বিনয় মজুমদারের কবিতা:: ভূট্টা পর্ব-১

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ০৮/০৯/২০০৬ - ৯:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:



পরিশুদ্ধ গন যদি অশ্লীলতার ঘ্রান পান, ক্ষমাপ্রাথর্ী আমি অভাজন ।
ধরুন গিয়ে পাগলা বিনয়কে (বদ্ধ উন্মাদ । পালিয়ে এলো রাঁচী মেন্টাল থেকে । বছরের কয়েক মাস এখনো শেকল বন্দী হয় ।)
আর ধরতে পারেন সাধক শঙ্কু কে ও । ও বেটা কেনো আবদার করে?
ভ্রাত ধুসর গোধূ--> লুকিয়ে পড়ে ফেলিস, আওয়াজ দিবিনা কিন্তু ।
***********************************
চাঁদের গুহার দিকে

চাঁদের গুহার দিকে নির্নিমেশ চেয়ে থাকি, মেঝের উপরে দাঁড়িয়ে রয়েছে চাঁদ, প্রকাশ্য দিনের বেলা, স্পষ্ট দেখা যায় । চাঁদের গুহার দিকে নির্নিমেশ চেয়ে থাকি, ঘাসগুলো ছোট করে ছাঁটা ।

ঘাসের ভিতর দিয়ে দেখা যায় গুহার উপরকার ভাঁজ গুহার লুকোনো মুখ থেকে শুরু হয়ে সেই ভাঁজটি এসেছে বাহিরে পেটের দিকে । চাঁদ হেঁটে এসে যেই বিছানার উপরে দাঁড়াল, অমনি চাঁদকে বলি --- ' তেল লাগাবে না আজ?' শুনে চাঁদ বলে - 'মাখাব নিশ্চয়, তবে একটু অপেক্ষা কর ' ।

বলে সে অয়েল ক্লথ নিয়ে পেতে দিল বিছানায়, বালিশের কিছু নিচে, তারপর হেঁটে চলে গেল নিকটে তাকের দিকে, একটি বোতল থেকে বাম হাতে তেল নিয়ে এল এসে তেল মাখা হাতে ভুট্টাটি চেপে ধরে ।

যখন ধরল তার আগেই ভুট্টাটি খাড়া হয়ে গিয়েছিল । চাঁদ আমি দুজনেই মেঝেতে দাঁড়ানো মুখোমুখি এক হাতে ঘসে ঘসে ভুট্টার উপরে চাঁদ তেল মেখে দিল ।

**********************************
ছবিসুত্র: নেট ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।