হাঁটছি । হাঁটেনি কেউ আগে, এই পথে । মনে পড়ে, হেঁটেছিলাম অন্যদিন আরেক কুমারী পথে । কথা বলছিল একজন, আদতে যে ছিলোনা সাথে
- আর কথা বলোনা । চলো যাই
-কোথায়?
-ঐ লোকটাকে দেখতে
-কি করে সে?
-বাড়ী যায় ।
-অথচ কেবল এগুচ্ছে আর ফিরে আসছে !
-এই তার যাওয়ার ধরন ।
-সে তো যাচ্ছেনা, সে তো হাঁটছেনা । দুলছে কেবল
- ভালো করে দেখো । গুনে দেখো পদক্ষেপ । এগুচ্ছে এক, দুই, চার সাত, নয় । ফিরছে দুই,তিন, সাত, আট
-এর মানে কি?
-এর মানে হলো সে বাড়ীর দিকে এগুচ্ছে এক পা, প্রতি আট পদক্ষেপে ।
- কিন্তু যদি সে একবার ভুল করে? করতেই তো পারে, তাইনা?
-তাহলে তার আর বাড়ি যাওয়া হবেনা কোনদিন ।
-এর কি কোন গুঢ় অর্থ আছে?
- নাহ । একদম নেই!
[মাহমুদ দারবিশ এর 'মেমোরি ফর ফরগেটফুলনেস' অলস পড়ে আছে বেশ ক'দিন । স্পর্শ করি,ভাঁজ খুলিনা, ভাঁজ খুলি তো ডুব দেইনা । আজকে খামখেয়ালে পাতা উল্টে এই কথাগুলো । ইচ্ছে হলো- তুলে রাখি । রাখলাম ।]
মন্তব্য
JK
ভুল করলে তার পিছন ফিরত হবে, তাহলেই বাড়ি যেতে পারবে :)
কিন্তু কবি সাহাব যে বলেন- একবার ভুল করলেই খেল খতম । বাড়ি যাওয়া আর হবেনা । অতি কড়া ক্ষমাহীন মডারেশন :)
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কিন্তু কিচ্ছু যে বুঝলাম না তার কী হবে? অনেকটা নর্থপোলার কবিতা :)
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নর্থপোলার কবিতাটা আবার কী জিনিষ?!
(ক্ষি মুশকিল! যা যা জানি না সেগুলো জানতে চাইবো, নাকি কী কী জানি না সেগুলো জেনে সেগুলোর লিস্টি আগে বানাবো :( )
নর্থপোলে গেলে যেমন মাথা গুলিয়ে দিক্বিদিক গুবলেট হয়ে যায়,পূর্বপশ্চিম চেনার কোনো উপায় থাকে না, সেইরকম কবিতাকে বলে নর্থপোলার কবিতা। :-)
তবে কিনা সাউথপোলেও এরকমই হবার কথা, তবু কেন সাউথপোলার কবিতা বলে না, তা জিগাবেন না, উত্তর জানা নাই। :-)
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
কিন্তু, কে নর্থপোলে গিয়ে দিগ্বিকশূন্য হবার কথা জানালো?!
আমি তো কই সেখানে গিয়ে পূবমুখো হয়ে দু'লাইন কোব্তে লিখলাম, আমার তো কুনু অসুবিধে হলো না :O
আপনেরা কি নিয়ে কথা বলেন? বুঝিনা :(
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
খুব খুব খুব ভালো লাগলো!
তিরামিসুর মতোন সুস্বাদূ :-d
তিরামিসুর রেসিপি দেন ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমাদের গ্রামের এক মানসিক প্রতিবন্ধী শফি ভাইয়ের কথা মনে পড়ল। তাকে প্রায়ই দেখতাম গুণে গুণে চার পা আগান। আবার গুণে গুণে তিন পা পিছান।
শফি ভাই বাড়ী গেছে?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
গুড় অর্থ না থাকাতেই ভালো লাগলো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেকদিন ধরে ভাবি আপনাকে একটা ইংরেজী কবিতা অনুবাদ করে দিতে অনুরোধ জানাবো, তারপর ভাবি - নাহ্, থাক ...... :)
আসলটা পড়িনি, কিন্তু এই অনুবাদটা পড়ে ভালো লাগলো!
সাথে শব্দার্থ বলে দিতে হবে :)
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অর্থহীনতাই সব চাইতে অর্থময় -নয় কি?
*********************************************
নতুন মন্তব্য করুন