গাংচিলের হাড়ে রয়েছে লেখা এপিটাফ। মরা নদীর। সংগোপনে। মানুষদল গিয়েছিলো পাঠোদ্ধারে।জগতের সকল উদ্ধারে সমাসীন তারা, সকলই প্রকাশবিলাসী। বোকা চিল, মৃত প্রেমিকার এপিটাফ হাড়ে গাঁথা হায় চিল; উড়ে যায়, ডুবে যায় বালির সাগরে।সাগর সিঞ্চনে মুক্তো ও মানিক, এইসব ঝিলিক বেশ মানবিক নিশ্চিত।
তৃষ্ণার জল ফুৎকারে উড়ে যায়, যাক। তবু, ঘরেতে বিদ্যুৎ এলো। ফুরোলো প্রকৃত রহস্যের মতো সঙ্গম। ডটেড কনডম এইসব গল্প মনে রাখে। মাইক্রোওভেন ও আলো দেয়, তাপ দেয়, গুনগুন গান শোনায় মিনিট কয়েক। ধোঁয়া তুলে গাংচিলের নরোম মাংস। চুমুকে গ্রান্ড মেরিনার...
চুমুক যে দেবো , জল কোথায় প্রতীতি?
[অনুবাদের মতো নিয়মতান্ত্রিক কাজ করতে গিয়ে কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম। কি-বোর্ডকে স্বাধীন করে দিলাম এবার। যেমন ইচ্ছে লেখা। লেখার ইচ্ছে যেমন। ইচ্ছের লেখা যেমন...]
শুনছি এখন এই মাটির গানঃ-
Pakhita.mp3 |
মন্তব্য
মাটির ভাঁজে ভাঁজে মানব সভ্যতার ইতিহাস লেখা আছে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
মাত্র কয়টি লাইনে সুন্দর চিত্রকল্প। আর কি সুন্দর শব্দ নির্বাচন।এরকম ইচ্ছেমত লেখাগুলোতে আপনার কবিত্বর দেখা মেলে।
কাব্যগন্ধী লেখা আমার ভালো লাগে। এটাও লাগলো।
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
তাইলে এইটাই শর্ত... পাঁচ পর্ব পর পর "যেমন খুশি তেমন লেখা" ব্রেক...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ভ্রাত হাসান
পত্র আর কবিতা পেয়েছেন কিনা। জানতে পারলাম না। জানালে বাধিত হবো।
*********************************************
আমার আত্মা বোমায় দু'হাত উড়ে যাওয়া কোনো আফগান শিশুকন্যা।
*********************************************
নতুন মন্তব্য করুন