গোপন ঘাঁটিতে ফিরছেন একদল বিপ্লবী ।
অপারেশন সাকসেসফুল ।
দখলদারদের একটি প্রমোদকুঞ্জ আক্রমন করে হত্যা করা হয়েছে তাদের কজন কে ।
কিন্ত ুকিছুপর দখলদার সৈন্যরা বিপ্লবীদের খুঁজতে বেরুলো , গুলি বিনিময় চলেেলা অনেকক্ষন । বাকীরা নিরাপদে ফিরে এলে ও গুলীতে আহত হয়ে লুটিয়ে পড়লেন অপারেশন প্রধান । সৈনিকেরা চলে এসেছে খুব কাছে ।
না ধরা দিলেননা বি প্লবী। মুখে পুরে দিলেন সাথে রাখা সায়ানাইড ।
সৈনিকেরা এসে তার মৃতদেহের সাথে পেল একটি চিরকুট । পরাধীন দেশবাসীর কাছে মুক্তি সংগ্রাম চালিয়ে যাওয়ার আবেদন ।
মৃত বিপ্লবী'র মাথার টুপি সরানো হলো ।
এবার সৈনিকদের চমকে উঠার পালা ।
একটি বছর একুশের মেয়ে !!!
****************************************
না কোনো বিদেশী ছবির গল্প নয় ।
নয় নিকোলাই অস্ত্রভস্কির উপন্যাসের নায়িকা ।
এ আমাদের মেয়ে ।
আমাদের প্রীতিলতা
*******************************************
বাংলাদেশের মেয়েরা আজ খালেদা হচ্ছে, হাসিনা হচ্ছে-- রাস্ট্রক্ষমতার ডুগডুগি বাজাচ্ছে, তসলিমা নাসরিন হচ্ছে-- ভানুমতির খেল দেখাচ্ছে, জেসমিন হচ্ছে -- শরীর খুলে মানচিত্র দেখাচ্ছে ।
কিন্তু ও ই যে 74 বছর আগে, 21 বছরের মেয়েটা প্রান দিয়ে গেলো -- ক্ষমতা নয়, যশ নয়, অর্থ নয় শুধু এক স্বাধীন দেশের স্বপ্নে , দেশ কি মনে রাখে সেই মেয়েটা কে?
আজ ভাবতে ভাল্লাগছেনা-- দেলওয়ার হোসেন সাইদী কোন স্পধর্ায় সূর্যসেন কে ডাকাত বলে?
আজ ভাবতে ভাল্লাগছেনা -- বুয়েটের ছাত্রী হলের নাম প্রীতিলতার নামে হবার প্রস্তাব বাতিল হলো কেনো? মেয়েটা হিন্দু ছিলো বলে?
জানি আজ কোনো বিউগল বাজবেনা । তোমার নামে শোক পাঠ করবেনা রাষ্ট্রপ্রধান । কোন এক দৈনিকের পেছনের পাতায় এক কলামে হয়তো তোমার নাম ।সংবাদপত্র আর টিভির পর্দা জুড়ে বানানো স্মার্ট,সাজানো নায়িকাদের প্রদর্শনী ।
তবু চট্রগ্রামের জালাবাদ পাহাড়, বাংলাদেশের সবুজ মানচিত্র তোমাকে ভূলবেনা ।
বাংগালীর হাজার বছরের ইতিহাসের সবচেয়ে সাহসী , সবচেয়ে স্মার্ট মেয়ে--- প্রীতিলতা, তোমাকে অভিবাদন ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন