শামসুর রাহমান::একজন রাস্ট্রদ্্রোহীর জন্য এলিজি

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ১৮/০৮/২০০৬ - ৮:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


রাহমান নেই ।
ফিরবেন না কোনো দিন আর ।
ক' পুরুষ আগে ও মূর্তি পূজারী ছিলাম বলে এখনো হয়তো ব্যক্তি পূজার নেশা কাটেনা আমাদের । ব্যাক্তি রাহমানকে নিয়ে টানা হেচড়া চলুক আরো কদিন ।
তার পর তার কবিতা অংশ হোক আমাদের মননের ।

এই শোকে র দিনে কেন যে আমার মনে দানা বাঁধে পুরনো ক্ষোভ ?

ব্রাত্য'র একটা পোষ্ট দেখলাম কেন শামসুর রাহমান গুরুত্বপূর্ন । রাহমান গুরুত্বপূর্ন শুধু তার কবিতা নয় --স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশের প্রতি তার দায়দ্ধতার কারনে ।
ব্যক্তি জীবনে নিরীহ , সদালাপী এই মানুষটা জড়িয়ে ছিলেন সামপ্রদায়িকতা বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে ।
তিনি ছিলেন ঘাতক দালাল বিরোধী গন- আদালতের একজন আয়োজক ।
পুরস্কার হিসেবে জোটেছিল রাস্ট্রদ্্রোহীতার মামলা ।
হা রাস্ট্র! হা গনতন্ত্র !
যুদ্ধাপরাধীর বিচার চেয়ে একজন কবিকে হতে হয়েছিল রাস্ট্রদ্্রোহী .... ।

--------------------------------------
আজ মনে পড়ে ব্যক্তিগত অক্ষমতার স্মৃতি ।
93 তে সিলেটে র প্রগতিশীল লেখক-সাংবাদিক-শিল্পীরা আয়োজন করেছিলেন শামসুর রাহমানের সংবর্ধনার ।
জামাত ও তাদের জারজ সন্তানেরা প্রিতরোধের ঘোষনা দিয়েছিল ।
আগের রাতে প্রস্তুতি কমিটির সভায় আক্রমন করে শিবির রক্তাক্ত করেছিল মদনমোহন কলেজের বাংলার শিক্ষক কবি আবুল ফতেহ ফাত্তাহ কে ।

না শেষ পর্যন্ত আমরা কবিকে সম্বর্ধনা দিতে পারিনি প্রশাসনের 144 ধারা আর ত থাকথিত প্রগতিশীল রাজনীতিকদের আপোষকামীতার জন্য ।

সেদিন রাজধানীর প্রগতিশীলরা নাক কুঁচকে ছিলেন যেনো মৌলবাদ সিলেটের একা সমস্যা । আজ হয়তো বোঝেন শুধু সিলেট , চট্রগ্রাম নয় কি করে অন্ধকার গ্রাস করে নিচ্ছে সমগ্র জনপদ ।

--------------------------------------

প্রধানমন্ত্রী কি দেখতে গেলেন দেশের প্রধান কবিকে? তালিকা ভুক্ত সন্ত্রাসী ছগিরের লাশে ও তো আপনি ফুল দিলেন !এক বার অসুস্থ রাহমানকে দেখতে যেতে পারলেন না ? লোকটার বিরুদ্ধে রাষ্ট্রদ্্রোহীতার মামলা করেছিলেন ,ভুলতে পারেননি বোঝি !

শেখ হাসিনা আপনি?--- অনেকের আপত্তি সত্বে ও কিনতু রাহমান আপনার পাশে থেকেছেন, নিজের সার্বজনীন পরিচয়কে প্রশ্নবিদ্ধ করেছেন । আপনি কি গিয়েছিলেন অসুস্থ কবির শয্যাপাশে?

জানি এসবে আর কিছুই াসেনা যায়না আপনার প্রিয় শামসুর রাহমান ।
আপনার মৃতু্যতে রাস্ট্রীয় শোক ঘোষিত হবে, পতাকা অর্ধনমিত হবে --- না ভরসা করিনা ।
আপনি তো ভবিষ্যত দ্্রষ্টা ছিলেন যেমন থাকেন প্রতিটি কবি ।
আপনিই তো লিখেছিলেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ ।
চলুক । এই উদ্ভূট উট আমাদের আরো গভীর অন্ধকারে নিয়ে যাক ।
আপনি শান্তিতে ঘুমান িপ্রয় কবি শামসুর রাহমান । ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।