গতকাল প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশ সরকার তাদের স্বাধীন দেশে প্রবেশ করেছে । না, রাজধানী ঢাকা এখনো মুক্ত হয়নি, যুদ্ধ এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে ।
মাত্র ৪ দিন আগে ভারতীয় সেনাবাহিনী যশোরকে শত্রুমুক্ত করেছে এবং স্বাধীন বাংলাদেশ সরকার যশোরের দায়িত্ব গ্রহন করেছে । দায়িত্ব গ্রহনের পরপরই বাংলাদেশ সরকার 'যুদ্ধাপরাধী ও দালালদের' বিচার নিশ্চিত করাকে তাদের প্রথম করনীয় বলে ঘোষনা দিয়েছে ।
মাত্র ১৫ মাইল দূরে এখনো ভারতীয় ট্যাংক বহর মোতায়েন রয়েছে, গুলী বিনিময় চলছে- কিন্তু এখানে, মুক্তাঞ্চল যশোরে অন্ততঃ ২০০০ মানুষ শীতের সূর্যালোক উপভোগ করছে । গগন বিদারী 'জয়বাংলা' শ্লোগানের সাথে তারা স্বাধীনতার উষ্ণতা গায়ে মাখছে ।
উৎফুল্ল জনতা এক আটক পাকিস্তানী সৈনিককে গনপিটুনীর পর মিশনারী হাসপাতালে নিয়ে ভর্তি করেছে । খ্রীষ্টান মিশনের এক ফাদার এই নিয়ে অন্ততঃ পঞ্চাশতম বারের মতো সাংবাদিকদের কাছে বর্ণনা করছেন কি করে কলাগাছের ঝোঁপের ভেতর লুকিয়ে তিনি আত্নরক্ষা করেছিলেন । ওদের গুলীতে ঝাঁঝরা হয়ে যাচ্ছিল কলাগাছের সারি । 'সবই ঈশ্বরের কৃপা' । পুনঃ পুনঃ বর্ননায় তার কোন ক্লান্তি নেই । শুশ্রুমন্ডিত মুখে স্বাধীনতার উচ্ছ্বাস ।
সম্মিলিত মানুষের প্রকাশ ভঙ্গিমায় যুদ্ধশেষের ক্লান্তি ও ক্লেদ নেই বরং তাদের চোখেমুখে সুন্দর আগামীর এক নিশ্চিত প্রত্যয় ।
স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ গতকাল ঘুরে গেছেন এই মুক্তাঞ্চল । এই দুই নেতার জন্য সাধারন মানুষেরা অপেক্ষা করছিল ঘন্টার পর ঘন্টা । একটা সাধারন গাড়িতে চড়ে যখন তারা এলেন মানুষেরা হর্ষ ও আনন্দে তাদের নাম ধরে চিৎকার করছিলো ।
সৈয়দ নজরুল ও তাজউদ্দীন আহমদ রাস্তার পাশে দাঁড়িয়ে বক্তৃতা করলেন । এর পাশেই একটা পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে ষাটজন রাজাকার ও আঠার জন পাকিস্তানী সৈনিককে বন্দী করে রাখা হয়েছে বিচারের জন্য । মুক্তিবাহিনীর ছেলেরা বন্দীদের পাহারা দিচ্ছে ।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভাষনে সাধারন মানুষদের মতোই রক্ত, ঘাম ও কান্নার স্পর্শ ছিলো কিন্তু সেই সাথে সাম্যবাদ ও শোষনমুক্তির স্বপ্ন ও ছিলো । তারা বলেন - মুক্তিযুদ্ধ তখনই পুর্ণতা পাবে যখন আমরা ঐক্যবদ্ধভাবে এমন এক বাংলাদেশ গড়তে পারবো যেখানে প্রতিটি মানুষ দারিদ্র মুক্ত হবে এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে ।
মানুষজন রিফিউজি ক্যাম্প থেকে ফিরতে শুরু করেছেন । প্রত্যাবর্তনকারীরা জানিয়েছেন অনেকে এখনো ফিরতে পারছেন না পরিবহনের অভাবে । পাকিস্তানী সৈন্য ও তাদের দালালেরা সাধারন মানুষের গরুর গাড়ী পর্যন্ত ধ্বংস করে দিয়েছে ।
এইযুদ্ধের বিভীষিকা বর্ননাতীত । এক গ্রাম থেক দুজন নারীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে । নিশ্চিত ভাবে তারা ধর্ষনের শিকার হয়েছেন । আরেক গ্রামের একজন নারীকে ধর্ষন করা হয়েছে তার স্বামী ও ৩ বছরের সন্তানের সামনে । পাশের গ্রামে কয়েক শো মানুষকে হত্যা করা হয়েছে এক সাথে ।
ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা খুব সতর্ক থাকছেন তাদের আচরনে যেনো এই শোকাহত মানুষেরা নতুন করে আহত না হয় । না, এখন পর্যন্ত ভারতীয়দের বিরুদ্ধে কোন অভিযোগ শুনা যায়নি ।
এই যুদ্ধদিনের ভয়ংকর অভিজ্ঞতা থেকে মানুষের প্রাপ্তি একটাই- বেঁচে থাকার আকাঙ্ক্ষা, টিকে থাকার প্রত্যয় । শুধু ব্যক্তি হিসেবে নয় একটা গোটা জাতি হিসেবে টিকে থাকার এই প্রেরণা এখন সুদৃঢ় বাংলাদেশে ।
অস্থায়ী রাষ্ট্রপতি গতকাল তার ভাষনে নিশ্চিত করছেন - যুদ্ধাপরাধের দায়ে স্বাধীন বাংলাদেশে চারটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষনা করা হবে। এরা হলো- মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলাম এবং পিপল'স ডেমোক্রেটিক পার্টি ।
মন্তব্য
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ভীষণ মূল্যবান দলিল।
যদিও অনেকে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্বের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রচার করতে পছন্দ করেন কিন্তু তা যে মিথ্যা এই দলিলগুলো কিছুটা হলে ও স্বাক্ষ্য প্রদান করে ।
তেয়াত্তুর-চুয়াত্তুরের কোন প্রতিবেদন কি আছে হাসান মোরশেদ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন