সোনা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ২০/০৫/২০০৬ - ৯:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সব কি বোঝানো যায়?এত সোজা? না আমি প্রত্যেকদিন অত বোঝাতে পারবোনা কেন চাঁদ এসে আটকে যায় চুড়ার ত্রিভূজে কেন বা ভোরের দিকে দুএকটা কিশোর গ্রহ কিছুই না- বোঝে তোমার ঘরের চালে খসে পড়ে । কেনই বা বাতাসে উদ্যত শিখা আঁকড়ে ধ'রে তুমি কেঁদে বলো: 'দ্যাখো দ্যাখো আমার কি লাঞ্ছনা !'
একে কি লাঞ্ছনা বলে? আমি জানি ওই অন্ধকার বনে আধপোড়া শরীর দুটো পড়ে আছে কাঁটাবাবলার এক কোনে, এক্ষুনি শকুন এসে ঠুকরে খাবে । কেন খাবে সেকথা জানোনা ?
জানোসব, তবুকিছুস্বীকার করবেনা । কিন্তুওই স্বর্গজাত গ্রহেরাও তোমারই সংকেত পেয়ে নেমে এসেছিল,আর এত, এত জ্বলজ্বলে সোনা খোলা আছে গরীবের জন্য বোঝেনি তা ! এখন তুমিও বুঝতে চাইছোনা কখনো না কখনো অগগাত লাঙল তোমাকে পাবে,নিয়েযাবে ঘরে, শেষে কনকদুহিতা একদিন তো আগুনে হাঁটবে, সেদিন সমস্ত সোনা পুড়ে যাবে না তো !

[এটা জয়ের একটা কবিতা । মাঝে মাঝে কিছুই আর ভাল্লাগেনা । না যুক্তি , না ভাবনা , না শিল্প না ধর্ম... কবিতাই তখন ঘরপোড়া আশ্রয় । কেন? কি জানি । সব কি বোঝানো যায়? ]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।