বিশ্বজুড়ে বরাহ শিকার।। ছোট্ট আপডেট

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ১১/০৪/২০১০ - ৫:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফেব্রুয়ারী ২৭ এর পোষ্টে জানিয়েছিলাম, যুক্তরাজ্য সরকার সে দেশের একটি আইন বদলানোর সিদ্ধান্ত নিয়েছে, যে আইনের আওতায় যুক্তরাজ্যের আদালত তার দেশে স্থায়ী কিংবা অস্থায়ীভাবে বসবাসরত যে কোন দেশের যুদ্ধাপরাধীদের বিচারের অধিকার সংরক্ষন করে।

আন্তর্জাতিক মানবাধিকার সনদের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই আইন বদলানোর সিদ্ধান্তটি তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করে। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্ত পরিবর্তনে যুক্তরাজ্য সরকারকে চাপ প্রয়োগের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করে।

এসব কর্মসূচীর একটি ছিলো প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে মেইল করা, যে কর্মসূচীতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে সচলায়তনের সম্মানিত সচল, পাঠকরা ও অংশ নিয়েছিলেন।

ফেব্রুয়ারী ৮ এই কর্মসূচী শুরু হয়। দুমাসে ১০,০০০ ইমেইলবার্তা পৌঁছেছে প্রধানমন্ত্রী বরাবর।
এপ্রিল ৮ এটি সহ অন্যান্য সব কর্মসূচী সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কারন
যুক্তরাজ্য সরকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধীদের বিচারের আইন পরিবর্তনের সিদ্ধান্তটি স্থগিত ঘোষনা করেছে।

আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবে। তার আগ পর্যন্ত আইনটি যেমন ছিলো, তেমনই থাকবে।

যে বন্ধুরা কর্মসূচীতে অংশ নিয়েছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসেই এই অর্জন। সামনে এরকম আরো অনেক পথের পাহাড় ভাঙ্গতে হবে।

মানুষের সম্মিলিত শুভবোধের জয়হোক।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইয়া হাবিবি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেনেট এর ছবি

চলুক
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নাশতারান এর ছবি

দারুণ খবর। সকাল সকাল মনটা ভালো হয়ে গেলো। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কাকুল কায়েশ এর ছবি

দারুণ খবর। হাততালি
========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

বোহেমিয়ান এর ছবি

ভাল খবর ।
আশা করছি নির্বাচনের পর ও আইন পরিবর্তিত হবে না
_________________________________________
ভজঘটকালী

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

অতিথি লেখক এর ছবি

ইয়েয়েয়েয়েয়েইইইইইই!!!!

Smiley

===========
আশাহত

দুর্দান্ত এর ছবি

পিঠে চাপড়। শাব্বাস!

বাউলিয়ানা এর ছবি

দারুন খবর!

অনেক ধন্যবাদ মোরশেদ ভাই।

সুমন চৌধুরী এর ছবি

ভয়ে ভয়ে অভিনন্দন দিলাম।

বিটিশগো বিশ্বাস নাই ....



অজ্ঞাতবাস

শরতশিশির এর ছবি

ঠিকাছে। এবার, আমরা কী করি, সেটাই হলো 'খবর'।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

অনুপম ত্রিবেদি এর ছবি

বিয়াপক আনন্দ হইলো মনে।

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রাজিব মোস্তাফিজ [অতিথি] এর ছবি

ভালো লাগল। মানুষের সম্মিলিত শুভবোধের জয়হোক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।