। ।'ভাই বলে ডাকো যদি দেবো গলা টিপে... '। । ত্রিভুজের সম্মানে

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ১৩/১১/২০০৬ - ১২:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:


[ সম্মানিত ত্রিভুজের পোষ্টে মন্তব্য করতে গিয়ে লিখেছিলাম 'ভাই ত্রিভুজ' । ত্রিভুজ দিলেন ধামকি ।
আমার মতো খোদাদ্্রোহী (হায় খোদা, তুমি সর্বজ্ঞ) যেনো তাকে আর ভাই বলে খনো সম্বোধন না করে ।

আমি তাঁর কাছে মাফ চাইলাম ।
আর খুব ছোটবেলা পড়া একটা ছড়া মনে পড়ে গেলো
]


কেরোসিন শিখা বলে
মাটির প্রদীপে
'ভাই বলে ডাকি যদি
দেবো গলাটিপে';

হেনকালে গগনেতে
উঠিলেন চাঁদা
কেরোসিন শিখা বলে
'এসো মোর দাদা'। ।

[ হায়, মাটির প্রদীপ হয়েই জীবন কাটালাম খোদা! ]


মন্তব্য

ইয়াসির আরাফাত এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।