মেঘ তুমি বোঝি বালকের ভাষা আদিম উন্মাদনা
মেঘ তুমি আদি স্মৃতি
যখন এখানে উৎসাহ ছিলো, ছিলো পরিকল্পনা
ছিলো নির্মানরীতি
তবে কথা বলো মেঘ,কথা বলো বৃষ্টির অক্ষরে
কথা বলো উচচাশা
এক ফোঁটা জল স্মৃতি হয়ে কেঁদে ঝরো প্রত্যুত্তরে
শেখাও তোমার ভাষা
ধায়, ধেয়ে যায় আলুথালু দিন ওগো গূঢ় প্রনোদনা
ওগো মেঘ ওগো বায়ু
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু ।।
---------------------------------------------
আজ এতোগুলো মানুষ মরে গেলো!
**বাক্যগুলো মনে হয়,ফরহাদ মাজহারের ।
মন্তব্য
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ভাল আছি, ভাল থেকো।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন