একজন সার্জেন্ট ITAMAR SHAPIRA । ইসরাইল সেনাবাহিনীর নিয়মিত সৈনিক ।
আরেকজন Amir Pasteur ।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ছাত্র । ইসরাইলী বাহিনীর রিজার্ভ সৈনিক ।
দু' জনেই সামপ্রতিক ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদ করেছিলেন এবং যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন ।
দুজনই বন্দী এখন ইসরাইলে র সামরিক কারাগারে । বিচার চলছে । শুনানী শেষ হবার পর যে কোনো মেয়াদের কারাবাস ও শাস্তি হতে পারে ।
এমনেস্টি ইন্টারন্যাশনালের সুত্রমতে শুধু এই দুজন নয়, অন্ত:ত দশ জন ইসরাইলী নিয়মিত ও রিজার্ভ সৈনিক সামপ্রতিক আগ্রাসনের বিরোধীতা করে যুদ্ধে যেতে অস্বীকৃিত জানিয়েছিলেন । এবং তাদের সবার জন্য একই পরিনতি অপেক্ষা করছে ।
এমনেস্টি ইন্টারন্যাশনাল এসব ইসরাইলী দের মুক্তির জন্য নানা কর্মসুচী হাতে নিয়েছে ।
এর ভেতর একটা হলো ইসরাইলী কর্তৃপক্ষকে মেইলের মাধ্যমে চাপ সৃষ্টি করা ।
মেইল আই.ডি হলো :
আমি মন্তব্য ঘরে মেইলের একটা ফরমেট ও তুলে দিচ্ছি ।
যদি কেউ মেইল করে এদের মুক্তির জন্য আবেদন জানাতে চান তাহলে কপি করে পেষ্ট করে দিতে পারেন ।
-------------------------------------
ছবি: একজন সার্জেন্ট ITAMAR SHAPIRA ।
তথ্যসুত্র: এমনেস্টি ইন্টারন্যাশনাল ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন