সংখ্যাগুরুদের একজন হিসেবে নিজের পরিচয় দিতে লজ্জা লাগে। কেবল সংখ্যাগুরু ধর্মবিশ্বাসের জোরে রাষ্ট্রের হন্তারক ও নীতিনির্ধারক হয়ে উঠে আর সংখ্যায় লঘু যে কেউ সহজেই শত্রু হয়ে যায়!
ধর্ম, বর্ণ, শ্রেণী গোত্র সকলের সমানাধিকারের নিশ্চয়তা দিয়ে রাষ্ট্র নিজেই এইসব বর্বর আইন টিকিয়ে রাখে। আমার অস্থির লাগে। আমি আমার চারপাশে চিহ্ন পাই খুব নীরবে এই দেশে নাৎসিদের মতো শোধন চলছে একটা একরৈখিক সমাজ তৈরির জন্য। ভিন্নমত, ভিন্ন বিশ্বাস, ভিন্ন আচরণ, ভিন্ন ধর্ম, ভিন্ন জাতীয়তার স্থান হবে না এখানে।
অথবা একটা চিড়িয়াখানা বানানো হবে যেখানে স্যুভেনির হিসেবে রেখে দেয়া হবে সকল বৈচিত্র্য। বিদেশি পর্যটকরা পয়সা কেটে চিড়িয়াখানায় ঢুকবে। এক খাঁচায় দেখবে হাতে শাখা কপালে সিঁদুর তরুণী শঙ্খে ফুঁ দিচ্ছে আরেক খাঁচায় দেখবে তীর ধনুক কাঁধে দাঁড়িয়ে আছে আদিবাসী তরুণ অথবা একতারা হাতে মাটির লালন...
এইসব কেবল প্রদর্শনযোগ্যই থাকবে, থাকবে না সহাবস্থানে।
মন্তব্য
...তারপর টিকিট কেটে আমরা সে কালচারাল হেরিটেজ পার্কে যাবো। চমৎকার উইকএন্ড বিকেল কাটাবো। পরদিন স্কুলে ফিরে আমাদের সন্তানেরা জীব বৈচিত্র্য রচনা লিখবে।
সেটাও থাকবে নারে ভাই, বেদাত।
মোরশেদ , আনিসুল হকের "অন্ধকারের একশ বছর" দেখতে হলোনা, পাঁচ বছরেই এত! বিবমিষা, ঘোর অমানিশা!
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
সহমত, এপারেও গত কয়েক মাস ধরে হত্যাযজ্ঞ শুরু হয়েছে। নিজেকে নিঃসঙ্গ লাগে মাঝে মাঝে ...
সাম্প্রদায়িকতা এমন এক সর্বভুক ক্ষুধার্ত সাপ যে আগে অধার্মিককে খায়, তারপরে পরধর্মের অনুসারীকে আর শেষে নিজধর্মের অনুসারীকে। খাওয়া এখন চলছে ... চলবেও ...
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
ঠিক ।
খুনের উন্মাদনায় যারা মাততে পারেনা, সংখ্যায় গরিষ্ঠভুক্ত হয়ে ও তারা অধিকতর সংখ্যালঘু ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সেই । সময় বড়ই বেরহম ।
কোন কোন প্রজন্ম বিন্যাসের গৌরব বহন করে, আমাদের জন্য বিনাশের লজ্জা ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মন্তব্য প্রয়োজনীয় নয় ।
এরা সুখের লাগি চাহে প্রেম...........
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
- আমার দীর্ঘশ্বাসটা বের হয় অন্য কারণে। কেঁচো সদৃশ কর্ণধার কেনো সামান্য হালুমেই বাঁকিয়ে চাকতি রূপ ধারণ করে কিংবা মিঁউমিঁউ করে অথবা মিনমিন করে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আসুন সবাই মিলে কিছু একটা করি, রুখে দাড়াই ॥
দীর্ঘশ্বাস!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কোটেড করে রাখার মতো কাব্যময় পঙক্তি...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
চিড়িয়াখানা দেখে এসে বিনা অজুতে সমাজে মেলামেশাও নিষিদ্ধ হতে পারে।
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
নতুন মন্তব্য করুন