অমিত আহমেদ'কে সুস্বাগতম

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১২/০৬/২০০৭ - ৫:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
সুস্বাগতম অমিত আহমেদ । সচলায়তন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন গ্রহন করুন । আপনার লেখায় সমৃদ্ধ হোক সচলায়তন ।

মন্তব্য

অমিত আহমেদ এর ছবি
ধন্যবাদ! আগামী কাল থেকেই কলম চালানো শুরু করবো আশা রাখি...
ধুসর গোধূলি এর ছবি
আজ থেকেই নয় কেনো হে কুমার বংশীয় গায়ক! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
হ সুস্বাগতম।
আড্ডাবাজ এর ছবি
অমিত আহমেদ এর ছবি
কুমার বংশীয় গায়ক? -- আমার বেলা যে যায়, সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
স্বাগতম!!!!
নজমুল আলবাব এর ছবি
স্বাগতম !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ভুল সময়ের মর্মাহত বাউল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।