বুদ্ধের ব্লেসিং ও খায়রুন সুন্দরীর গান::: দু'জন প্রিয় ব্লগারের জন্য

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ০২/১০/২০০৬ - ৮:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:



সাদিক মোহাম্মদ আলম

নেট ঘাঁটছিলাম । এই গানটা পেলাম । ভাষাটা আংরেজী না হিব্রু নাকি আরবী, মান্দালিয়ান- কিছুই বোঝতে পারছিনা ।
তবে টাইটেল দেখে আপনাকে মনে পড়লো ।

বুদ্ধের ব্লেসিং গানটা তাই তুলে দিলাম আপনার জন্য ।


ধূসর গোধুলী

আমার এই ছোট ভাইটা হিটলুর দেশে গিয়ে চনদ্্রগ্রস্থ হয়ে গেছে । ওরে দেশে ফেরত এনে চতুষ্পদী (প্রথমত:, তারপর ষষ্ঠ, অষ্ট....)বানানো জরুর ।
তাই মমতাজের গাওয়া খায়রুন সুন্দরী গানটা ওর জন্য ।

দেখা যাক এবার ফেরে কিনা !


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।