ছুটিতে যাবো.....

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ২২/০৫/২০০৬ - ১১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[ যারা খামোখা খামোখাই দলাদলি শুরু করেছেন, মেজাজ খারাপ করছেন... তারচে ভালো মনটা খারাপ করি ! চুপ করি, ছুটিতে যাই.... ]

ফাল্গুন শেষ হলে ধুলোর সময়
সমৃতিরা প্রশ্নকরে,পরীক্ষা হয়
উত্তর খুঁজে যায় ভাবনাকে নিয়ে
ঠোঁটে সিগ্রেট হাতে দেশলাই নিয়ে ।

ধোঁয়ার ভেতরে ছবি অশরীরি কারা
চুপচাপ দেখে যায় আমার চেহারা
ইন্টারভিউ হয় একা মুখোমুখি
বলতো মানুষ তুমি হয়েছো কি সুখী ?

স্বস্তিস্তব্দতায়, উত্তরে চুপ
তবুও বাঁচার নেশা বেহায়া লোলুপ
এ নেশা ও ছুটি নেবে কোনো একদিন
সেদিনের পরীক্ষা স্মরনে বিলীন ।

শেষ প্রশ্নটা হবে শেষ দরোজায়
সকলে ছুটিতে যাবো,যাবো অচেনায় । ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।