৩ | লিখেছেন নিঘাত তিথি (তারিখ: শুক্র, ০৮/০৬/২০০৭ - ৮:৫৩অপরাহ্ন)
হাসান ভাই, প্রোফাইলের ছবি কি নতুন করে দিতে পেরেছেন?আমি একটা ছবি দিয়ে ফেলেছিলাম সেটা প্রায় এক ঘন্টা ধরে চেষ্টা করছি বদলে অন্যটা দিতে, হচ্ছেই না। হয় পুরানো ছবিটা আসে নয়তো এই "কিছুই না"টা আসে।
এই বেশ ভালো আছি
৫ | লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ০৮/০৬/২০০৭ - ৮:৫৬অপরাহ্ন)
হাহাহাহা
প্রোফাইলের ছবি বদলাতে চাইছিনা । সামহোয়ারে দেয়ার সময় ছবিটা ছোট করতে চেয়েছিলাম । শিমুল জানতে চেয়েছিল- কি লেখা?
ভাবলাম, ছবিটাই আলাদা আপলোড করে দেই । এটাচ করলাম । এটাচ থেকে দেখা ও যাচ্ছে । কিন্তু ব্লগের পাতায় আসছেনা ।
মঁসিয়ে মডু'র অশেষ কৃপা ।নিশ্চয়ই তিনি কৃপাদৃষ্টি বর্ষন করবেন
--------------------------
আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?
তিথি দেখি নিজের নামে ফিরছে ।
--
হাসান মোরশেদ, পোস্ট বোধহয় মুছা যায় ।
------ooo0------
এই আমি যদি জেগে উঠি অন্য কোন সময়ে অথবা অন্য কোন পৃথিবীতে ,তবে কি পারতাম আমি অন্য একজন হয়ে উঠতে ?
মন্তব্য
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আবার লিখবো হয়তো কোন দিন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন