ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রচারনা । । কিছু প্রশ্ন, উত্তর এবং ধারাবাহিকতা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ১২/১১/২০০৬ - ১১:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


[
স হব্লগার তীরন্দাজের ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বিষয়ক এই পোষ্টে আমি কিছু প্রশ্ন রেখেছিলাম ।
অপেক্ষা করছিলাম, 'ইসলামিক বাংলা'র মতাদর্শ যারা প্রচার করেন-- তাদের কাছ থেকে সুনির্দিষ্ট উত্তর পাবার ।
4 দিন হয়ে গেলো । জনাব ফজলে এলাহী কোন উত্তর না দিয়ে ব্যক্তিগত কটাক্ষ করলেন আর উপদেশ দিলেন জামায়াতের বই পড়ার জন্য ।
শুধু 'ভোরের সুর্যদয়' (বানানটা তার নিজস্ব) নামে একজন নতুন ব্লগার কিছু উত্তর দিয়েছেন যেগুলো আমার কাছে সুস্পষ্ট নয় ।
এই পোষ্টটা তীরন্দাজের পোষ্ট করা প্রশ্নগুলোরই ধারাবাহিকতা । সেই একই প্রশ্নমালা, এবার আলাদা পোষ্ট হিসেবে । ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রচারকদের কাছে আবারো আবেদন রইলো প্রশ্নভিত্তিক সুস্পষ্টতার ।

আর অন্য কেউ যদি সময় করে নি:রস এই পোষ্ট পড়েন, তবে বিনীত অনুরোধ-- দয়া করে প্রাসংগিক মন্তব্য করুন , না হয় এড়িয়ে যান ]

***************************************


আমার প্রশ্নগুলো ছিল :

1।
যারা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখেন তাদের সামনে মডেল ইসলামিক রাষ্ট্র কোনটা ? সৌদী আরব ও অন্যান্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো নাকি ইরান, নাকি তালেবান শাসিত আফগানিস্তান নাকি পাকিস্তান? নাকি বাংলাদেশই হবে প্রথম প্রকৃত ইসলামিক রাষ্ট্র?

2।
রাস্ট্রের কাঠামো কেমন হবে? প্রেসিডেন্টশাসিত, মন্ত্রী পরিষদ শাসিত নাকি খলিফাশাসিত? খলিফা শাসনের মডেলটাই বা কেমন হবে? আব্বাসীয়া, উমাইয়া, তুকীর্ কীঅটোমানদের মতো?-- যে গুলো আদতে রাজতন্ত্র ছাড়া আর কিছুই ছিলোনা ।

3।
বিচার ব্যবস্থা কি রকম হবে? প্রচলিত বিচার ব্যবস্থা নাকি শরীয়া আইন-- যার অনেকটুকুই আজকের দিনে অমানবিক, নাকি শরীয়া আইনকে সংশোধন করা হবে?

4।
রাষ্ট্র ব্যবস্থায় অমুসলিম ও নারীদের অবস্থান কি হবে? পূর্ববতর্ী ও বিদ্যমান ইসলামিক রাষ্ট্রগুলোর মতোই নিরাপত্তা ও শাসন বিভাগ অমুলীম ও নারীদের জন্য নিষিদ্ধ থাকবে?

5।
বিশ্বব্যাপী ইসলমিক আন্দোলন তথা মুসলিম জাতীয়তাবাদের চুড়ান্তরুপ টা কেমন হবে? পৃথিবীর সমস্ত ইসলামিক রাষ্ট্রগুলো একই শাসন ব্যবস্থার অধীনে চলে আসবে? এই ব হুজাতিক আন্তজর্াতিক ইসলামিক বলয়ের নেতৃত্ব কে দেবে? কিসের ভিত্তিতে এই নেতৃত্ব নিধর্ারিত হবে?

6।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে ইসলামিক রাষ্ট্র গড়ে উঠলে--' খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে খ্রিষ্টানরাষ্ট্র গড়ে উঠা,হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে হিন্দু রাষ্ট্র গড়ে উঠা, ইহুদী সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে ইহুদী রাষ্ট্র গড়ে উঠা' -- এই প্রবণতাকে কিভাবে দেখবেন? নাকি সমগ্র পৃথিবীটা শেষ পর্যন্ত মুসলিম পৃথিবী বানিয়ে ফেলা হবে?


'ভোরের সূর্যদয়' এর উত্তর গুলো দেখা যাক:

1।
জামায়াতের জন্য মডেল হলো খোলাফায়ে রাশিদীনের রাষ্ট্রব্যবস্থা । এ ক্ষেত্রে বাংলাদেশই হয়তো পৃথিবীর জন্য মডেল রাষ্ট্র হতে পারে । বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হওয়ার আগে অন্য কোথাও হয়ে গেলে সেটি ও হতে পারে মডেল রাষ্ট্র ।

2।
রাষ্ট্র ব্যবস্থা হবে সময়োপযোগী । হতে পারে প্রেসিডেন্টশাসিত অথবা মন্ত্রী পরিষদ শাসিত । সেটা জন গনের মতামতের ভিত্তিতে সময়োপযোগী করে তৈরী করা হবে ।

3 ।
বিচার ব্যবস্থা হবে অবশ্যই শরীয়া ভিত্তিক । আপনার কাছে কোন গুলো অমানবিক সেগুলো জানতে পারলে খুশী হতাম ।

4।
নারীরা সকল কাজে অংশগ্রহন করতে পারবে, তবে ইসলামী শরীয়তে বর্নিত শালীনতা মোতাবেক । এবং অমুসলিমরা ও নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে পারবে । একজন সাধারন মুসলমান যে সব অধিকার ভোগ করবে, একজন অমুসলিম ও সেই সব অধিকার ভোগ করবে ।

5।
ইসলাম মানুষকে গোলাম বানানোর জন্য পৃথিবীতে আসে নাই , এসেছে মানুষকে জুলুমের হাত থেকে মুক্তি দেয়ার জন্য । এখানে একক শাসন ব্যবস্থার প্রশ্নই আসেনা ।

6।
এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন । অতএব আইন চলবে তার


ধন্যবাদ 'ভোরের সূর্যদয় ' । যেমন ই হোক উত্তর দিয়েছেন । ফজলে এলাহীর মতো ব্যক্তিগত কটাক্ষ করে এড়িয়ে যাননি ।

ধর্মবিষয়ক রাষ্ট্র বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, এখানে সংযুক্ত করতে পারেন । 'ভোরের সূর্যদয়' এর উত্তর ও আমরা পেলাম । এই উত্তরে কেউ স হমত হলে তাও জানাতে পারেন । কেউ এই উত্তরের সাথে সংযুক্তি দিতে চাইলে তাও পারেন ।
উত্তরে সন্তুষ্ট না হলে সম্পূরক প্রশ্ন ও রাখতে পারেন ।
তবে আবারো বিনীত অনুরোধ, যা কিছুই হোক পুরোটা যেনো প্রাসংগিক এবং উত্থাপিত প্রশ্নের প্রেক্ষিতে হয় ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।