বব ডিলানের গান, বাংলাদেশের জন্য:: গাইছে আবার সুমন

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ২১/০৮/২০০৬ - ৮:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:


[ কনফু'র 'কনসার্ট ফর বাংলাদেশ' পোষ্টের সিকুয়েল এটা । গান গুলো তুলে দিলাম প্রিয় কনফুসিয়াস ও তার তিতলী বেগমের জন্য .... ]

মেডিসন পার্কের 'কনসার্ট ফর বাংলাদেশ' হয়ে উঠেছিলো সে সময়ের সব মানবতাবাদী ও যুদ্ধবিরোধী সেলিব্রেটিদের এক মিলনমেলা ।

লন্ডন থেকে গিয়েছিলেন বব ডিলান ।
না কোনো তীব্রতা নয় , বরং গেয়েছিলেন একটা চমৎকার মনকাড়া প্রেমের গান ।
ডিলানের সেই গানের একটা ভিডিও খুঁজে পেলাম ।

বব ডিলানের ভিডিও

এ গানের লিরিক ও পাওয়া যাবে গানের লিরিক

আরেকটা মজার ব্যপার আছে । ঠিক এই গানটা বাংলা ও শুনা যেতে পারে ।
বাংলা গানের ডিলান সুমন চাটুজ্জের ভরাট গলায় : সুমনের গান

ছবি তথ্য: 'কনসার্ট ফর বাংলাদেশ' এ একসাথে গাইছেন হ্যারিসন, ডিলান ও লিয়ান রাসেল ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।