অরবিন্দ আদিগা'র প্রথম উপন্যাস, ২০০৮এর বুকারজয়ী 'দ্যা হোয়াইট টাইগার' আমি পড়িনি। তার দ্বিতীয় উপন্যাস 'বিটুইন দ্যা এসেসিনেশন' প্রকাশিত হয় নভেম্বর ২০০৮ এ ,যদিও এটি আসলে দ্যা হোয়াইট টাইগারের আগেই লেখা।
এই উপন্যাসটি পড়েছি গতবছরের শেষের দিকে কিংবা এবছরের শুরুতে। উপন্যাসের সময় পরিক্রমা ১৯৮৪ থেকে ১৯৯১। ১৯৮৪ তে নিহত হন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ১৯৯১ এ রাজীব গান্ধী। এই দুই হত্যাকান্ডের মধ্যবর্তী সময়ে ভারত রাষ্ট্রের নাগরিক জীবনের গল্পই এই উপন্যাসের প্রতিপাদ্য। অরবিন্দ আদিগা এই ফিকশনে ভারত রাষ্ট্রের রেপ্লিকা হিসেবে কিট্টুর নামে একটা জনপদের ছবি এঁকেছেন। কিট্টুর এর অবস্থান বলা হয়েছে আরব সাগরের তীরে, উত্তর-পশ্চিম উপকুলে। গোয়া ও কালিকটের মাঝামাঝি কোথাও। কিট্টুরে ধনী আছে, মধ্যবিত্ত আছে, দরিদ্র আছে। হিন্দু আছে, মুসলমান আছে, খ্রীষ্টান আছে। ব্রাম্মন আছে, দলিত ও আছে। আছে জাতপাত, বর্ণ ও সম্পদের বৈষম্য, দুর্নীতি, দারিদ্র, ভাষার অধিকারের প্রশ্ন, সংস্কৃতির জগাখিচুড়ি- ভারত রাষ্ট্রের যতো দায় বিদ্যমান তার সবই আছে কিট্টুরে। দুই প্রধানমন্ত্রীর হত্যাকান্ডের মধ্যবর্তী সময়ে কিট্টুর তথা রাষ্ট্রভারতের মানুষের জীবনযাপনের গল্প বলে গেছেন অরবিন্দ।
উপন্যাস হিসেবে কেমন?
আহামরি কিছু নয় কিন্তু চমকপ্রদ, অভিনব। অভিনব তার নির্মানে। এরকম চমকপ্রদ নির্মানকৌশল এর আগে কাউকে ব্যবহার করতে দেখিনি, আমি অন্ততঃ।
ছোট্ট করে বলা যাক। শুরু হয়েছে কিট্টুরের তথ্য ও বর্ননা দিয়ে যেমন কোন জনপদের তথ্য বিবরনী দেয়া হয় পর্যটক গাইডে। অরবিন্দ তার পাঠককে উপন্যাসের পাঠক নয় বরং তার তৈরী করা জনপদে পর্যটক হিসেবেই আমন্ত্রন করছেন। সাতদিনের একটা প্যাকেজ ট্যুর ও তৈরী করে দিয়েছেন। আপনি ভ্রমন শুরু করবেন প্রথম দিন সকাল বেলা কিট্টুর রেলস্টেশন থেকে। আপনার সামনে এসে দাঁড়াবে তুখোড় চটপটে এক চাল্লু কিশোর জিয়াউদ্দীন। স্থানীয় হিন্দু হোটেলের কর্মচারী সে,স্টেশন থেকে হোটেলের খরিদ্দার পাকড়াও করা চাকরী তার। নিজের মুসলমানিত্ব নিয়ে তার অশেষ গর্ব, দক্ষিন ভারতের এক গন্ডগ্রাম থেকে ক্ষুধার জ্বালায় শহরে এলেও কল্পনায় সে একজন পাঠান! আপনাকে সে বলবে- I'm a Muslim sir.We dont do hanky-panky'। হ্যাঁ, ইংরেজীতেই বলবে। প্রথম দিনের পুরো গল্প এই জিয়াউদ্দীন এবং তার পরিপার্শ্বের।
এইভাবে সাতদিন সাতরকমের মানুষের গল্প। প্রতিটি গল্প আলাদা। আপনি চাইলে প্রতিটিকেই স্বতন্ত্র গল্প হিসেবে পাঠ করতে পারেন আবার সাতটি খন্ড মিলে একটি পুর্নাঙ্গ উপন্যাস ও ভাবতে পারেন।যেমনই ভাবেন অরবিন্দ তার পাঠকপ্রিয় ভঙ্গী ও ভাষায় আপনাকে ভ্রমন করাবেন সাতদিন। সাতদিনে একটা পুরো জনপদ, একটা পুরো রাষ্ট্র!
'বিটুইন দ্যা এসেসিনেশন' এর রিভিউ লেখা আমার উদ্দেশ্য নয়। যারা রিভিউ পড়তে চান এখান থেকে দেখে নিতে পারেন দ্যা গার্ডিয়ান
নির্মানে চমকপ্রদ ও অভিনবত্ব আছে, পঠনে মসৃন। ভারত রাষ্ট্রের গল্প, তবু আমাদের যাপিত জীবনের ও। আর অরবিন্দ খুব দক্ষ ট্রাভেল কন্ডাকটর, চেনা জীবনে ও আলো না পড়া অনেক অন্ধকার রয়ে গেছে, তিনি সেই অন্ধকারে বিনা ক্লেশে পাঠককে পৌঁছে দিতে পারেন। তবু এই উপন্যাস কি আমি আরেকবার পড়ার তাড়না অনুভব করবো কিংবা ব্যক্তিগত সংগ্রহে রাখার? সম্ভবতঃ না।
কেনো নয়?
দেখা যাক উত্তর পাওয়া যায় কিনা আপাতঃভিন্ন আলোচনায়।
ভালো লেখকদের আমি মোটাদাগে দুভাগে ভাগ করি। প্রথম ভাগের লেখকরা আবার তিনরকম। একরকম ভালো লেখকেরা পাঠককে নিয়ে যাত্রা শুরু করেন চেনা ও মসৃন পথে যেনো পাড়ার ছোট্ট পার্ক কিংবা শহরের চেনা নদীর পাড়। লেখকরা পুরোটা সময় পাঠকের পাশাপাশি থাকেন,পাঠককে ও তার পাশে থাকার জন্য জায়গা করে দেন। পাঠক ও লেখক মিলে আনন্দ, বেদনা, ক্ষোভ, হাস্য,হর্ষ, বিমর্ষতা ভাগাভাগি করেন।সবকিছু 'স্মুথ' থাকে। এরকম লেখকদের লেখা পাঠের জন্য পাঠকের প্রস্তুতির কোন প্রয়োজন পড়েনা। ফলে বেশীর ভাগ পাঠক খুশী। এরকম ভালো লেখকেরা তুমুল জনপ্রিয় হন। অরবিন্দ আদিগার 'বিটুইন দ্যা এসেসিনেশন' বিক্রী হয়েছে ১৬,০০০ কপি!
দ্বিতীয়রকমের ভালো লেখকেরা একটু এডভেঞ্চারাস। চেনা মাঠ, চেনা পথ ছাড়িয়ে এরা পাঠককে একটু অচেনায় নিয়ে যান। তবে খুব দূরে কোথাও নয় হয়তো শহরের শেষসীমানার উঁচু টিলা, বড়জোর ঝোঁকের বশে অন্য কোন শহরে। এরা পাঠককে কিছুটা ভাবান, কিন্তু পাঠক ভাবনায় একেবারে হারিয়ে যায়না দিনের শেষে সে নিজের নিরাপদ ঘরেই ফিরে আসে। ব্যতিক্রম দু একজন হয়তো এডভেঞ্চারের লোভে আবারো অচেনা পথে পা বাড়ায় তবে বেশির ভাগ পাঠকই শেষপর্যন্ত ঘর-গেরস্ত! ঘর-গেরস্তালীর ফাঁকে তারা হয়তো একদিনের এডভেঞ্চারের স্মৃতিচারন করে। ঐ অতোটুকুই ব্যাস।
তৃতীয় রকমের ভালো লেখকেরা সাংঘাতিক, ভয়ংকর, বিপদজনক। স্বভাবতইঃ সংখ্যায় কম। এদের সাথে যাত্রা শুরু করতে হলে পাঠকের প্রস্তুতির প্রয়োজন। যথেষ্ট প্রস্তুতি নিয়ে শুরু করতে পারলে এই ভয়ংকর লেখকদের হাত ধরে পাঠক পৌঁছে যাবে এমন দিকশূন্যপুরে যেখান থেকে প্রত্যাবর্তনের আর কোন পথ থাকেনা। এরা হচ্ছে সেই লেখকেরা যারা লেখার মাধ্যম পাঠকের মনোজগত বদলে দিতে পারে।
এবার আসি দ্বিতীয় ভাগে। এভাগে লেখকরা দুরকম।
প্রথমরকমের লেখকেরা হলেন বিয়ারের মতো। অতো আয়োজনের কিছু নেই। গ্রীষ্মের বিকেলে বাগানে কিংবা সমুদ্রতীরে বসে সহজেই চুমুক দেয়া যায়। মাত্রাভেদে এলকোহল কমবেশী থাকতে পারে। কোনটা ৪%, কোনটা ৫%। কোনটা বেশী চিলড, কোনটা বেশী সল্টি। তবে শেষপর্যন্ত কোনটাই উলটো লাথি মারেনা, যুক্তি-টুক্তি নিকেশ করে দেয়না, বেশ ক'টা টেনে-হালকা একটু আবেশ নিয়ে শেষপর্যন্ত ঝুটঝামেলা ছাড়াই চেনা রাস্তায় হেঁটে বাড়ি ফেরা যায়।
হুমায়ূন আহমেদ-শহিদুল জহির- গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এরা হলেন এই গোত্রের ভালো লেখক।
এইভাগের দ্বিতীয় রকমের লেখকেরা হলেন কড়া এলকো। ৫৫% এর পারনড কিংবা ৪৫% এর স্মৃনফ। না হলে নিদেনপক্ষে ৪০% এর জ্যাক ডানিয়েল। এরা সহজপাচ্য নয়, মৃদু ফুরফুরে আবেশ ছড়ায়না। বরং উলটো লাথি দেয়, ভেতর থেকে বেরিয়ে আসতে চায়। অপরিচিত অস্বস্তি ও অনুভূতিতে আক্রান্ত করে। কিন্তু একবার আস্বাদন করতে পারলে, একবার সেই মোহময় পতনে নিজেকে মুক্ত করতে জানলে অনুধাবন করে ফেলা যায় জীবন আসলেই অন্যত্র!
ইলিয়াস-কাম্যু-কুন্ডেরা এরা সেই মায়াবী ঘাতক।
মন্তব্য
দ্যা হোয়াইট টাইগার পড়া হয়নি, সম্ভবত এখনো এই বইটা বাংলায় কেউ অনুবাদ করেনি। বিটুইন দ্যা এসেসিনেশন বইটাও কবে পড়বো কে জানে ! ড্যান ব্রাউন, মারিও পুজো সিগন্যালে পাওয়া যায়, কিন্তু অরিবিন্দের ব্ইগুলো আজিজের অভিজাত লাইব্রেরীতে গিয়েও খুঁজে পাওয়া যায় না।
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
ড্যান ব্রাউন, মারিও পুজো, অরবিন্দ না পড়তে পারলে অতো আফসোসের কিছু নাই আসলে।
পোষ্টের একেবারে শেষে এক কিসিমের লেখকের কথা বলেছি- সহ্য করতে পারলে এরা জরুরী।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ড্যান ব্রাউন বা মারিও পূজো তো কৈশোর পাঠ্য, তবে অরবিন্দের কোনো বই পড়া হয়নি, হোয়াইট টাইগার নিয়ে একটা রিভিউ সম্ভবত আনন্দবাজারে পড়ছিলাম।
অ্যালকোহলের মাত্রা দিয়ে লেখকদের যে বিশ্লেষণ করেছেন সেটা ব্যাপক পছন্দ হইছে। কড়া হইলেও জিনিষ ভালো, হালকা জিনিষ সবসময়ই হালকা !
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
মুগ্ধতা জানিয়ে গেলাম।
-বুদ্ধু
'হোয়াইট টাইগার' নামের পুরস্কারপ্রাপ্ত বইখানা তো বেশ সহজলভ্যই। কিন্তু 'বিটুইন...' তো চোখে পড়লো না কোথাও। তবে ঐ সাতদিনের সাতটা ভিন্নগল্পের আইডিয়াটা ভালো লাগলো।...
দ্বিতীয়রকম লেখকেরা আসলেই বিপজ্জনক। পড়তে শুধু অখন্ড মনোযোগই নয়, নিজেকে সতেজও রাখা প্রয়োজন তাঁদের ক্ষেত্রে। ঘুমঘুম চোখে কি হঠাৎ আড্ডার পরে এদের পাঠ করা যায় না...
_________________________________________
সেরিওজা
তাহলে তো ভুলই করলাম। একটু ঘষেমেজে নতুন রঙ লাগিয়ে নিজের নামে চালিয়ে দিতাম
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হুমায়ূন আহমেদ আর শহিদুল জহির কি একই গোত্রীয় লেখক?
আমি যদিও শহিদুল জহির অল্পই পড়সি, আমার তো তেমন মনে হল না। কে জানে, আমারই হয়তো বোঝার ভুল
নির্ভর করছে আপনি গোত্র নির্বাচনে মানদন্ড কি নির্ধারন করছেন?
'স্মুথ ফ্যাক্টর', পড়তে কষ্ট হয়না, গভীর কোন বোধে আক্রান্ত হবার ঝুটঝামেলা নেই- এই মানদন্ডে হুমায়ূন আহমেদ, শহীদুল জহির, মার্কেজকে আমার কাছে এক গোত্রের লেখক মনে হয়না। পাঠক কোন চ্যালেঞ্জ বোধ করবেনা, বেশ আরামপ্রদ যাত্রা।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
লেখকের শ্রেণিভাগের ব্যাপারটা বেশ আগ্রহোদ্দীপক, তবে কিছু জায়গায় বিভ্রান্তি থেকে গেছে। প্রথম ও দ্বিতীয় ভাগের লেখকদের মাঝে ফারাকটা ঠিক বোধগম্য হলনা। আর ইলিয়াসকে আমি প্রথম ভাগের তৃতীয় দলেই ফেলব। যাই হোক, এটা একান্তই আমার হাইপোথেসিস, তবে চিন্তার সূত্রধর কিন্তু আপনিই
---------------------------------------
আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
আমি বোধহয় স্পষ্ট করতে পারিনি। আপনি যে কোন একটা ব্যবহার করবেন। প্রথমটার ব্যবহার করলে ইলিয়াস তৃতীয় গোত্রেই পড়বেন বলে আমার ধারনা।
দ্বিতীয়টা ব্যবহার করলে এর শেষগোত্রে হবেন।
নিশ্চিতভাবেই এর সবই পাঠক হিসেবে আমার নিজের মুল্যায়ন। সিরিয়াস কিছু নয়
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কখনো লেখক হওয়ার স্বপ্ন দেখলে ভয়ংকর লেখক হওয়ার স্বপ্নই দেখব। মায়াবী ঘাতক হওয়া আমার কম্ম নয়।
কুটুমবাড়ি
উপন্যাস কতো কপি বিক্রী হলে আপনি হতাশ হতেন না?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মাফ করবেন, ভাইয়া। সংখ্যাটা একটু কম মনে হয়েছিল আমার কাছে। অন্তত 'তুমুল জনপ্রিয়' লেখা বিবেচনায়। আমি আরও পেরেশান হয়ে যাচ্ছি তাহলে আমাদের অবস্থাটা কী সেটা ভেবে। আমাদের দেশে কত কপি বিক্রি হলে বলা যাবে একটা উপন্যাস তুমুল জনপ্রিয় হয়েছে?
কুটুমবাড়ি
ঠিকাছে
সম্ভবতঃ বাংলাদেশে একমাত্র হুমায়ূন আহমেদ কয়েক হাজার বিক্রী হয়।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এই সেরেছে! আমার লেখক হওয়ার স্বপ্নের তাহলে এখানেই ইতি। অবশ্য আমি যতটুকু জানি অনুবাদের অবস্থা অতটা খারাপ না। খুব নামকরা লেখক না হলে বা কন্টেন্ট খুব ভালো না হলে মৌলিক উপন্যাস তেমন বিকোয় না মনে হচ্ছে।
কুটুমবাড়ি
স্বপ্নের ইতি ঘটাই মনে হয় স্বাস্থ্যকর
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
'হোয়াইট টাইগার' আমার দারুণ লাগসে। আপনি পড়ে দেখতে পারেন।
এই বইটির খবর পেলাম। ওকে।
বই দুটোর একটাও পড়িনি। আপনার লেখক ভাগ বাটোয়ারার ব্যাপারটা পছন্দ হইছে। প্রথমে একটু ঝাপসা ছিলো, অদ্রোহর জবাবে পরিষ্কার।
পড়ে দেখলাম লেখক আমিও আপনার মতোই ভাগ করি, কিন্তু এভাবে কখনো চিন্তা করিনি।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মোটাদাগে পোস্ট কলোনিয়াল সাহিত্য পড়ি না। প্রথমত ৩য় পক্ষ, দ্বিতীয়ত ২য় পক্ষের লেখা পড়ি।
কামু-কাফকা অন্তত ১বার করে পড়া দরকার মনে হইসে। নাটকে বেকেট-আয়োনেস্কো। কবিতায় এলিয়ট। সিনেমায় গদার। এদের সকলকে পড়তে প্রয়োজনীয় কষ্ট স্বীকার করতে হয়।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
অরবিন্দের এই উপন্যাস পোষ্টকলোনিয়াল সাহিত্যে পড়েনা। অন্ততঃ আমার কাছে মনে হয়নি। অবশ্য বোদলেয়ারকেও কেউ কেউ এই গোত্রভুক্ত করেন।
শুরুটা সাঁত্রে দিয়ে কয়া যায়। সাথে কুন্ডেরা।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
পোস্ট কলনিয়ালটা 'মোটাদাগে' বলসি। অবশ্য ভুলও হইতে পারে।
কামু-কাফকার সাথে সার্ত্রে, একদম ঠিক মনে করাইলেন। সার্ত্রের 'নসিয়া'। কুন্ডেরা নমস্য
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
নতুন মন্তব্য করুন