কনসার্ট ফর বাংলাদেশ :: দেখুন এবার ক্লাসিকেল পর্ব

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ৩১/০৮/২০০৬ - ৭:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


জর্জ হ্যারিসন নাম ধরে ডাকছেন ।

একে একে মঞ্চে এসে উঠছেন সেতার লিজেন্ড রবি শংকর, সরোদ সম্রাট ওস্তাদ আলী আকবর খান, তবলার গুরু আল্লারাখা ।

তারপর শুরু তিনজনের মিলিত পরিবেশনা ।

আমি নিজে ক্লাসিকেলের 'ক' ও বোঝিনা । মমতাজ থেকে রবীঠাকুর সর্বভূক । তবু এই তিন লিজেন্ডের ক্লাসিকেল পরিবেশনায় চোখ আটকে যায় , যেনো একটা প্রতিযোগীতা পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার ।
মুক্তিযুদ্ধের সমর্থনে জর্জহ্যারিসন আয়োজিত কনসার্টের এই পর্বটা আজ আপলোড হলো youtube এ ।

কদিন আগে ববডিলান কে খুঁজতে গিয়ে পরিচয়ে হয়েছিল IndigoKnight নামে youTube এর একজনের সাথে ।
ওর কাছে 'কনসার্ট ফর বাংলাদেশে'র পুরোটাই আছে ।
অনুরোধ জানিয়েছিলাম ।
আজ মেইল পেলাম এই পর্বটা আপলোড করেছে ।

কেউ দেখতে চাইলে ক্লিক করতে পারেন :
ক্লাসিকেল পর্ব


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।