সুস্বাগতম জুবায়ের ভাই

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১২/০৬/২০০৭ - ৬:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
মঁসিয়ে মডুরাম ওরফে এডমিন ওরফে হর্তাকর্তা, ইতিপুর্বে স্বাগত জানিয়েছেন । অভাজন ব্লগারকুলের পক্ষ থেকে এবার, আবারো সুস্বাগতম মোহাম্মদ জুবায়ের, জুবায়ের ভাই । লিখুন, লিখতে থাকুন । আপনার লিখায় সমৃদ্ধ হোক সচলায়তন পরিবার ।

মন্তব্য

হযবরল এর ছবি
সু-স্বাগতম মুহম্মদ জুবায়ের।
মুহম্মদ জুবায়ের এর ছবি
ধন্যবাদ সবাইকে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
স্বাগতম জুবায়ের ভাই।
আড্ডাবাজ এর ছবি
স্বাগতম জুবায়ের ভাই।
অমিত আহমেদ এর ছবি
জুবায়ের ভাই, নতুন লেখা দেন তাড়াতাডি! -- আমার বেলা যে যায়, সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে
আরিফ জেবতিক এর ছবি
ঋদ্ধ হোক আগমন।
মুহম্মদ জুবায়ের এর ছবি
দিলাম এইমাত্র @ অমিত।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।