কবিতা নাকি জাণর্াল? নাকি কিছুই না? জানিনা আমি ... আত্নকথন ! স্রেফ , সাদামাটা । নাথিং এবসার্ড, নাথিং এবস্ট্রাক্ট!
***************************************************
পুড়ে গেছে নি:শ্বাসের সকল অম্লজান
হিটার টার্ন অন দীর্ঘক্ষন । তীব্র শীত
ইচ্ছের কাঁপন । ক'পেগ ভডকা উইথ রেডবুল
"ক্যাটরিন-কাম অন বেইব-ইটস হার্ড নাও!"
শ্বেতাঙ্গিনী স হসা উধাও । তেরশ নদীর চুল
আঁকড়ে ধরে- স্মৃতি ও শমন,ছায়া নাভীমুল ।
নাভীতে ভস্ম, পুড়ছে স্বদেশ,শরীর আমার
নি:শ্বাসে কষ্ট হচ্ছে-- প্লিজ, অফ দ্যা হিটার ।
বাইরে বরফকুচি -পড়ছে, পড়ুক । ভেতরে
ঝরেনি বৃষ্টি কতো দীর্ঘদিন ; স্বদেশের বুক
আর আমার শরীর- পুড়ে খাক আগুনের মেঘ ;
ক্যাটরিন ,ইউ বিচ -- গিভ মি ওয়ান মোর পেগ ।
[মধ্যরাত 13:25
ইউ.কে । 22 নভেম্বর ]
মন্তব্য
নতুন মন্তব্য করুন