সম্মিলিত উদ্যানে,নিশ্চয়ই সেই উদ্যান
পাহাড়ী অঞ্চলে স্থিত,
প্রতি একশো বছর পরপর নাজারেথের
যিশুর সংগে মিলিত হন,
খ্রীষ্টানদের যীশাস ক্রাইষ্ট,
এবং পরস্পর আলোচনা করে থাকেন,
তারপর
প্রত্যেকবার ফিরে যাওয়ার সময়ে
নাজারেথের যীশু বলে যান,
"বন্ধু আমার ভয় হয়,
হয়তো কোনদিনই আমরা আর
কোন বিষয়েই একমত হতে পারব না ----- "
মন্তব্য
নতুন মন্তব্য করুন