এক্সট্টা লার্জ কনডম ও একটি বিশ্ব ব্যবস্থার ভেঙে পড়া

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ০৯/১১/২০০৬ - ৭:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


সমাজতান্ত্রিক যুগের শেষের দিকের রটনা ।

সোভিয়েত রাডারগুলোকে ফাঁকি দিয়ে উড়ে এলো একটি আমেরিকান পণ্যবাহী বিমান । লেডীস কমিউনিটি হল থেকে সভা শেষ করে বেরিয়ে আসছেন মহিলা কমরেডগন ।
তাদের কাছাকাছি এসে আমেরিকান বিমান ফেললো কিছু প্যাকেট । উৎসাহী মহিলা কমরেডগন কে.জি.বি'র চোখে পড়ার আগেই প্যাকেটগুলো লুকিয়ে নিয়ে গেলেন ঘরে ।

ঘরে গিয়ে খুলে দেখলেন সব এক্সট্টা লার্জ কনডম !
মহিলাগন ভাবিত হলেন বিশাল । রাশান পুরুষরা তো এতো বিশাল পৌরুষের অধিকারী নয় !
আরেকটু খেয়াল করে দেখলেন প্যাকেটের গায়ে লেখা : 'শুধু মাত্র আমেরিকান পুরুষদের জন্য'

সেই রাত থেকে মহিলা কমরেডগন শয্যায় ছটফট করতে থাকলেন সুদীর্ঘ ও সবল আমেরিকান পৌরুষের কল্পনায় !!!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।