স্মেশিং স্কচ!

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ১৮/০৬/২০১০ - ৭:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্কটল্যান্ড প্রথম কে চিনিয়েছিলো? সম্ভবত রবার্ট ব্রুস। ঐ যে সাতবার হেরে গিয়ে ও যে হারটা স্বীকার করেনি।
এক বন্ধুর বাবা দেশ বিদেশ ঘুরতেন। ব্ল্যাক লেবেলের মোহনীয় বোতলটা ওদের ঘরেই প্রথম দেখা, প্রথম লুকিয়ে স্কচে ঠোঁট ছোয়ানো। বহু বছর গত হয়েছে, অন্ততঃ আঠারো। প্রেম ফুরোয়নি এখনো।
মেল গিবসনের ব্রেভহার্ট দেখে মাথা খারাপ হয়েছিলো। এমন সুন্দর যদি ধরনীতেই বর্তমান তো স্বর্গে আমার কি কাজ?
আরো পরে যখন মেঘ পাহাড়ের দেশ শিলং পড়তে গেলাম, শুনলাম ঐ শহরকে বলা হয় 'স্কটল্যান্ড অফ ইন্ডিয়া'। ভালোবাসার দীর্ঘ তালিকায় সেই শহর ও ঢুকে গেলো তবু প্রিয় স্কটল্যাণ্ড থেকে গেলো অধরা।

সুযোগ মিলে গেলো যুক্তরাজ্যে আসার পর। তারপর বছর ছয়েক ধরে স্কটল্যাণ্ডকে ছুঁয়ে ছুঁয়ে থাকা।

আমি বাংলাদেশের উত্তর-পূর্বের মানুষ বলেই হয়তো আমি ও উত্তর পরস্পরকে আপন ভাবি। দক্ষিনে সমৃদ্ধি থাকে, থাকে ব্যস্ততা, জমজমাট কোলাহল, আলোর ছটা - উত্তরে নির্জনতা, মৌন পাহাড়, ছায়া ছায়া রোদ, মানুষের অলস দুপুর।


স্কটল্যান্ডের রাজধানী শহর এডিনবরা। পুরনো অংশ একটানে নিয়ে যায় কয়েকশো বছর পেছনে। পাহাড়গুলোতে বিশাল সব দূর্গ, পুরোনো ইট বিছানো সরু রাস্তা। রাস্তার পাশে ব্যাগপাইপার বাজাচ্ছে বাঁশীওয়ালা, কোন কোন স্কটিশ তরুন ঘুরছে কিল্ট পরে। স্কচ হুইস্কির দারুন সব কালেকশন।
DSC03739
উপরের সারির সর্বডানের এটির মুল্য মাত্র 12,000 পাউন্ড!



এবার আমরা ঘাঁটি গেড়েছিলাম এডিনবরা থেকে আরো উত্তরে- বার্ন্টআইল্যন্ড ও কিংহর্ণ নামের দুই ছোট্ট শহরের মাঝামঝি এক হলিডে ক্যারাভান পার্কে।
এদের ক্যারাভানগুলো সব স্ট্যাটিক অর্থ্যাৎ একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে রাখা। দুই বেডরুম, রান্নাঘর, বাথরুম, টয়লেট, টিভিরুম, লাউঞ্জ, বারান্দা- নাহ বাদ নেই কিছুই। খরচ- হোটেল থেকে অনেক অনেক কম।
DSC03587
দীর্ঘপরবাসে ও যে কোন কিছুতে দেশকে টেনে আনার বদঅভ্যাসটা এখনো গেলোনা। ক্যারাভানবাসের দিনগুলোতে মনে হচ্ছিলো, আমাদের দেশে কেনো এই সহজ বিষয়টি সম্ভব হচ্ছেনা। কক্সবাজারের বিশাল বিশাল সব হোটেলের পাশে একটা ক্যারাভান পার্ক থাকতে পারতোনা? কিংবা সিলেট-জাফলং সড়কের পাশে কোন উঁচু টিলার ঢালে? নতুনত্ব তো থাকতোই, হোটেলে থাকার বিশাল খরচ ও কমে আসতো ছুটি কাটাতে আগ্রহী মধ্যবিত্তদের।
আছেন নাকি কোন পয়সাওয়ালা ভাই বন্ধু, মামা, চাচা, খালু, শ্বশুড়- বিনিয়োগ করবেন দেশে? আওয়াজ দিয়েন- হাসি

ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছেছিলাম আরেক ছোট্ট স্কটিশ শহর Anstruther এ। হার্বারে এক ফিস এন্ড চিপ্স এর দোকান। ছোট্ট দোকান। কিন্তু কয়েক বছর ধরে গোটা যুক্তরাজ্যের সেরা ফিস এন্ড চিপ্স।
DSC03837
নিকটবর্তী সমুদ্র থেকে ধরে আনা হেডক এর একটা স্মোকি ডিশ সাবার করে আমরা রওয়ানা হয়েছিলাম Isle of May'র উদ্দেশ্যে।

কোন কোন সুন্দরের কাছে গেলে আমার আনন্দ এবং ভয়ের মিশেলে এক অদ্ভূত অনুভূতির জন্ম হয়। মনে হয় যেনো আমি আটকে যাচ্ছি, এই সুন্দর থেকে আমার আর মুক্তি নেই, ফিরে আসার শক্তিটুকু অবশেষ নেই।
অরুনাচলের বমডিলা যেতে যেতে প্রথম এই অনুভূতি পেয়েছিলাম। এবার Isle of May তে গিয়ে সেই অনুভূতি ফিরে এলো আবার। দৈর্ঘ্যে মাইল দেড়েক, প্রস্থে অর্ধেক ছোট্ট একটা দ্বীপ- উত্তর সাগরের বুকে। স্থায়ী মনুষ্যবসতি নেই, মার্চ থেকে অক্টোবর সময়ে গবেষকদের একটা দল পরিত্যক্ত বাতিঘরে ঘাঁটি গাড়ে। দ্বীপের বুকে সরু পথ চিহ্ন দিয়ে রাখা, এর বাইরে পা ফেলা নিষেধ। নিষেধ, কেননা এই সরু পথের বাইরে গোটা দ্বীপটা পাখীর বাসা। ৪০,০০০ হাজার পাফিন এবং আরো অসংখ্য নানা জাতের পাখী। এই বাসাগুলোতে ডিম পাড়ে পাফিনেরা আর থাকে দ্বীপের গায়ে ছোট ছোট গুহার ভেতর। এরা অন্য পাখীদের মতো কিচির মিচির না ডেকে গাভীর মতো গম্ভীর ডাক ছাড়ে। ৪০,০০০ পাফিন যখন গুহার ভেতর থেকে গম্ভীর ডাক ছাড়ে এক অতীন্দ্রিয়তা জন্ম নেয়।
দ্বীপের চারপাশে খেলা করে সিল ও ডলফিন।
DSC03959


DSC03911


DSC04003


DSC04011


DSC04030


এই সুন্দর থেকে ফিরে আসার কালে মনে লোভ জাগে পুনর্বার মানবজন্মের- হায় জীবন এতো ছোট কেনে?


মন্তব্য

দ্রোহী এর ছবি

দেখে নিয়েন। একদিন আমিও.....


কি মাঝি, ডরাইলা?

সাফি এর ছবি

কি করবেন? ছবি তুলবেন, স্কটল্যান্ড ঘুরবেন নাকি স্কচে ডুব্বেন?

ছবিগুলো খুব সুন্দর। লেখা বিষয়ে একটা কথা, বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যারাভান/আর ভি পার্ক করা কেন জানি ভাল আইডিয়া বলে মনে হয়না। প্রথম কারণ জায়গার অভাব - দ্বিতীয়ত সেগুলোর মেইন্টেইন্যান্স। অল্প খরচে থাকার মতন হোটেল ও কিন্তু আছে কিন্তু সেখানে থাকার মতন পরিস্থিতি বা পরিবেশ আছে কিনা সেটা হল প্রশ্ন।

দ্রোহী এর ছবি

সাফি লিখেছেন:
কি করবেন? ছবি তুলবেন, স্কটল্যান্ড ঘুরবেন নাকি স্কচে ডুব্বেন?

কী আবার? স্কটল্যান্ডে গিয়ে স্কচে ডুবন্ত অবস্থায় ছবি তুলবো। চোখ টিপি


কি মাঝি, ডরাইলা?

অতিথি লেখক এর ছবি

আহহারে... বুকটা মুচড়ায়া উঠলো গো....

_________________________
বর্ণ অনুচ্ছেদ

হাসান মোরশেদ এর ছবি

@দ্রোহী,দেখাইয়ে দেন, দেখাইয়ে দেন হাসি

@সাফি- আমরা এবার যে পার্কে ছিলাম এটি অনেক জায়গা নিয়ে। তবে অনেক ছোট ছোট ক্যারাভান পার্ক ও দেখেছি। হুম, সমস্যা তো আছেই তবু কেউ উদ্যোগ নিলে মন্দ হয়না।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রণদীপম বসু এর ছবি

এই সুন্দর সুন্দর ছবিগুলি কি আপনিই উঠাইছেন !?
আগে তো ছবি-পোস্ট দেন নাই ! নাকি আমার নজরে আসে নাই !

যাক্, এতো সুন্দর দেখি নাই রক্ষা ! নইলে চোখই কানা হইয়া যাইতো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হাসান মোরশেদ এর ছবি

হায় রণ'দা হায়।
আমার করতে না পারা কাজের দীর্ঘতালিকার অন্যতম হলো ভালো ছবি তুলতে না পারা। আরেকটি হলো টাই বাঁধা মন খারাপ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সাইফ তাহসিন এর ছবি

১২,০০০ পাউন্ড, বস? কি দিয়া বানায় এইসব, আমি তো দাম শুনতেই নেশা হইয়া গেল হাসি

ছবিগুলা দেইখা এত ভালো লাগল, কেমন যেন শান্তি মাখানো! নীলের মাঝে হারায় যাইতে মনচাইলো
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

হাসান মোরশেদ এর ছবি

আপনে তো জিজ্ঞেস করলেন কি দিয়ে বানায়, আমার বৌ জিজ্ঞেস করেছিলো- এটা খেয়ে কি হয়?
আমি অবশ্য মুহুর্তের জন্যে ভেবে বসেছিলাম এক বোতল কিনে নিঃস্ব হয়ে যাই। কি আছে দুনিয়ায়, বলেন?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

স্পর্শ এর ছবি

"হায় জীবন এতো ছোট কেনে?"
মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

হাসান মোরশেদ এর ছবি

হায়!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বাহ!

হাসান মোরশেদ এর ছবি

হাহ! হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুহান রিজওয়ান এর ছবি

কড়া !!!

ইয়ে ... লকনেস মনস্টারের ছবিটবি তুলতে পারলেন না ?? !!

ছোটবেলায় আমার ধারণা ছিলো-"স্কটল্যান্ড ইয়ার্ড" এর কারণে - এই দেশে সবাই দারুণ গোয়েন্দা...

_________________________________________

সেরিওজা

হাসান মোরশেদ এর ছবি

লকনেস আরো উত্তরে- হাইল্যান্ডে, ইনভার্নাস পেরিয়ে। গিয়েছি আগে। দৈত্যটার সাথে দেখা হলোনা সেবার মন খারাপ

শার্লক হোমস আক্কা আর্থার কোনান ডয়েল এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলেই পড়তেন। পাথরে খোদাই করা আছে নাম তার
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

৫ আর ৬ দেখে বলতেই হচ্ছে - আমি যাইতাম চাই!! মন খারাপ
পাহাড় আর সমুদ্র! কী দুর্দ্দান্ত এই কম্বিনেশন, আর দেশ থেকে দেশে, ঋতু থেকে ঋতু ভেদে কী অপূর্ব তার পরিবর্তন!
আপনারা খুব চমৎকার গ্রীষ্ম পাচ্ছেন এবার দেখতে পাচ্ছি। হাসি
ফিশ এন্ড চিপসের কথা শুনে ক্ষুধা লেগে গেল!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

হাসান মোরশেদ এর ছবি

ইউরোপের সমুদ্রে উদ্দাম ঢেউ নেই তবে আলোকোজ্জ্বল দিনে যে নীল রঙ ধারন করে- অদ্ভূত।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতিথি লেখক এর ছবি

মানুষ তার এই ছোট্ট জীবন দিয়াই পৃথিবীর ১২ টা বাজাইয়া ফালাইছে, সামর্থ্যবান কিছু মানুষের কাছে অন্য মানুষসহ তাবৎ জীবের অবস্থা 'ছাইরা দে মা কাইন্দা বাঁচি'।
এভারেস্টের চূড়ার মতো জায়গাও নাকি মাইনসে উইঠা উইঠা পচাইয়া হালাইছে।

আহেন হোগ্গল জীবের মঙ্গলের লাই খোদার কাছে মোনাজাত ধরি - হে খোদা তুমি মাইনসের আয়ু কমাইয়া দেও, যে গাছের পাতায় আয়ু লেহা থাকে তারে মাঝে মইধ্যে জোরে ঝাহানি দাও। আমিন।

হাসান মোরশেদ এর ছবি

রাব্বুল আলামীন আপনার মোনাজাত কবুল করুন
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শুভাশীষ দাশ এর ছবি

অনেকদিন পর পাখী বানানটা দেখলাম।

ভালোই ছবি তুলেন। লেখা নিয়ে আর কী বলবো।

----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

হাসান মোরশেদ এর ছবি

শুভাশীষ ছফা- আপনার চোখ আছে বাহে হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি

- আইল অফ মে'তে যেতে যে মন চাওয়া শুরু করলো দাদা!
ক্যারাভান পার্কে থাকার জন্যও মন আকুলি শুরু করলো। দাঁড়ান, বড় হয়ে নেই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

কি আর কমু!!!
যাইতে তো চাই, যাইবার না পাই।
ইদানীং মনে হইতেছে বেশি করে পুরনো নেশাটা আবার জাগানো উচিত।
আপনার ছবিগুলান দেইখ্যা সেটায় একটু চাপ পড়লো আর কি!
পলাশ রঞ্জন সান্যাল

অতিথি লেখক এর ছবি

অসাধারন অসাধারন অসাধারন!
আর কিছু খুঁজে পাচ্ছি না বলার জন্য এই মুহূর্তে।
--শফকত মোর্শেদ

-----------------------------------------------------------------------------------------------
সহজ কথা যায় না বলা সহজে

সুমন চৌধুরী এর ছবি

এগুলি খাওয়া ভালো না .... মন খারাপ



অজ্ঞাতবাস

হাসান মোরশেদ এর ছবি

হ। বড়হুজুরের নিষেধ আছে চোখ টিপি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পল্লব এর ছবি

ব্রেভহার্ট দেখে আমারও মাথা খারাপ হয়েছিল। এত্তো সুন্দর জায়গা। মরার আগে একবার পুরো ইউরোপ ট্যুর দেওয়ার ইচ্ছে আছে। অনেকগুলো জায়গার মধ্যে লিস্টে স্কটল্যান্ডও আছে। আপনার ছবিগুলো দেখে মোটা করে দাগিয়ে রাখলাম এবার দেঁতো হাসি

অফটপিকঃ যদ্দুর জানি, রবার্ট ব্রুস ছয়বার হেরে সাতবারের বার জিতেছিল।

==========================
আবার তোরা মানুষ হ!

==========================
আবার তোরা মানুষ হ!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দারুণ জায়গা মনে হচ্ছে হাসি

অতিথি লেখক এর ছবি

হিংসাইয়া গেলুম

_________________________
বর্ণ অনুচ্ছেদ

মুস্তাফিজ এর ছবি

প্রথম ছবিটা দেখে মগবাজার থেকে নজরুল ভায়ের নেয়া দীর্ঘশ্বাসের শব্দ নিকেতনে বসে পেলাম।

...........................
Every Picture Tells a Story

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই পোস্ট আমি কালকাই পড়ছি, রাগ আর হিংসার চোটে কোনো মন্তব্য করি নাই।
পয়লা ছবি দেখেই আমি কেরু নিয়া বইসা গেছিলাম চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হাসান মোরশেদ এর ছবি

হে হে বিশ্বাস করবেন কিনা- প্রথম ছবি দেবার সময় দুজনের কথা মনে হয়েছিলো- এক আপনে আর দুই সুমঞ্চৌ হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।