সাবাস যদি দিতেই হবে সাবাস দেবো তার.....

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ৩০/০৬/২০০৬ - ৯:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


[হযবরল: এই লেখাটা আপনার ভাবনাকে]

'' মোষ তাড়ানো স হজ নাকি?
মোষের শিংয়ে মৃতু্য বাঁধা
তবু কারা লাল নিশানে উসকে তাকে
চ্যালেঞ্জ ছুঁড়ে?
সাবাস যদি দিতেই হবে সাবাস দেবো তার
ভাংগছে যারা ,ভাংগবে যারা বুনো মোষের ঘাড়"

30 শে জুন । আজ সাঁওতাল বিদ্্রোহের একশো একান্ন বছর । সিঁধু,কানু,চাঁদ,ভৈরব-- চার ভাইয়ের নেতৃত্বে আদিবাসী সাঁওতালরা জেগে উঠেছিল 1855 সালের এদিনে। বিদ্্রোহ করেছিল সাম্রাজ্যবাদী বৃটিশ আর তাদের দোসর স্বদেশী জমিদারদের সম্মিলিত শোষনের বিরুদ্ধে।

সুসজ্জিত সামরিক শক্তির বিরুদ্ধে তীর ধনুকের লড়াই ।অসম কিন্তুউদ্দিপ্ত এক লড়াই । এ লড়াই চলে টানা দু বছর । নিহত হন অন্ত:ত 30,000 হাজার সাঁওতাল । কানুকে ঝোলানো হয় ফাঁসী কাষ্ঠে।

বৃটিশ বিদেয় হয় ,দেশ স্বাধীন হয়, আদিবাসী সাঁওতালরা তবু পরাধীন থেকে যায়। পরাধীন থাকে তবু পরাভব মানেনা । আবারো বিদ্্রোহ করে 1951 তে ইলামিত্রের নেতৃত্বে। পাকিস্তান সরকার সে ও বিদ্্রোহ ও দমন করে চরম নিষ্ঠুরতায়।

পাকিস্তানীরা পালায়, দেশ আবারো স্বাধীন , ভূমিপুত্ররা তবুপরাধীন, তবু ভূমিহীন তবুসংখ্যায় লঘু। তবু আলফ্রেড সরেনের পোড়া শরীর ।
শহীদ সিঁধু, কানুর পবিত্র রক্ত যাদের ধমনীতে, বিদ্্রোহ যাদের দেড়শো বছরের পুরনো--- আজ তাদের সালাম আবারো।

[ যারা আরো বিস্তারিত জানতে চান
http://wesanthals.tripod.com/id50.html ]


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঠিকাছে... তাইলে পুরান লেখাতেই স্যালুট জানাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নুরুজ্জামান মানিক এর ছবি

হ আমিও তাই করি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।