[ অমি রহমান পিয়াল ও শু ভ --- দুই স হযোদ্ধা' কে]
W.A.S OUDERLAND
একজন ভিনদেশী । জন্ম নেদারল্যান্ডে ।
দ্্বিতীয় বিশ্বযুদ্ধে রয়েল ডাচ বাহিনীর সাহসী সার্জেন্ট । নাৎসী দের হাতে ধরা পড়ে ও প্রানে বেঁচে যাওয়া । সবশেষে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া এবং শেষ নি:শ্বাস ত্যাগ 2001 সালে ।
কি আর এমন গুরুত্বপূর্ন ? বিশেষ করে আমাদের বাংলাদেশীদের জন্য ?
গুরুত্বপূর্ন।
কারন এই লোকটা আমাদের মুক্তিযুদ্ধের একজন বীরপ্রতিক ।
হ্যাঁ 1971 সালে'র মুক্তিযুদ্ধে সাহসী অবদানের জন্য এই ভিনদেশী বীরপ্রতিক উপাধি পেয়েছিলেন । বাটা কোম্পানীর তৎকালীন পূর্বপাকিস্তানের চিফ OUDERLAND বাটার কারখানার ভেতর মুক্তিযোদ্ধাদের গেরিলা ট্রেনিং দিতেন । পশ্চিমা নাগরিকত্বের সুযোগ নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর থেকে তথ্য সংগ্রহ করে দিতেন যোদ্ধাদের । এক পর্যায়ে নিজেই অংশগ্রহন করেন সরাসরি যুদ্ধে ।
OUDERLAND সংক্রান্ত বেশ কিছু ত থ্য আছে নিচের লিংকে ।
---------------------------------------
যুদ্ধাপরাধী ও ঘাতকেরা বাংলাদেশের নাগরিকত্ব পায় আইনের মারপ্যাঁচে । গর্ডন গ্রিনিজ নামের এক বেতনভূগী কর্মচারীর পায়ে ও লুটিয়ে দেয়া হয় দেশের নাগরিকত্ব ।
এ দেশের জন্য যুদ্ধ করে ও OUDERLAND এর সে সৌভাগ্য হয়না ।
দ্্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বৃটিশ সৈনিকদের খুব চমৎকার সমাধি সৌধ আছে এই দেশে ।
এ দেশের জন্ম যুদ্ধে প্রান দিল যে 14 হাজার ভারতীয় সৈনিক -- না তাদের সম্মানে কোনো সমাধি নেই ।
কোনো দিন তাদের কথা উচ্চারন করা যাবেনা । 9 মাস ভারতের সাধারন মানুষ আশ্রয় দিল , খাদ্য দিল উদ্্বাস্তুদের । না সে কথা ভূলে ও উচ্চারন করা যাবেনা!
কৃতজ্ঞতার বোঝা এতই ভারী!!!
মন্তব্য
নতুন মন্তব্য করুন