!!! হায়, নূর হোসেন, হায় !!! । । আমরা মরিনি আজো, তবু...

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ১০/১১/২০০৬ - ৯:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বিগত শতাব্দীর একদিন ।
আমরা কেউ সদ্য কিশোর, কেউ উজ্জ্বল যুবা, কেউবা সংসারী মধ্যবিত্ত ।

স্কুল পালিয়ে, কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে, অফিস থেকে জোর করে বেরিয়ে এসে আমরা লাঠি গুলি টিয়ার গ্যাসকে রুখে দাঁড়িয়েছিলাম । আমরা অস্বীকার করেছিলাম জলপাই অশ্লিলতা , পতন ঘটিয়েছিলাম স্বৈরাচারের ।

আমরা পেরেছিলাম, কারন একজন এই দিনে আমাদের শিখিয়েছিল-- কি করে হাসতে হাসতে মৃতু্যকে বরন করা যায়, অন্যদের বাঁচিয়ে রাখার জন্য ।

আজ সেই দিন, সেই একজন --- শহীদ নূর হোসেন ।

সেই আমরা মরিনি আজো-- তবু কেবলি দৃশ্যের জন্ম হয় । আবার পদধ্বনি শোনা যায় জলপাই সন্ত্রাসের ।

************************************
এটা আমার শততম পোষ্ট ।
নূর হোসেন হত্যার প্রতিবাদে স্কুলের বন্ধুদের নিয়ে মিছিলে এসেছিল ক্লাস সেভেনে পড়া এক কিশোর ।
19 বছর পেরিয়ে , এখন সে মিছিল থেকে ছিটকে পড়া সুবিধাবাদী মানুষ ।

তবু কি সে অধিকার রাখে তার শততম পোষ্ট উৎসর্গ করার --- শহীদ নূর হোসেন' কে?


এখন দূরে ডাকছে কেউ

তোমার যদি ঘুম পেয়েছে,ঘুমোতে যাও তুমি----
আমার নেই বিছানা,নেই ঘর ।
তারার নিচে এখন চিৎ আমার জন্মভূমি--------
চতুর্দিকে ক্রন্দনের স্বর ।

এখন চাঁদ অন্নহীনের শূন্য কাঁসার থাল---
আছাড় দেয় আলো মাটির 'পর ।
আমার চোখে ঘুম আসেনা, নদীর পানি লাল---
হাড়ের মতো শাদা নদীর চর ।

এখন দূরে ডাকছে কেউ, পাথার ভেঙে আসে----
ও কার এতো ব্যাকুল কণ্ঠস্বর?
আগুন আছে অপেক্ষায় নদীর উৎসমূলে------
আমাকে দিতে হবে যে উত্তর !
[ সৈয়দ হকের কবিতা ]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।