[
পড়ছিলাম সুমন চৌ: এর 'সংগ্রামের ইতিহাস কি অবান্তর ?' । চেনাজানা দু চারজনের 'লেজমোটা' হয়ে যাওয়ার গল্প মনে পড়ে গেলো ।
কৃতজ্ঞতা । ।
]
জলদাসের শ্রেনীবিপ্লব:: বিবর্তনে ওয়াটার লর্ড
সুনামগঞ্জ-1 সংসদীয় আসনের মাননীয় সাংসদ ।
নজীর হোসেন ।
90 এর আগে কমিউনিষ্ট পার্টিকরতেন ।ছিলেন কমরেড নজীর হোসেন । পেশায় স্কুল মাষ্টারী ।
গুরু ছিলেন সমাজতান্ত্রিক আন্দোলনের প্রবাদ পুরুষ কমরেড বরুন রায় -- সুনামগঞ্জের হাওর অঞ্চলে যার সংগ্রাম ও ত্যাগ ছড়িয়ে আছে লোকগাঁথার মতো । গুরু র উপযুক্ত শিষ্য হিসেবে কমরেড নজীর ও সংগঠিত করেছেন --'জাল যার জলা তার' আন্দোলন ।
91 এর নির্বাচনে শেখ হাসিনা এলেন বরূন রায়কে অনুরোধ জানাতে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য । বর্ষিয়ান জননেতা উলটো আব্দার জানালেন নজীর হোসেনকে মনোনয়ন দেবার জন্য ।
পেলেন এবং কমরেড নজীর হোসেন সাংসদ হলেন ।
পরের নির্বাচন ।
সেই একই নজীর হোসেন , তবে আর কমরেড নয় ।
ততদিনে জলমহালের স্বাদ পেয়ে গেছেন ।মনোনয়ন নিলেন বি.এন.পি থেকে ।
জলদাসের শ্রেনী সংগ্রামের ত্যাগী কমরেড এখন
ওয়াটার লর্ড নজীর হোসেন ।
---------------------------------------
বিপ্লবের লাল ঝান্ডা যখন লাল মূরগীর খাঁচায়
সিলেট শহর ও শহর তলীর সবচেয়ে সুস্বাদু মাটি হলো বাগানের কূলী ও আদিবাসী পাত্র সমপ্রদায়ের ।
তাই এদেরকে উচ্ছেদ করে সেই সুস্বাদু মাটির দখল নেয়া র একটা প্রবল প্রতিযোগীতা আছে শহর সিলেটে । রাগীব আলী নামের এরকম একজন দখলদার 'বিশিষ্ট দানবীর' হয়েছেন । তিনি কয়েকটি শিল্প গ্রুপ, ঢাকা ও সিলেটে কয়েকটি বেসরকারী(বেদরকারী!) বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ব্যাংকের মালিক ।
যাহোক ভূমিদসু্যদের শিকার আদিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন একজন তরূন আইনজীবি । তিনি ও সমাজতান্ত্রিক । কমরেড মালেক ।
মাটি রক্ষা করতে গিয়ে এক সময় সুঘ্রান তার ও লাগা শুরু করলো ।
এর পর সব থেকে বেশ ী ভূমি গ্রাস তিনিই করলেন ।
ভূমি গ্রাস শুরু করার পর উকিল হিসেবে তার পশার ও বেড়ে গেলো ।
পেশার প্রতি দায়িত্ববোধ হিসেবে মাঝে মাঝে ক্লায়েন্টদের বাড়ী ও যেতেন । তবে একজন মহিলা ক্লায়েন্টের বাড়ী একটু বেশী বেশী যেতেন এবং সন্ধ্যা ঘনাবার পর । এবং মহিলার স্বামী ছিলেন প্রবাসী ।
বেরসিক পাড়া প্রতিবেশী ।
একদিন সেই মহিলার বাড়ী ঘেরাও করলো । কমরেড মালেক এসে ঢোকেছেন তার কিছুক্ষন আগে ।
কিন্তু মহিলা কমরেডের কথা অস্বীকার করলেন । ঘাওড়া পাবলিক ও ছাড়েনা ।
মহিলা পুলিশ ডাকলেন ।
পুলিশ এসে কমরেডকে খুঁজে পেলো এবং উদ্ধার করলো বাড়ীর পেছনের বারান্দায় রাখা মুরগীর খাঁচার ভেতর থেকে ।
সেই থেকে কমরেড মালেক হয়ে গেলেন মূরগী মালেক!
মন্তব্য
নতুন মন্তব্য করুন