ভালোই হলো ।
কপিলমুনির রাস্তায় কোন সুভদ্র পথিক বিব্রত হবেনা আর । পথ আগলে দাঁড়াবেনা আর দারুন অস্বস্তি ।
গুরুদাসী চলে গেছেন । আমাদের তিনযুগের অস্বস্তি ও অপরাধ, দায় ও দীনতাকে করুণা করে গুরুদাসী চলে গেছেন ।
যেতে পারতেন আরো বছর সাঁইত্রিশ আগেই । যেভাবে গেছেন পরিবারের আর সকলে- গুলীতে ঝাঁঝরা, বেয়নেটে বিদ্ধ - যেভাবে গেছেন তিরিশ লক্ষ ।
শ্বাপদ ও শুকরের, শেয়াল ও শকুনের কামড়ে কামড়ে ক্ষতবিক্ষত হয়ে ও আপনি বড় তীব্রভাবে বেঁচে ছিলেন । দুর্দান্ত উপহাসে তুড়ি মেরে জীবন ছুঁড়ে দিয়েছিলেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোটি কয়েক ক্লীবের প্রতি ।
এই পাগলী ,হেই পাগলী-গোটা মানচিত্রই তো সিজোফ্রেনিক রে মা ।
কপিলমুনির আটপৌরে রাস্তাও একদিন মাল্টিলেন মহাসড়ক হবে । যা কিছু অবশিষ্ট আছে তলানীতে-অস্বস্তি ও অপরাধ-মুছে যাবে বিস্মরন ও বিকৃতিতে , সমস্ত বধ্যভূমিগুলো ঢেকে যাবে সুরম্য বিপনীবিতানে, শ্বাপদ ও শুকরেরা শেয়াল ও শকুনেরা ঘোষনা করবে মানবতা ও মুক্তির নতুন ফরমান ।
গুরুদাসী- ওপাড়ে থেকে আপনি এতোটুকু উৎকন্ঠিত হবেননা যেনো আপনার সন্তানদের জন্য । আত্না বিক্রী করে বেঁচে থাকা তারা শিখে গেছে বেশ ।
এবার দেখবেন আপনার সন্তানেরাই শর্মিলা বোসকে ডেকে আনবে ইতিহাসের নতুন পাঠের জন্য ।
গুরুদাসী মন্ডল মরে গেছে ।
শর্মিলা বোস- সংখ্যাটা এবার আপনি আরো কমিয়ে আনতে পারেন ।
মন্তব্য
সত্যিই, কেন যে বেঁচে ছিলেন এই সাঁইত্রিশ বছর ...... !
তাঁকে নিয়ে বানানো সিনেমাটা দেখার খুব ইচ্ছে ছিলো, কিছুতেই যোগাড় করতে পারলাম না!
পোস্টের জন্য ধন্যবাদ, খবরটা নাহলে জানতামও না।
আমি ও জানতাম না । মাত্র জেনেছি
গুরুদাসী মারা গেছেন ডিসেম্বর ৭ এর রাতে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
গুরুদাসী- ওপাড়ে থেকে আপনি এতোটুকু উৎকন্ঠিত হবেননা যেনো আপনার সন্তানদের জন্য । আত্না বিক্রী করে বেঁচে থাকা তারা শিখে গেছে বেশ ।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মন্তব্য নেই , শুধু দীর্ঘশ্বাস ।
৩০ লক্ষ সংখ্যাটা নিয়ে সন্দেহ করে তারপর 'হা হা হা' হাসে কিছু বরাহ-নন্দিনী নন্দন। এবার দুলক্ষ উনসত্তর হাজার মিথ্যে হয়ে যাবে। গুরুদাসীও মিথ্যে ছিলো...
বলার নেই কিছু। আমাদের আত্মা আমরা বিকিয়ে দিয়েছি।
আবার লিখবো হয়তো কোন দিন
আহা জননী, জননীরে
......
তোমার দিকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পলেস্তরা
(মুখ সামলাও)
শ্যামলরঙা শাড়ির ভেতর বজ্রে আঁকা নদী
(তবু শস্যের গান গাও)
ভালই হল, জামাতীরা মুক্তিযোদ্ধাদের দেখবাল করার দায়ীত্ব নেবার আগেই গুরুদাসী বিদায় নিলেন। না হলে আমাদের কপটাতায় আরো কষ্ট পেতেন।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
চলচ্চিত্রটি সম্পর্কে তথ্য:
A Certain Libeartion: A Short Film directed by Yasmine Kabir
আমরা ভুলিনি, আমরা ভুলতে দেব না।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
ধন্যবাদ, রেজওয়ান! কেন যেন ঢাকার যে দোকানেই খোঁজ করেছি, পাই নি।
এখানে না এলে খবরটা জানাই হতো না।
গুরুদাসীকে আমরা ভুলে যেতে দেব না। মুক্তিযুদ্ধের রেনেসাঁয় তিনিই হবেন আমাদের প্রধান প্রেরণা।
— বিদ্যাকল্পদ্রুম
.................................
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
যতবার ছবি দেখি ততবারই চোখ থেকে পানি পড়ে...
কি করলাম আমরা......
. ......... ....... ....
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
- শর্মিলা বোসকে মাইনাস। অনেক আগে জ্বীনের বাদশাহ একটা প্রতিক্রিয়া লেখা লিখেছিলেন তার লেখাটাকে কেন্দ্র করে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
যে দেশে রাজাকাররা মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের সদম্ভ ঘোষনা দিতে পারে সে দেশে গুরুদাসীদের বাঁচার দরকার ই নেই ।
আমরা নরকের কীট ।
শত ধিক এই জাতি কে, এই আমাদের কে।
.........................................................................................................
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
....................
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
খুব খারাপ লাগলো মোরশেদ ভাই,লেখাটা পড়ে।
হাতের কাছে ভরা কলস, তবু তৃষ্ণা মিটেনা।
----------------------------------------------------------------------------
গুরুদাসীরা কালে কালে আসে আর যায়,তাদের এক দেশ লাল রক্ত এর উপর দাড়িয়ে আ ওমী,বি ন পি নামধারী খচচরদের ছাতার নীচে মাথায় ও ঘাড়ে বসে জামাতী রা শকুনের শে্ন চোখে পুরো বাংলা কে খেয়ে ফেলার জনৎধে-য়ে আসছে:::::::::: সময় থাকতে সাবধান , বাংগালী জাতি,জাগো বায়ে জাগো::::::::::::::::
এইরকম লেখা পড়লে চোখের পানি আটকে রাখা কষ্ট হয় ।
এই মানুষেরা ছিলেন মুক্তিযুদ্ধের প্রামান্য দলিল । দলিলগুলো হারিয়ে যাচ্ছে অবহেলায় ।
হাসান মোরশেদ, আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।
নিজে(দে)র প্রতি ধিক-ধিক্কার তো প্রতিদিনই এমন সহস্র কারণে দিচ্ছিই, দীর্ঘশ্বাসও দিনরাত পাল্লা দিয়ে দীর্ঘতরই হয়ে চলেছে কেবল ...
তবু, আজ এই লেখা প'ড়ে নৈমিত্তিক সেইসব দুঃখরবের সাথে সাথে লেখককে একটা সরব স্যাল্যুটও জানাই, এই চমত্কার দর্শী স্পর্শী লেখাটির জন্য।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আরো জানতে ইচ্ছা করছে উনার সম্বন্ধে। তথ্যচিত্রটির কিয়দংশ যদি নেটের কোথাও থেকে থাকে, জানালে বাধিত হব।
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
অক্ষম সন্তান আমরা.... শুধু ক্ষমা চাই.....
নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
সুপ্রিয় হাসান মোরশেদ, এর চেয়ে অনবদ্যভাবে প্রকাশ করা কি যেতো আমাদের অসহায় অক্ষমতা?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমাদের শোক ও স্মৃতিতর্পণ যেনো দীর্ঘতর হয় ।
আগামী বছর এমন দিনে, তারপরের বছর, তার ও পরের বছর, এইভাবে প্রতিটি বছর যেনো একজন গুরুদাসী মন্ডল আমাদের ভাবনায় বেঁচে থাকেন ।
যেনো আমরা আমাদের সন্তানদেরকে ও আমাদের সংগ্রামী জনক ও ত্যাগী জননীদের গল্প বলে যাই...
যেনো এই পরম্পরাটুকু বেঁচে থাকে ।
কৃতজ্ঞতা সকলের প্রতি ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
একটা লেখা আধাঘন্টার ব্যবধানে দুইবার পড়ে দুইবারই চোখে অশ্রু আনানোর জন্য আপনারে মাইনাচ।
খবর পরায় মন খারাপ হয়া গেল। হাজার সালাম এই মা কে।
..................................
এই বোঝা বইবার শক্তি দাও।
শর্মিলা বোসকে মাইনাস।
সোয়া মিনিটের একটা ট্রেইলার আছে ইউটিউবে।
আমি প্রথম উনাকে দেখেছিলাম ১৯৯২ তে বাসে করে পাইকগাছা থেকে খুলনায় যাওয়ার সময়। তখন উনি সবার কাছ থেকে টাকা চাইতেন, হাতে একটা লাঠি থাকতো। আমি ভেবেছিলাম কোনো পাগলি বোধহয়। কিন্তু, তার ও ৫ বছর পরে আমি জানতে পারলাম উনি বিরাঙ্গনা, পরে ভেবেছি উনি কি করে নিজের চোখের সামনে সবস্বজন হারানোর পরও নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। তাও ভালো উনি আমাদের ছেড়ে গেছেন না হলে এখনও দেখতে পেতেন এখনো বাংলাদেশে যে কোনো ছল চাতুরী করে সংখ্যালঘু নির্যাতন করা হয়, এখনো এখানে মানুষ কি করে ধর্মেকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে
মা আপনিকি দেখতে পাচ্ছেন, শাস্তি দেওয়া শুরু হয়েছে? আশির্বাদ করুন, অন্য সাবারও হবে।
নতুন মন্তব্য করুন