অরূপ যখন আওয়াজ দিলেন

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ২০/১০/২০০৬ - ৫:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


--'মোরশেদ ভাই'
--'অরূপ ! কি অবস্থা , কই তুমি?'

এই মাত্র কথা হলো অরূপের সাথে । ঘুম ভাঙলো ওর ফোন পেয়ে । বেচারা আমেরিকা থেকে যাচ্ছে মালয়েশিয়া । দীর্ঘ, বিরক্তিকর যাত্রা । হিথ্রোতে যাত্রা বিরতি ।

যাত্রা শুভ হোক অরূপ ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।