আমার প্রশ্ন -- 5 : :
বিশ্বব্যাপী ইসলমিক আন্দোলন তথা মুসলিম জাতীয়তাবাদের চুড়ান্তরুপ টা কেমন হবে? পৃথিবীর সমস্ত ইসলামিক রাষ্ট্রগুলো একই শাসন ব্যবস্থার অধীনে চলে আসবে? এই ব হুজাতিক আন্তজর্াতিক ইসলামিক বলয়ের নেতৃত্ব কে দেবে? কিসের ভিত্তিতে এই নেতৃত্ব নিধর্ারিত হবে?
'ভোরের সুর্য দয় ' এর উত্তর
ইসলাম মানুষকে গোলাম বানানোর জন্য পৃথিবীতে আসে নাই , এসেছে মানুষকে জুলুমের হাত থেকে মুক্তি দেয়ার জন্য । এখানে একক শাসন ব্যবস্থার প্রশ্নই আসেনা ।
সম্পূরক আলোচনা
তাহলে ইসলামী জাতীয়তাবাদ বা 'মুসলিম ব্রাদারহুড' এর জিকির তুলেন কিসের ভিত্তিতে ?
**********************************************
আমার প্রশ্ন--6 : :
মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে ইসলামিক রাষ্ট্র গড়ে উঠলে--' খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে খ্রিষ্টানরাষ্ট্র গড়ে উঠা,হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে হিন্দু রাষ্ট্র গড়ে উঠা, ইহুদী সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে ইহুদী রাষ্ট্র গড়ে উঠা' -- এই প্রবণতাকে কিভাবে দেখবেন? নাকি সমগ্র পৃথিবীটা শেষ পর্যন্ত মুসলিম পৃথিবী বানিয়ে ফেলা হবে?
'ভোরের সুর্যদয়' এর উত্তর
এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন । অতএব আইন চলবে তার ।
সম্পূরক আলোচনা
এই উত্তরের মানে কি দাঁড়ায়? অথবা এটাই কি সকল প্রশ্নের উত্তর?
আল্লাহর আইনের নামে শরিয়া আইন প্রতিষ্ঠা করা হবে সারা পৃথিবী জুড়ে --শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সকল দেশের রাষ্ট্র ক্ষমতা দখল হবে--- ভিন্ন মত বা ধমর্ীয় বৈচিত্র থাকবেনা ।
ফ্যানটিজমের পারফেক্ট উদাহরন !!!
মওদুদী'র জেহাদ সংক্রান্ত তাফসীর গুলো পড়লে , তাই মনে হয় ।
মনে প্রশ্ন জাগে আল্লাহর রাসুল কি চাইলে তার সময়ে সারা পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারতে না? আল্লাহর রাসুল যা করেননি , তাই করার উন্মাদনা প্রচার করে ফ্যানটিকরা-- তার অনুসারী নাম নিয়ে ।
****************************************************************************
এই লেখাগুলো পড়ে ধর্মরাষ্ট্রের প্রচারকদের ভাবনায় কোনো ভিন্নতা আসবে, মোটে ও ভরসা করিনা ।
কারন এটা হলো যুগের হুজুগ । ষাটের দশকে যেমন সমাজতান্ত্রিক হওয়াটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিলো, একুশ শতকে আবার মধ্য যুগ ফিরে এসেছে-- ধমর্ীয় উন্মাদনা টা ও হয়েছে ফ্যাশন ।
ফ্যাশন বলেই আমদানী হয়েছে হিজাব, কপাল ঢাকা কালো টুপি ।
ভরসা'র জায়গা হলো মানুষের এগিয়ে যাওয়ার ইতিহাস । মাঝে মধ্যে এক পা পিছিয়ে গেলে ও শেষ পর্যন্ত মানুষ এগিয়ে ই যায়। গুহাবাসী মানুষ মহাকাশ জয় করে । ধর্মগ্রন্থগুলোর বানানো গল্প শুনে মানুষ ঘুমায়না ।
শুভ বোধ জাগ্রত হোক সবার ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন