এইদিনে ,এইসব প্রহসন- মনে পড়ে

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ১০/১১/২০০৮ - ৮:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সময়ে কোন কোন সত্য ও বড় প্রহসনের মতো ঠেকে ।

আজ ১০ নভেম্বর । একুশ বছর আগে এইদিনে নূরহোসেনের আত্নদানে বনপোড়া হরিনীর মতো আর্তনাদ করে উঠেছিল গোটা মানচিত্র । স্বৈরাচারের নিপাত আর গনতন্ত্রের আকাংখা ধারন করে বুক তার হয়ে উঠেছিল বাংলাদেশ । বাংলাদেশ রক্তাক্ত হয়েছিল জিরোপয়েন্টে ।

একুশ বছর পর এইসব স্মৃতিচারন নির্লজ্জ্ব প্রহসনের মতো মনে হয় । সেদিনের তরুনেরা প্রায় প্রৌঢ় এখন, কিশোরেরা ও বিগত তারুন্যের কিনারায় । কেবল গোপন দীর্ঘশ্বাসে সেইসব দিনের ছাইভস্ম । হয়নি, কিছুই হয়নি ।
বীরের রক্তস্রোত ধুলির ধরাতেই হারিয়ে গেছে ।

পতিত গর্দভ হয়ে উঠেছে গনতন্ত্রের সওদাগর । তার অশ্লীল হাসি, নূর হোসেনের বুকে বিদ্ধ বুলেটের মতোই আমাদের বারবার হত্যা করে ।

সেই ১০ নভেম্বরের কর্মসুচীতে ময়মনসিংহ থেকে সাইকেল চালিয়ে এসে যোগ দিয়েছিলেন আরেক তরুন । তার লাশ খোঁজে ও পাওয়া যায়নি আর ।

এই ১০ নভেম্বরে তার নাম আর মনে করতে পারিনা স্মৃতির শেষ তলানি হাতড়ে ও ।

নূর হোসেনের নাম ও একদিন সেই তলানীতে ঠেকবে গিয়ে ।

বন পুড়ছে আবার, হরিনী কবে টের পাবে আর?


মন্তব্য

তারেক এর ছবি

বন পুড়ছে আবার, হরিনী কবে টের পাবে আর?

ভুলেই গিয়েছিলাম... ভুলে যাচ্ছি সব
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রাফি এর ছবি

নূর হোসেনের জন্য শ্রদ্ধা .....

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

২১ বছর হয়ে গেলো?
অথচ মনে হয় সেই দিন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হাসান মোরশেদ এর ছবি

আমরা একটা প্রজন্ম ফুরিয়ে গেলাম হুদাহুদিই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পান্থ রহমান রেজা এর ছবি

হায় এমন অভাগা দেশ। তার শ্রেষ্ঠ সন্তানদের মনেও রাখে না কেউ!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

নূর হোসেনের আত্মত্যাগ কত সহজে ভুল যায় এই জাতি। অথচ সেইসব স্বৈরাচারী সদর্পে ঘুরে বেড়ায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

জ্বিনের বাদশা এর ছবি

পোস্টটায় মন্তব্য করতেই ঢুকলাম ... আপনি মনে রাখবেন জানতাম .... আমাদের কৈশোর/তারুণ্যের সেই ৯০ কে আরেকটি মুক্তিযুদ্ধ ভাবতে চেয়েছিলাম

নূর হোসেনের প্রসঙ্গ আসলেই একটা টুইস্টেড কুইজ করি লোককে ... নূর হোসেনের বাবার নাম কি? .... খালেদা জিয়ার জানার প্রশ্নই আসেনা, শেখ হাসিনাও হয়তো জানেননা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হাসান মোরশেদ এর ছবি

হ্যাঁ ।
এক মুজিবরের ব্যাটা প্রানদান করেছে স্বৈরাচারের পতন ঘটাতে আর আরেক মুজিবরের বেটি প্রানপণ করেছে পতিত স্বৈরাচারকে ভাগাড় থেকে তুলে আনতে
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
জ্বিনের বাদশা এর ছবি

সেইটাই ... "মুজিবর" নামটাই কোনদিন সবাই ভুলে যাবে কে জানে!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সুমন সুপান্থ এর ছবি

সেদিনের কিশোরেরা প্রতারক এক স্বপ্ন বোনে মফস্বলের অলিগলি কাঁপিয়ে ফের শ্লোগান ধরে- নিপাত যাক, নিপাত যাক

আর আজ শেষ তারুণ্যে এসে দেখে স্বপ্নই নিপাত গেছে কবে !!

---------------------------------------------------------

'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আমরা কেবল ভুলেই যাচ্ছি না। আমাদের বাধ্য করা হচ্ছে ভুলে যেতেও।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

অতিথি লেখক এর ছবি

সাথে আরেকটু যোগ করলাম---ভুলে থাকতেও-------

পুতুল এর ছবি

ছবিটা কোন ভাবে দিতে পারলাম না।
এই তো সে দিন!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

হাসান মোরশেদ এর ছবি

ছবিটা দেয়া যেতো, তার বুক কিংবা পিঠের ।
মনে হলো, থাক । কি হবে আর প্রহসনের মাত্রা বাড়িয়ে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হায় প্রহসন!
নাটকেরই এক প্রকরণ...

মুস্তাফিজ এর ছবি

২১ বছর হয়ে গেলো তাইনা?
আমি সেদিন মিছিলে, সেই ঘটনার সময় ছিলাম হকি স্টেডিয়ামের পাশে, সেই জটলাতেও গুলি হয়েছিল, একজন পড়েও গিয়েছিল। আমি, আমার সাথে মাহ্‌মুদ (বর্তমানে কম্পুটার ব্যবসায়ী), সবুজ নামে একজন ছেলেটাকে ধরে পেছনে নিয়ে আসছিলাম, আমি ধরেছিলাম বগলের নীচ দিয়ে দুহাত দিয়ে, তখনও জ্ঞান ছিলো ওর, বার বার নাম জিজ্ঞেস করছিলাম আর ছেলেটা বলছিলো, আমাকে হস্‌পিটালে নিয়ে যান, আমার শুধু রানে গুলি লেগেছে। ততক্ষণে আমার পা গরম রক্তে ভিজে গিয়েছে, আরো কয়েকজন এসে হাত লাগিয়েছিলো আমাদের সাথে, পেছনে টেনে ওকে নিয়ে গুলিস্তানের মোড়ে একটা ট্রাফিক পোস্ট ছিলো তার উপর রেখে হস্‌পিটালে নেয়ার উপায় দেখছিলাম, ওদিকে পুলিশ ততক্ষণে দৌঁড়ে আমাদের প্রায় কাছাকাছি চলে এসেছে, কিছু অসম সাহসী তখনও ঢিল ছুড়ে ওদের ঠেকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনি ফট ফট করে আরো কয়েকটা গুলি হলো এবং সাথে সাথে 'ও ও ক' করে একটা শব্দ, একটা গুলি সবুজের হাতের চামড়াতে ঘষা খেয়ে ট্রাফিক পোস্টে হেলান দিয়ে বসিয়ে রাখা ছেলেটির গলা এবং বুক পকেটের মাঝামাঝি জায়গায় ছোট্ট একটা ছিদ্র করে ফেললো, পুলিশ ততক্ষণে আমাদের ৬/৭ হাত দূরে, হিংস্র, ১০/১২টা অস্ত্র তাক করে আমাদের দিকে হুংকার দিয়ে বললো 'খান............পোলারা, লাশ রাইখা যা, সব মাদা.......ত রে শুয়াইয়া দিমু, একটা গুলি আমাদের মাথার উপর দিয়া ছাড়লো আর একটা কাদুনে গ্যাস ঠিক পড়ে থাকা ছেলেটার পাশে, আমরা চলে এলাম ওরা লাশ নিয়ে গেলো, পরে কোথাও এর উল্লেখ দেখিনি, ছেলেটির নামও জানতে পারিনি।

...........................
Every Picture Tells a Story

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।