• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

কুন্ডলী পাকানো সাপটি যখন পথ আগলে থাকে

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১৩/১০/২০০৯ - ৫:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto
১।
স্বীকার্য্যে দীনতা নেই যে, এর আগে পাঠ তো দূরের কথা তার নামই শুনিনি আমি। পৃথিবীতে কতো ভাষায়, কতো মানুষ কতো কিছু লিখে যাচ্ছেন অবিরাম- একটা সামান্য জীবনে কি তার ক্ষুদ্র ভগ্নাংশ ও পাঠের অভিজ্ঞতা সম্ভব?

এ বছরের সাহিত্যে নোবেল জয়ী হিসেবে হার্টা মোলার এর নাম ঘোষনার পরই ইচ্ছে হলো তাকে পাঠের একটা সুযোগ নেয়া যায়। এমনিতে সংগ্রহের ইচ্ছেতালিকায় হেমিংওয়ের গল্পসমগ্র ছিলো। হেমিংওয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়া হয়েছে বেশ, তবু একটা সমগ্র হাতের কাছে থাকতেই পারে। আমাজোন এর কল্যানে বেশ সস্তায় পেপারবুক গুলো কিনতে পারা যায়।
অনলাইনে কিনে ফেললাম হার্টার উপন্যাস 'The Land of Green Plums'
লেখকের যেমন অহং থাকে, পাঠকের ও তো থাকতে পারে। পাঠক হিসেবে আমার এই অহংবোধ বেশ টনটনে। অনেক নামী-দামী লেখকের লেখাই আমি অবলীলায় পাঠঅযোগ্য ঘোষনা দিয়ে সরিয়ে রেখেছি।

কিন্তু 'The Land of Green Plums' এর শুরুর লাইনটিই আমাকে ঝাপটে ধরেছে শক্ত করে- এই বই পড়তেই হবে।
`When we dont speak, we become unbearable, and when we do we make fools ourselves'

অনেকদিন পর একটা উপন্যাসে ডুবে যেতে পারছি। ডুবতে ডুবতে ভেসে উঠার মতো, ভেসে উঠতে উঠতে নিঃশ্বাস নেয়ার মতো যথেষ্ট কিছু একটা আছে তার লেখায়। মার্কেজের মতো যাদু বাস্তবতা নয় হার্টার এর লেখা অন্য রকম।
গদ্য মানে যে শুধু ধারাবর্ণনা নয়, কাহিনী বলে যাওয়া নয়- গদ্যের ও সৌন্দর্য্য আছে, কবিতার মতো নেশা আছে, ঝিম লাগানো আছে, আছে রহস্যপ্রবণতা হার্টার পড়তে পড়তে আবারো অনুধাবন হয়।

'The Land of Green Plums' তার পাঠককে একটা ঘোরের মধ্যে টেনে নিয়ে যায়, যেতে যেতে সে পাঠক যেনো আর ফিরে আসেনা, দীর্ঘ যাত্রা পথে দৃশ্য বদলায় তবু সবশেষে মনে হয় যেনো কোন পরিনতি নেই আর, যেনো ফিরে আসা সেই প্রারম্ভেই।
২৪২ পৃষ্ঠার উপন্যাসের শুরুর লাইন যে কথা দিয়ে, শেষ লাইন ও শেষপর্যন্ত তাই
`When we dont speak, we become unbearable, and when we do we make fools ourselves'

এই উপন্যাস অভিজ্ঞতার মাঝে লোভ জেগেছিলো- অনুবাদের সাহস করে ফেলি। পরে মনে হলো নাহ!
অনুবাদের ধৈর্য্য ও মনোযোগ আর যার থাক আমার অন্ততঃ নেই।

২।
আমাদের সকলের থাবার ভেতরই লুকোনো নখর আছে। কখনো সে নখরের নাম মতবাদ, কখনো দেশপ্রেম, কখনো ধর্ম। আমরা বাহানা করি কেবল কিন্তু শেষপর্যন্ত কেউই বের হয়ে আসতে পারিনা ঐ লুকোনো নখরের উত্তরাধিকার অস্বীকার করে।

৩।
মক্কা কখনো মোহাম্মদের কাছে যায়নি। বরং তাকেই ফিরে আসতে হয়েছিলো মক্কায়, বিজয়ের ধুলোবালি কুড়োতে। মদীনায় হিজরত করা যায়, মদীনা কখনো গৌরব দান করেনা।

৪।
মানুষ মরছে। মানুষকে মারা হচ্ছে।
চরমপন্থী অথবা সন্ত্রাসী নামে। বিনাবিচারে মানুষ হত্যার মিছিল কেবল দীর্ঘ হচ্ছে।
এম্ফিথিয়েটারের গ্যালারী উপচে দর্শক। প্রবল হর্ষে তারা মেতে উঠেছে। আহা কি আনন্দ আয়োজন। মাঝখানে ছেড়ে দেয়া হয়েছে দুই অপরাধীকে খোলা অস্ত্র হাতে। একজন আরেকজনকে আঘাত করবে নিজেকে বাঁচানোর আকাঙ্ক্ষায়। যদিও শেষমেশ মরবে দুজনেই। অপরাধী দমনের কি অভূতপূর্ব বিনোদন!
এই বিনোদনে বাধা দেয় কে? কে একজন ন্যাড়ামস্তক উন্মাদ চিৎকার করে উঠে- এই বর্বরতা বন্ধ করো। এটা অন্যায়, অন্যায় দিয়ে অন্যায় থামানো যায়না

আমাদের কোন উন্মাদ নেই। আমরা সকলেই ভয়ংকর সেয়ানা,সাজানো গোছানো মানুষ।
আমরা পথ আগলে থাকা কুন্ডলী পাকানো সাপ। সাপেদের গায়ে বালুচরী নকশা!
`When we dont speak, we become unbearable, and when we do we make fools ourselves'


মন্তব্য

এস, কে, নির্ভানা এর ছবি

নান্দনিক ও সমকালীন । ভাতরের মানুষকে বেরকরে আনার চেষ্টা । সফল হোক । লেখাটা ভাল লাগলো ।

নির্ভানা

অতিথি লেখক এর ছবি

"মানুষ মরছে। মানুষকে মারা হচ্ছে।
চরমপন্থী অথবা সন্ত্রাসী নামে। বিনাবিচারে মানুষ হত্যার মিছিল কেবল দীর্ঘ হচ্ছে।"---------মোরশেদ ভাই চরম সত্যটি উপস্থাপনের জন্য অসংখ্য ধন্যবাদ।
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

অতিথি লেখক এর ছবি

আপনার বিশ্লেষণটা পড়েই মনে হল গল্পটা পড়তে হবে। কোনো লিং কী পাওয়া যায়? থাকলে একটু দিয়েন। ধন্যবাদ।
দলছুট।

হাসান মোরশেদ এর ছবি

'The Land of Green Plums' অবশ্য উপন্যাস। তবে তার ছোটগল্পের বই ও আছে Nadirs। ইন্টারনেট লিংক আমার জানা নেই।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নুরুজ্জামান মানিক এর ছবি

(Y)
১। রিভিউ প্রত্যাশা করছি ।
২। একমত ।
৩।দার্শনিক কথা তাই বুঝিনি ।
৪।বর্তমানে ক্রসফায়ারের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ক্রসফায়ারের ভ্রান্তনীতি গ্রহণ করেছে। অথচ ক্ষমতায় আসার আগে মহাজোট ক্রসফায়ার সম্পূর্ণ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। যে কোন অপরাধের বিচার আইনি প্রক্রিয়ায় নিষ্পন্ন করাই বাঞ্ছনীয়। আমরা বরাবরই বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিপক্ষে। সরকারের কাছে আমাদের দাবি, ক্রসফায়ার/বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকান্ড সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে ।

আমাদের কোন উন্মাদ নেই। আমরা সকলেই ভয়ংকর সেয়ানা,সাজানো গোছানো মানুষ।
আমরা পথ আগলে থাকা কুন্ডলী পাকানো সাপ। সাপেদের গায়ে বালুচরী নকশা!
`When we dont speak, we become unbearable, and when we do we make fools ourselves'

(Y)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পলাশ দত্ত এর ছবি

ভাইজান, নোবেলপ্রাপ্ত ভদ্রমহোদয়াটি কবিতাও লেখেন (হয়তো আপনি ভূলে গেছেন)। নোবেল কমিটি তাকে কবিতা এবং গদ্য দুইটা মিলায়ে পুরস্কার দিছে। যে-লাইনটা আপনি উদ্ধৃত করছেন সেইরকম লাইন যদি বইটার মধ্যে আরো আরো থাকে তাহলে বুঝতে হবে কপাল খারাপ। কারণ এতে পড়তে হবে তালিকায় আরো একজন লেখক যুক্ত হয়ে যাবেন। :(

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

হাসান মোরশেদ এর ছবি

আরে না, ভুলি নাই। কবিদের কি চাইলে ও ভুলা যায়?
ভদ্রমহোদয়া অবশ্য উপন্যাসিক হিসেবেই অধিক সমাদৃত যদি ও তার গদ্য কবিতাময়- আগেই উল্লেখ্য :)
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুবিনয় মুস্তফী এর ছবি

পরপর দুই বছর সাহিত্য পুরস্কার সারপ্রাইজ দিল। একদিক দিয়ে খুবই ভালো জিনিস, কারন নাইলে এইসব লেখকদের বই পড়া তো দূরে থাক, নামও কোনদিন জানতাম না।

অর্থনীতি পুরস্কারটাও খুব ইন্টারেস্টিং দুইটা মানুষের কাছে গেল।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

হাসান মোরশেদ এর ছবি

তবে শান্তির খেল এর কাছে আর সকলই গরল ভেল :)
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শাহেনশাহ সিমন এর ছবি

অর্থনীতির নোবেলপ্রাপ্তদের নিয়ে আপনার থেকে 'বিবৃতি' আশা করছি :P

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নৈষাদ এর ছবি

বইটি পেতে হয়ত আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর হয়ত গুলশান বা বিজয় সারণীর ট্রাফিক সিগন্যাল থেকে পাইরেটেড কপি কিনতে হবে। (ড্যান ব্রাউনের বইটির অরিজিন্যাল কপি এমনকি নিউমার্কেটেও খোঁজে পাইনি)।

আপনার পক্ষ থেকে একটা রিভিউর আশায় থাকলাম।

এই বিনাবিচারে মানুষ হত্যা (অথবা যে নামেই ডাকা হোক না কেন) নিয়ে কথা বলতে ইচ্ছে হয়না আজকাল আর। সেদিন এর বিরুদ্ধে কথা বলে প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে গেলাম (মনে হল আমিই যেন ক্রিমিন্যাল)। আমার মনে হয়েছে প্রথম দিকে যখন শুরু হয় তখন খুব কম মানুষ সমর্থন করত, কিন্তু এখন দেখি আশে পাশে সবাই যেন সমর্থন করে...।

হাসান মোরশেদ এর ছবি

হুম, এভাবেই আমরা ক্রমশঃ দানব হয়ে উঠি।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কনফুসিয়াস এর ছবি

নোবেল পাবার আগে আমিও এর নাম শুনিনি। অপেক্ষায় আছি, আর কদিন পরে লোকাল লাইব্রেরিতে গেলেই কোন না কোন বই ঠিক পেয়ে যাবো।

কিন্তু হাসান ভাই, আপনার অনুবাদে আউটসাইডার পড়বার জন্যে এখনও অপেক্ষা করে আছি।

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

হাসান মোরশেদ এর ছবি

প্রাচ্যের প্রাচীন জ্ঞানী, ভালো কথা মনে করালে। আউটসাইডারটা তামাদী হয়ে আছে , কবে যে শেষ করবো :(
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুহান রিজওয়ান এর ছবি

পাইরেটেড কপি বাংলাদেশে অচিরেই চলে আসবে সন্দেহ নেই- তার আগে আপনার একটা রিভিউ এর আশা জানিয়ে গেলাম...

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

অম্লান অভি এর ছবি

এতদিন জানতাম তৃষিতকে তৃষ্ণা নিবারণে ব্যবস্থা করতে হয় অথবা পন্থা বাতলে দিতে হয়। তৃষিত করলেন.......

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

সুমন চৌধুরী এর ছবি

আমিও হের্টা ম্যুলারের নাম আগে শুনি নাই ..... :D



অজ্ঞাতবাস

মণিকা রশিদ এর ছবি

দেখি এই উইকএন্ড এ 'চ্যাপ্টার্স" এ হানা দেব। বইটা নিশ্চই পাওয়া যাবে আশা করছি।
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মূলত পাঠক এর ছবি

চমৎকার লাগলো রিভিউ। পড়া কবে হবে জানি না, আজকাল বইপত্র এতো কম পড়ি যে আমার নিক'টা বদলে ফেলা উচিত।

শাহেনশাহ সিমন এর ছবি

:))

_________________
ঝাউবনে লুকোনো যায় না

হাসান মোরশেদ এর ছবি

আরে নাহ। পাঠক তো আছেন এখনো, খালি গ্রন্থের বদলে ব্লগ- এই আর কি।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শাহেনশাহ সিমন এর ছবি

(চলুক)

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সুমন সুপান্থ এর ছবি

হার্টা ম্যুলার দেখি তোর মতোই লেখক রে ! গদ্যে কবিতাপশ্রয়পিয়াসী ! তুইও একদিন নোবেল পাবি !
একটা ভালো রিভিয়্যু লেখ্‌ দোস্ত। আর আউটসাইডারের অনুবাদ শেষে এইটারও অনুবাদ করে দু জাহানের অশেষ সোয়াব হাসিল কর্‌ ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

হাসান মোরশেদ এর ছবি

হুম। আগে জন্ম নেবার সুবাদে কতোজন কতো কিছু পেয়ে গেলো :)
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

চাপাবাজি বাদ দিয়া অনুবাদে হাত দিলে এতোদিনে দুই চাপ্টার নামিয়ে দিতে পারতিস।
ভূয়া অনুবাদ পড়তে ইচ্ছা হয় না , পাইরেটেড বইয়ের ছোট ছাপাও আজকাল চোখে দেখি না,
কী যে যন্ত্রনা।

হাসান মোরশেদ এর ছবি

আলসি লাগে :D
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হিমু এর ছবি

মোলার না, উচ্চারণটা ম্যুয়লার।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

হাসান মোরশেদ এর ছবি

হিটলু'র দেশে লোকজন থাকার এই হলো সুবিধা। U'র উপর ডাবল বিন্দু :)
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রায়হান আবীর এর ছবি

চমৎকার রিভিউ ...


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

s-s এর ছবি

হার্টা ম্যুলারের বইটা পড়বো পরীক্ষা শেষে। এই রিভিউখানা তার আগে মন্তব্যায়িত করা ঠিক নয়। :)

অতিথি লেখক এর ছবি

সুন্দর একটি লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

---রঙপেন্সিল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।