। । ভালোবাসা দিতে পারি । । বিনয় মজুমদারের অন্য কবিতা-১

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ১২/১১/২০০৬ - ১০:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:


[
বিনয় মজুমদারের 'ভুট্টা' বিষয়ক কিছু কবিতা আছে, আদিরসের চটকানি ।
এ সিরিজের কিছু কবিতাআমি ও পোষ্ট করেছি আগে ।বিনয় আলোচনা করতে গিয়ে অনেকেই ও ই আদিরসকেই টেনে আনেন । কেউ কেউ সেক্স চ্যাট কে আদর করে 'বিনয় মজুমদারীয় আলাপ' ও বলে থাকেন ।

ঠিক আছে । তবে এই ঠিকটা খন্ডিত । অর্ধসত্য । সমগ্রতায় বিনয় মজুমদার মানে ব্যক্তিগত নির্জনতা, গলার কাছে আটকে থাকা আজগুবি অভিমান, বিরহে বিদ্্রোহে এক চিরন্তন কিশোর ।

ইচ্ছে আছে, বিনয় মজুমদারের এ রকম কিছু কবিতা ব্লগে তুলে রাখার ,যদি ও বিদেশে বিপাকে সংগ্রহে খুব বেশী কিছু নেই ।

'এন্থু'টা পেয়েছি রাগ ইমনের এই পোষ্ট থেকে ।

কৃতজ্ঞতা ইমন

]
*********************************************


ভালোবাসা দিতে পারি

ভালোবাসা দিতে পারি,তোমরা কি গ্রহনে সক্ষম?
লীলাময়ী করপুটে তোমাদের সবই ঝ'রে যায়---
হাসি,জ্যোৎস্না,ব্যথা,স্মৃতি,অবশিষ্ট কিছুই থাকেনা ।
এ আমার অভিজ্ঞতা । পারাবতগুলি ,জ্যোৎস্নায়
কখনো ওড়ে না , তবু ভালোবাসা দিত পারি আমি ।
শাশ্বত,স হজতম এই দান---শুধু অঙ্কুরের
উদগমে বাধা না দেয়া, নিস্পেষিত অনালোকে রেখে
ফ্যাকাশে হলুদবর্ণ না ক'রে শ্যামল হতে দেওয়া ।
এতই স হজ , তবু বেদনায় নিজ হাতে রাখি
মৃতু্যর প্রস্তর,যাতে কাউকে না ভালোবেসে ফেলি ।
গ্রহনে সক্ষম হও । পারাবত,বৃক্ষচুড়া থেকে
পতন হলেও তুমি আঘাত পাওনা, উড়ে যাবে ।
প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে তুমি
চ'লে যাবে;ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তব্দ হব আমি । ।


মন্তব্য

Ami Beche Nei এর ছবি

i L0ve You My Life গড়াগড়ি দিয়া হাসি
NO More LOve Please রেগে টং

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।