ঝুম হয়ে যেতে ভাল্লাগে, মাঝেমাঝে ।
ঝুমঝুম বৃষ্টি,ঝুমঝুম ঘুম,ঝুমঝুম রূপকথা, চেনা হাতের অচেনা রেখা-এইসব ।
চারদিকে কতোকিছু । কতোকিছু ঘটে যায় । হাওয়া এলো হিম । কোথাও প্রবল বৃষ্টিপাত ।ঝাঁকে ঝাঁকে স্বপ্ন ধরলো গাছে । পাখীরা ও ঠুকরে খেলো কিছু । আহা, থাক । গাছতলায় পড়ে থাক বাকী স্বপ্নের লাশ ।
আর গ্রামপতনের শব্দ ও নাকি বাজে বড় ব্যথাতুর । কতোদূর এইসব আয়োজন?বন-ভোজনের শিৎকারে আরো গভীরে, মায়ের গর্ভে ফিরে গেলো অচেনা শুশুক ।
হাওয়ার নাটাই ধরে টানাটানি অহেতুক, ঘুড়ি ফিরে গেছে ঘরে,লক্ষ্যহীন সুতোর টানে বোকা বালকের দল ।
খড়ের প্রাসাদে তারা রাজপূন্যাহ সাজায় । উৎসব,এই শব , কলরব ।
আমার ঝুম হয়ে যেতে ভাল্লাগে কেবল, মাঝেমাঝে ।
ও বৃষ্টি কার তুমি? মেঘ নাকি মৃত্তিকার?
ঝুমঝুম অন্ধকার, ও মেঘ, ও মৃত্তিকা...
মন্তব্য
চমৎকার!!!!!!!!
ধন্যবাদ , বস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
একটু আগেই প্রকৃতি প্রেমিকের ব্লগে গিয়ে যেমন ইচ্ছে লেখার ব্যাপারে সহমত জানিয়ে এলাম। আর আপনার এখানে এসে দেখলাম যেমন ইচ্ছে তেমন একখান লেখা। যেমন ইচ্ছে লেখাটা ভালো লাগলো। তয়, বৃষ্টির ব্যাপারে একখানা কথা আছে। গত কয়েকদিনে বৃষ্টি খুব ভোগালো। অফিসে যেতে আসতে, বিমানবন্দরে ঘন্টা কয়েক সময়ে। তাই বৃষ্টির ওপর বিরক্ত একটু। তবুও দেখেন, একটু আগেই রাগা'র বৃষ্টির গান শুনলাম। গানের দু'টি লাইন এখনো আওড়াচ্ছি:
বৃষ্টি ভেজা এই মেলায়
আমি তো স্বাধীন
রঙধনু রঙের মেলায়
এলো নতুন দিন।
শুভ যেমন ইচ্ছে লেখা ব্লগিং।
ঠিক তাই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সুন্দর...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বৃষ্টিতে ভিজতে যেমন লাগে, তেমনি ভালো লাগলো এই লেখা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ভাল লাগল .....
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
উদ্ধৃতি:
হাওয়ার নাটাই ধরে টানাটানি অহেতুক, ঘুড়ি ফিরে গেছে ঘরে,লক্ষ্যহীন সুতোর টানে বোকা বালকের দল ।
-
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
ঝুম ঝুম সেই রকম হইছে।
ঝুমে অগনিত তারা।
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
অসাধারণ!!!
আমারও।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মনের কথা।
আমিও ঝুম ঝুম শব্দের সাথে একাত্ম হয়ে গেলাম লেখাটি পড়ে....
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
- কবিতার মতো লাগলো দাদা, ব্লগরব্লগর কেনো? (ভয়ে ভয়ে জিজ্ঞেস করি)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কবিতা, কস কি?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আপনের লেখায় কি জানি একটা আছে ....
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
জ্বিন-পরীর আছর নাই তো?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কৃতজ্ঞতা একসাথে আর সকলে
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
"ও বৃষ্টি কার তুমি? মেঘ নাকি মৃত্তিকার?"
কি অদ্ভুত সুন্দর !
ঝুম হয়ে যেতে ভাল্লাগে, মাঝেমাঝে, আমারো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমারো তাই শিমুলাপা ।
আছেন কেমন?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ফাসকেলাশ !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অসাধারণ!
অভিনন্দন কবি।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন