এজলাসে আসন গ্রহণের পর বিচারক আইনজীবীদের চেয়ারে বসে থাকা নিজামী ও মুজাহিদের দৃষ্টি আকর্ষণ করে তাদের আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে বলেন। বিচারকের এ নির্দেশে কিছুটা হতভম্ব হয়েই তারা দুজনে কাঠগড়ায় দাঁড়ান।
বিডিনিউজ জানায় জনাবেরা কিছুটা হতভম্ব হয়ে পড়েছিলেন । তা তারা হতেই পারেন । বাংলাদেশ মাল্টিন্যাশনাল কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা যেখানে পলাতক 'তাহাদের' সাথে 'হৃদ্যতাপূর্ন' বৈঠক করেন ,সেখানে নিম্ন আদালতের 'সামান্য' বিচারক কাঠগড়ায় দাঁড়ানোর নির্দেশ দেন!
কিন্তু প্রশ্ন দাঁড়ায় খেলারামের এই আচম্বিত দান কেনো?
অনেকবছর আগে জামাত-বিএনপির আনুষ্ঠানিক সখ্যতা( অনানুষ্ঠনিক তো সকলের সাথেই)'র শুরু পর্বে আবেদ খান লিখেছিলেন-'তোমাকে বধিবে যে গোকূলে বাড়িছে সে'
সে যথেষ্টই বেড়েছে । অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল জামাতকে এবার জাতীয় সংসদের প্রধান বিরোধীদল বানানোর খেলাটা জমছে । সবকিছুতে 'আপোষহীন' নেত্রী নির্বাচনে যাবেননা কিন্তু তাদের মেনটর জামাত যাবে । জাতীয় পার্টি মৃতঘোড়া । আওয়ামী লীগ বিরোধী ৪০% ভোটের একটা বড় অংশ যাবে জামাতের পকেটে ।
প্রথম প্রথম বিএনপি'র সাধারন সমর্থকদের, জামাতনির্ভরতা নিয়ে অস্বস্তি থাকলে ও সময়ে তা কেটে গেছে । ছাত্রদলের সেই জামাতবিরোধী অংশ ও বিলীন এখন । এই সেদিন সিলেটে ছাত্রশিবিরের হাতে প্রচন্ড মার খেয়েছে ছাত্র দলের ছেলেরা । যে কোন টার্নিং মুহুর্তেই দেখেছি জামাত-শিবির নানা অজুহাতে নিজেদের শক্তি প্রমান করতে চায় । তাদের অস্ত্বিত্ব টিকিয়ে রাখার জন্য এই কৌশল জরুরী নিঃসন্দেহে ।
অস্বাভাবিকের সাথে সহবাস করতে করতে স্বাভাবিক কোন কিছুতে আমরা ঠিক স্বস্তি পাইনা । গ্যাটকো মামলায় নিজামী, মুজাহিদ, সাইফুরদের কারাগারে যাওয়াটা্তোই স্বাভাবিক । জরুরী বিধিমালায় জামিন হয়না- এটা তো এসরকারেরই জারি করা অধ্যাদেশ । তাহলে?
বরং পলাতক আসামীর সরকার প্রধানের সাথে 'হৃদ্যতাপূর্ন' বৈঠক আমাদের কাছে খুব অস্বাভাবিক ঠেকেনা । এই রংগভরা বংগ দেশে এটাই তো স্বাভাবিক ।
বরং অস্বাভাবিক ঠেকতো যদি পলাতক আসামীর সাথে বৈঠকের মতো অনৈতিক কাজের জন্য আদালত সরকারপ্রধানের কাছে ব্যাখ্যা চাইতো ।
মহামান্য 'তাঁহাদের' মতো নগন্য আমরা ও এইসব কৃষ্ণলীলায় 'হতভম্ব' হই ।
ভাবি, কি আছে তাহাদের মনে?
মন্তব্য
(বিপ্লব)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
লাগ ভেলকি লাগ ।
ভানুমতির খেল ।
জামাতী নেতারা এতই স্বচ্ছ যে তাদের সবাই সব জায়গায় দেখে না। Hollow man একেকজন।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমরা কি দেখি?
আমরা কী দেখি?
দেইখা?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ঐযে মানুষ তিন প্রকারের । এক প্রকার- রাখে, এক প্রকার- ছিড়ে, আরেক প্রকার- ছিইড়া আঁটি বান্ধে ।
আমরা তিন নম্বরে আছি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হ
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আর খুশি হই না আগ বাড়িয়ে। শেষ দেখে নিশ্চিত হব এটাও কোন খেল না।
জামাত ধরেই নিয়েছে যে এটাই লাস্ট টার্ম... এরপর আপন শক্তিতেই তারা বলীয়ান হবে... এই টার্মেই তারা যা যা শক্তি প্রদর্শনের তা করবে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বিএনপি'র অবস্থা কি দাঁড়াবে?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বিএনপি থাকবে... তবে নেক্সট টার্মে জামাত তাদের স্বপন্থীদের নিয়ে আলাদা জোট গঠন করবে বলে মনে হয়।
এই টার্মের পরে বিএনপিরে তাদের প্রয়োজন হবে বলে মনে হয়না।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভাবি, কি আছে তাহাদের মনে?
নিউজটা পইড়া আমিও টাসকি খাইয়া ভাবিতেছি কি আছে তাহাদের মনে ???
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
জ্বি, আমরা জামাতে ভাবি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এটা আরেকটা 'আই ওয়াশে'র খেল।
কিছু কিছু ভণ্ডামীকে আমরা আমাদের অভিজ্ঞতার বাটখারায় মেপে দেখার সুযোগ পাই। কিন্তু এগুলো হচ্ছে অলৌকিক ভণ্ডামী। খুব উচ্চমার্গীয় ভণ্ড না হলে হয়তো তা পরিমাপ করা যায় না।
পাবলিক কি আর এতো উচ্চমার্গে উঠতে পারে ? আমরা পাবলিক হচ্ছি রামছাগল।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
জনগনকে বিভ্রান্ত করার সরকারের এটাও কোন নতুন কৌশল হতে পারে।
দেখা যাক্ কি হয়।
তারপর কী হলো, অনিন্দিতা?
একটু ইতিবাচক ভাবে এটা দেখা যেতে পারে।
হয়তো বিচারের বাণী এবার নিভৃতে কাঁদবেনা।
-বহতা
হ্যাঁ, ইতিবাচক ভাবে তো দেখা যেতেই পারে, কিন্তু বিচারের বানী যে নিভৃতি ছেড়ে বিবৃতিমুলক কান্নাকাটি শুরু করেছে এই কালে ।
ভালো কথা, মেইল আইডি টা চেনা চেনা লাগে । চেনা কেউ নাকি?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন জুতা পায়ে দিলে কিছু দিন একটু কষ্ট হয়, তার পর সব ঠিক ঠাক।
জামাতিদের সাথে এখন ঠিক ঠাকের পালা চলছে আমাদের।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
রবি বাবুর গানে আছে:
জানি, তোমার অজানা নাহি গো -
কী আছে আমার মনে,
আমি গোপন করিতে চাহি হো,
ধরা পড়ে দু'নয়নে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
লেখা ভালো হইছে
আমারতো মনে হয় কালকেই খালেদা জিয়া ঘোষনা দিবে যে তারা নির্বাচনে যাচ্ছে ... আর সাথে সাথেই অদ্ভুত যাদুবলে বড়পুকুরিয়া মামলা ভ্যানিশ ... মহামতিরা গালভরা হাসি নিয়ে বের হয়ে আসবেন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
মনে মনে কত ছবি আঁকা হয়
সব ছবি অবশেষে বাঁকা হয়..
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
চিন্তা করবেন না। আবার যদি পলাতক আসামীদের মিটিং এর দরকার হয়, তবে তো দেশে আরো প্রচুর ভাস্কর্য আছেই। সেগুলো ভেঙ্গেই মানুষের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দেওয়া যাবে।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
উত্তর সঠিক হইছে ঃ-)
বিচার বিষয়ে এই অধমের লেখা একখানা পদ্যের লিন্ক দিলাম - বিচার
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
ধারণা করা হইতেছে যে ইহা খালেদার সাম্প্রতিক সরকারমুখথী কঠিন-কঠিন কথার উত্তর!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
মানুষ পরিবর্তনশীল।
নতুন মন্তব্য করুন