মেঘ,মানুষ, মৃত্যু

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১২/০৬/২০০৭ - ৩:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
মেঘ তুমি বোঝি বালকের ভাষা আদিম উন্মাদনা মেঘ তুমি আদি স্মৃতি যখন এখানে উৎসাহ ছিলো, ছিলো পরিকল্পনা ছিলো নির্মানরীতি তবে কথা বলো মেঘ,কথা বলো বৃষ্টির অক্ষরে কথা বলো উচচাশা এক ফোঁটা জল স্মৃতি হয়ে কেঁদে ঝরো প্রত্যুত্তরে শেখাও তোমার ভাষা ধায়, ধেয়ে যায় আলুথালু দিন ওগো গূঢ় প্রনোদনা ওগো মেঘ ওগো বায়ু মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা ফুরোয়নি তার আয়ু ।। --------------------------------------------- আজ এতোগুলো মানুষ মরে গেলো! **বাক্যগুলো মনে হয়,ফরহাদ মাজহারের ।

মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি
ছবি তো বিশাল হয়ে গেছে । দেখি ছোট করা যায় কিনা? -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অরূপ এর ছবি
ছবি সাইজ করে দিলাম HTML এর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট ট্যাগ ব্যবহার করা যাবে ------------------------------------- রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
হাসান মোরশেদ এর ছবি
গুডিস! -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মাশীদ এর ছবি
কথাগুলো সুন্দর খুব। ভাল লাগল, যদিও যে ঘটনাটার কথা মনে করে এটা দিয়েছেন সেটা ভীষণ দুঃখের। ছবিটা খারাপ তো লাগছে না! -------------------------------------- হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাব তবে।

ভাল আছি, ভাল থেকো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
img src=এইখানে_ছবির_ইউআরএল_দিন width=25% এইরকম কইরা প্রশস্ততা কমানো বাড়ানো যায়
হাসান মোরশেদ এর ছবি
মানুষের ভাবনা এতো আজিব কেনো যে । অনলাইনে পড়ছিলাম, পাহাড় ধ্বসে এতো এতো মানুষের মৃত্যুর কথা । আর কি আশ্চর্য্য, সেই সাথে মনে এলো এই লাইনগুলো! -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।