'Bangladesh warning over fate of prisoners'।। এপ্রিল ২৫, ১৯৭২

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ১৭/০৪/২০০৯ - ৮:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.

১৯৭২ সালের এপ্রিলের ২৬ তারিখের 'The Times' পত্রিকায় কুলদীপ নায়ারের একটি প্রতিবেদন প্রকাশিত হয়, সদ্য স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের ও এ সংক্রান্ত আনুসাংগিক বিষয়াদি নিয়ে ।

এই প্রতিবেদনের প্রস্তুতি হিসেবে কুলদীপ নায়ার শেখ মুজিবুর রহমানের একটি ৮০ মিনিট দীর্ঘ সাক্ষাৎকার গ্রহন করেন ।
প্রতিবেদনটিতে দেখা যায়- '৭২ এর এপ্রিল মাসের আগেই বাংলাদেশে আটক পাকিস্তানী যুদ্ধবন্দীদের বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এবং এই আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান অসন্তুষ্ট । ভারতের প্রতি স্পষ্টই বিরক্তি প্রকাশ করে তিনি বলছেন - 'বাংলাদেশের সম্মতি ছাড়া যুদ্ধবন্দী বিষয়ে ভারত একক কোন সিদ্ধান্ত গ্রহন করতে পারেনা । পাকিস্তানী সৈনিকেরা আত্নসমর্পণ করেছে ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের কাছে । এ ক্ষেত্রে দিল্লীর একা সিদ্ধান্ত নেয়ার কোন এক্তিয়ার নাই'

পাকিস্তানে আটক বাংগালীদের বিনিময়ে যুদ্ধবন্দী পাকসৈনিকদের ছেড়ে দেয়ার জন্য জুলফিকার আলী ভুট্টোর প্রস্তাবকে ও শেখমুজিব অযৌক্তিক বলে বর্ননা করেন । এ প্রসংগে তিনি বলেন- 'বেসামরিক নাগরিকদের সাথে সামরিক যুদ্ধবন্দীদের বিনিময় হয়না । আমি পাকিস্তানে আটক বাঙ্গালীদের বিনিময়ে বেসামরিক বিহারীদের ছেড়ে দিতে পারি কিন্তু যুদ্ধবন্দী পাকিস্তানী সৈনিকদের নয়। '

যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে তিনি তার প্রতিশ্রতি পুনঃব্যক্ত করে বলেন- গনহত্যা, ধর্ষন, লুটতরাজের মতো অপরাধে যারা জড়িত ছিলো, তাদের শাস্তি না হওয়ার কোন প্রশ্নই উঠেনা । এই জঘন্য অপরাধীদের যদি আমরা বিচার করতে না পারি তাহলে সারা পৃথিবীর কাছে আমরা অপরাধী হয়ে থাকবো ।

বিচারপ্রক্রিয়া প্রসংগে তিনি আরো বলেন- বিচার হবে নিরপেক্ষ এবং প্রকাশ্য আদালতে যাতে কেবল প্রকৃত অপরাধীরাই শাস্তি পায় ।

কুলদীপ নায়ার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের এক ঘনিষ্ঠসুত্রের বরাত দিয়ে জানান ন্যুরেমবার্গ ট্রায়ালের আদলে প্রায় ১৫০০ যুদ্ধাপরাধীর বিচার শুরু হবে এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহনযোগ্যতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হবে ।

জুলফিকার আলীর ভুট্টোর নতুন সরকার শেখ মুজিবুর রহমানকে আহ্বান জানিয়েছিলো যুদ্ধাপরাধীদের তাদের কাছে হস্তান্তর করার জন্য, তারাই এদের বিচার করবে । এ প্রসংগে জিজ্ঞেস করলে মুজিব বলেন - পাকিস্তান কিসের বিচার করবে? অপরাধ হয়েছে বাংলার মাটিতে । বিচার বাংলার মাটিতেই হবে ।

১৬ ডিসেম্বরের পর স্বাধীন বাংলাদেশে বিহারীদের নির্যাতনের যে অভিযোগ পাকিস্তান প্রচার করছে আন্তর্জাতিক মিডিয়ায়- এ বিষয়ে তার মনোযোগ আকর্ষন করা হলে শেখ মুজিব ভুট্টোকে উদ্দেশ্য করে বলেন- বিহারীদের জন্য এতো দরদ থাকলে তারা এদের নিয়ে যায়না কেনো? বিহারীরা বাঙ্গালী হত্যায় জড়িত থাকার পর ও স্বাধীন দেশে আমরা তাদের খাবার দিচ্ছি,নিরাপত্তা দিচ্ছি । অপর দিকে পাকিস্তানে আটক বাঙ্গালীদের সাথে তারা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেখা করতে ও দিচ্ছেনা ।

পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বীকৃতি আদায়ের জন্য ভুট্টোর সাথে দেখা করার প্রস্তাব তিনি জোরালো ভাবেই প্রত্যাখান করেন এবং তার স্বভাব সিদ্ধ আত্নবিশ্বাসের কন্ঠে বলেন- 'পাকিস্তানকে নিজ থেকেই আমার দেশকে স্বীকৃতি দিতে হবে'


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

টাইমসের আর্কাইভ এ পেইড সাবস্ক্রাইবার ছাড়া এক্সেস পাওয়া যায়না । তাই লিংক দিলাম না । তবে আমার কাছে পুরো প্রতিবেদন ডাউনলোড করা আছে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সচল জাহিদ এর ছবি

আমাকে প্রতিবেদনটা পাঠাতে পারবেন ? আমার ইমেইল

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

হাসান মোরশেদ এর ছবি

নিচে দেখুন। প্রতিবেদনটা যোগ করেছি ।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জ্বিনের বাদশা এর ছবি

ওআইসি'র হারামী সব আমীর-ওমরাহদের কল্যাণে শেখ মুজিবকে সেই শক্ত অবস্থান থেকে সরে আসতে হলো .... শান্তিতে নোবেলজয়ী আনোয়ার সাদ'ত কি অকপটেই না পাকিস্তানী জানোয়ারদের থাবা আর মুখে লেগে থাকা বাঙালীর রক্ত না দেখার ভান করতে পারলেন!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নজমুল আলবাব এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বীকৃতি আদায়ের জন্য ভুট্টোর সাথে দেখা করার প্রস্তাব তিনি জোরালো ভাবেই প্রত্যাখান করেন এবং তার স্বভাব সিদ্ধ আত্নবিশ্বাসের কন্ঠে বলেন- 'পাকিস্তানকে নিজ থেকেই আমার দেশকে স্বীকৃতি দিতে হবে'

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কোন পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই অবস্থান ১৯৭৩ সালেই পালটে যায় তার বিস্তারিত আলোচনা হওয়া দরকার। যাতে ২০০৯ সালে আমরা একই ধরণের পরিস্থিতির শিকার না হই।

যা কিছুই হোক, ১৯৭১-এর সকল যুদ্ধাপরাধীর বিচার হতে হবে, বাংলাদেশেই হতে হবে, আমাদের আদালত-ট্রাইবুনালে আমাদের বিচারকদের দিয়েই হতে হবে। কোন সাজানো আদালতে, আগে ঠিক করা বিচারের রায় শুনতে চাই না। যুদ্ধাপরাধীদের কঠোর শাস্তি হতে হবে তা ৩৯ বৎসর পরে হলেও।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নুরুজ্জামান মানিক এর ছবি

ষষ্ঠ পাণ্ডবের সাথে একমত ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রণদীপম বসু এর ছবি

বিহারীদের জন্য এতো দরদ থাকলে তারা এদের নিয়ে যায়না কেনো? বিহারীরা বাঙ্গালী হত্যায় জড়িত থাকার পর ও স্বাধীন দেশে আমরা তাদের খাবার দিচ্ছি,নিরাপত্তা দিচ্ছি ।

গনহত্যা, ধর্ষন, লুটতরাজের মতো অপরাধে যারা জড়িত ছিলো, তাদের শাস্তি না হওয়ার কোন প্রশ্নই উঠেনা । এই জঘন্য অপরাধীদের যদি আমরা বিচার করতে না পারি তাহলে সারা পৃথিবীর কাছে আমরা অপরাধী হয়ে থাকবো ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অছ্যুৎ বলাই এর ছবি

তাওয়া গরম গরম থাকতেই রুটি ভেজে ফেলতে হয়। যুদ্ধাপরাধীর বিচার করতে ব্যর্থতার দায় তাই বঙ্গবন্ধুর ওপরেও বর্তায়। ইস, এত চমৎকার সব কথার কাজগুলো যদি তিনি যথাসময়ে করে যেতে পারতেন!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানবীরা এর ছবি

ইস, এত চমৎকার সব কথার কাজগুলো যদি তিনি যথাসময়ে করে যেতে পারতেন!

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তারেক এর ছবি

পড়লাম হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নিবিড় এর ছবি

হাসান ভাই খুব দরকারী পোষ্ট চলুক
আপনার কাছে ডাউনলোড করা কপি কি কোন ভাবে পাওয়া সম্ভব?


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

হাসান মোরশেদ এর ছবি

26APR72(The times online)

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি

দিয়ে দিলাম পুরোটা । কপি রাইটের কোন সমস্যা নেই । পেইড একাউন্ট থেকে ডাউনলোড করা ।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।