হঠাৎ কারফিউ

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ২১/০৮/২০০৮ - ৬:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

..


স্বভাবে বর্ধিত ঘাস,কোটি কোটি,অপেক্ষায় গাধার দাঁতের।
সজল স্নিগ্ধতা নিয়ে অবিকল কোটির মতোই দেহ তারও দোলে-
দাঁতের করাত কাটে তবু দোলে,তবু সেই
সজলতা,সেই
তার সজলতা ঝরে।
পাথরের চোখ মেলে এখন সে যেন সেই ভয়াবহ গাধাকেই দেখে ।


বারান্দা পড়ে আছে লাশ । নীল এক নির্বোধ মাছি ।
তারও চেয়ে নির্বোধ কুকুর ডাকে রাস্তায়,রোদ্দুরের গুলিবিদ্ধ
রাজপথ খাকি হয়ে যায় ।
'না'
'ফিরে আয়'


প্রবল ঝড়ের মতো অবেলায় অন্ধকারে বিদ্যুতের চমকে চিৎকারে
প্রান্তরে প্রান্তরে ছোটে উন্মত্ত ঘোড়া,
আরোহী নিহত ।
আয়, ফিরে আয়, ফিরে আয় ।
কাছে থেকে দূরে অবসিত ধ্বনিমালা,শূন্যগর্ভ,একতাল ধ্বনি-
আয়,আয় ।।
-----------------------------------------------------
-----------------------------------------------------


ক্ষমা করবেন মাননীয়গন,
৩৬৫ দিন আগের কোন ঢেউ গননা নয়, নয় কোন স্মৃতিতর্পণ- এ কেবল সৈয়দ শামসুল হক নামের এক নিরীহ কবির ততোধিক নিরীহ কবিতার ক'টি লাইন মাত্র

আমরা শান্তিকামী নাগরিক , আপনাদের নির্দেশমতোই ম্যানিনজাইটিসে ভুগছি । আশ্বস্ত থাকুন, আরোগ্য আমাদের নিজেদেরই কাম্য নয় ।


মন্তব্য

পলাশ দত্ত এর ছবি

কাজটা ঠিক করলেন না মোরশেদ। কবিতাটা পড়তে পড়েত মাত্র ঝাপায়ে উঠতেছি এমন সময় দেখি তলায় জানান দিছেন এই লেখা আপনার না। খাইলাম বিরাট ধাক্কা।

তবে তাতে কী? হক যে কী জিনিস তা তো টের পাওয়া হইলো আরও একবার।।

মহামহামহা থ্যাংকস কবিতাটা পড়ার সুযোগ দেওয়ার জন্য।।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঝাকানাকা।

পুতুল এর ছবি

আরোগ্য আমাদের নিজেদেরই কাম্য নয় ।

**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ঝরাপাতা এর ছবি

আমিও মনে করছি গুরুর লেখা, শেষে দেখি গুরুর গুরুর লেখা।

হাসি


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

তারেক এর ছবি

প্রবল ঝড়ের মতো অবেলায় অন্ধকারে বিদ্যুতের চমকে চিৎকারে
প্রান্তরে প্রান্তরে ছোটে উন্মত্ত ঘোড়া,
আরোহী নিহত ।

কী ভয়ংকর চিত্রকল্প!
অসাধারণ!

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

চিন্তিত
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লিঙ্গ কর্তন (বা হ্রস্যকরণ) কার্য চলাকালীন দন্ডায়মান পুরুষের মুখনিসৃত সর্পচিহ্নিত শব্দটির অনুবাদ কেউ জানেন নাকি?

কেই দেখি পাঁচ দাগায়নি এখনো। আচ্ছা আমিই দাগাই...

আরিফ জেবতিক অফলাইন এর ছবি

নিজের লেখার খবর কই ?
খালি হক সাহেব লিখলে চলবে নাকি . মোরশেদ সাহেব কী করবেন ?

রূপক কর্মকার এর ছবি

হক তো 'পরানের গহীন ভিতরে' লেখার পর 'কি জিনিস', দত্ত যে শুধু বকবক করেই...
____________________________
আষাঢ়ে ভাসানে গেলে আমি খুঁজি ভাটিয়ালি প্রেম
কৃষ্ণ খোঁজে আড়বাঁশি, মূর্খ খোঁজে সাউন্ড সিস্টেম
[আবু হাসান শাহরিয়ার]

____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।