আমার প্রশ্ন- 3 : :
বিচার ব্যবস্থা কি রকম হবে? প্রচলিত বিচার ব্যবস্থা নাকি শরীয়া আইন-- যার অনেকটুকুই আজকের দিনে অমানবিক, নাকি শরীয়া আইনকে সংশোধন করা হবে?
'ভোরের সুর্যদয়' এর উত্তর
বিচার ব্যবস্থা হবে অবশ্যই শরীয়া ভিত্তিক । আপনার কাছে কোন গুলো অমানবিক সেগুলো জানতে পারলে খুশী হতাম ।
সম্পূরক আলোচনা
--------------------------
শরীয়া ভিত্তিক বিচার ব্যবস্থা যে ত্রুটিপুর্ণ ও অমানবিক সেটা কেবল আমার নয়-- স্বাভাবিক বিবেচানবোধ সম্পন্ন সবারই মতামত ।
পুরো শরীয়া নিয়েই আলোচনা করা যায় , সময় সাপেক্ষ ।
এখানে দু' একটা প্রসংগ উত্থাপন রা যেতে পারে ।
ধর্মান্তরিত হওয়ার শাস্তি মৃতু্যদন্ড ::
কোন মুসলমান স্বেচ্ছায় অন্য ধর্ম গ্রহন করলে প্রথমে তাকে ফিরে আসার দাওয়াত দিতে হবে, ফিরে না হলে তাকে হত্যা করতে হবে । এমনকি তার নাবালক সন্তানেরা প্রাপ্ত বয়স্ক হবার পর ইসলাম অনুসরন না করলে , তাদের ও হত্যা করতে হবে ।
দলিল হিসেবে দেখুন : [লিংক=যঃঃঢ়://বহ.রিশরঢ়বফরধ.ড়ৎম/রিশর/ওসধমব:জবপযঃংমঁঃধপযঃবহথনবঃৎথঅঢ়ড়ংঃধংরবথরসথওংষধস.লঢ়ম]আল- আজ হারের ফতোয়া কাউন্সিলের দেয়া রায় [/লিংক]
ধর্ষিতার শাস্তি পাথর ছুঁড়ে হত্যা !!!
1400 বছর আগের শরীয়া আইনে ধর্ষনের আলাদা কোন শাস্তি উল্লেখ নেই । আছে অবৈধ যৌনতা , সমকামীতার শাস্তি ।( সে সময় কেউ ধর্ষনের শিকার হতোনা, নাকি এটা কোন শাস্তি যোগ্য অপরাধ ছিলোনা?) ।
এবার কোন মহিলা ধর্ষিতা হলে, তাকে প্রমান করতে হবে যে এই যৌনতায় তার সায় ছিলোনা । প্রমানের জন্য চার জন পুরুষ স্বাক্ষী অথবা তিনজন পুরুষ ওদুজ ন মহিলা স্বাক্ষী আবশ্যক (যেহেতু শরীয়া মোতাবেক এক পুরুষ স্বাক্ষী = দুই মহিলা স্বাক্ষী ) ।
উক্ত পরিমান স্বাক্ষী না থাকলে এটা অবৈধ যৌনতার অপরাধ বলে বিবেচিত হবে এবং এ ক্ষেত্রে ধর্ষিতা মহিলা বিবাহিত হলে তার শাস্তি সব্র্বোচ্চ অর্থ্যাৎ পাথর ছুঁড়ে হত্যা ।
দলিল হিসেবে দেখতে পারে ন
1।[লিংক=যঃঃঢ়://িি.িভৎববফড়সযড়ঁংব.ড়ৎম/ৎবষরমরড়হ/পড়ঁহঃৎু/ওৎধহ/ওৎধহরধহ%20চবহধষ%20ঈড়ফব1.ঢ়ফভ] শরীয়া ভিত্তিক ইরানের পেনাল কোড [/লিংক]
2। [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ঐধংধহথগঁৎংযবফনষড়ম/ঢ়ড়ংঃ/22068] শ্বশুর কতর্ৃক ধর্ষিতা ইমরান বিবির বিচার [/লিংক]
3। [লিংক=যঃঃঢ়://িি.িুড়ঁঃঁনব.পড়স/ধিঃপয?া=ঃঐয়হঝব3ঊয়ঢ়অ]শরীয়া আইনে ইরানে এক কিশোরীকে ফাঁসী দেয়ার ভিডিও ডকুমেন্ট [/লিংক]
4। [লিংক=যঃঃঢ়://হবংি.ননপ.পড়.ঁশ/1/যর/ড়িৎষফ/ংড়ঁঃযথধংরধ/6148590.ংঃস] পাকিস্তানে শরীয়া আইনে ধর্ষনের বিচারের বদলে বর্বরতা [/লিংক]
5। [লিংক=যঃঃঢ়://িি.িভরহফধৎঃরপষবং.পড়স/ঢ়/ধৎঃরপষবং/সরথস1264/রংথ11থ33/ধরথ98370912] নাইজেরিয়া য় শরীয়া আইনে নারী হত্যা [/লিংক]
**********************************************
এই চিত্র গুলো যদি কারো কাছে অমানবিক মনে না হয়, দু:খিত আমার কিছু বলার নেই ।
এই বর্বর শরীয়া আইন গুলো কি ইসলামের অপরিহার্য অংশ ? অবশ্য ই নয় । কারন শরীয়া আইনের বেশীর ভাগ ই এসেছে রাসুল(রা:) এর সময়ের পর বিভিন্ন মাজ হাবের ইমামদের দ্্বারা , যে গুলো মানা মুসলমানদের জন্য ফরজ কিছু নয় ।
ইসলামী রাষ্ট্রের প্রচারক রা যদি শরীয়া আইনে পরিবর্তন এনে এটাকে যুগোপযোগী করতেন তাহলে হয়তো অনেকেই এটা মেনে নিতো । কিন্তু শরীয়া আইনের পরিবর্তনের দাবীকে তারা প্রচার করেন ইসলাম সংশোধনের দাবী হিসেবে ।
শরীয়া আইন বদলানোর দাবী করলে তারা মুরতাদ ঘোষনা করেন কারন শরীয়া আইনে শাসকদের যে নিরংকুশ ক্ষমতা দেয়া হয়েছে -- সেটা তারা হারাতে চাননা ।
অতি সমপ্রতি পাকিস্তানের পালর্ামেন্টে ধর্ষন বিষয়ক শরীয়া আইনে সংশোধনের উপর ভোট হয় কিন্তু জামায়াতের ইসলাম স হ ইসলামিক দল গুলো এর তীব্র বিরোধীতা করে ।
শরীয়া সংক্রান্ত আরেকটা আলাপচারীতা বেশ তথ্য সমৃদ্ধ , যেখানে ভয়েস অফ আমেরিকার এক অনুষ্ঠানে শরীয়া বিষয়ে বক্তব্য রেখেছেন জামাতে ইসলামী বাংলাদেশের কামারুজ্জামান ।
[লিংক=যঃঃঢ়://িি.িবংহরঢ়ং.পড়স/ফড়প/3ফ34ফন6ন-77প0-490ভ-ন5প4-ভ85727ফ15ব81/াড়ধইধহমষধ.ঢ়ফভ] পড়ুন [/লিংক]
[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ঐধংধহথগঁৎংযবফনষড়ম/ঢ়ড়ংঃ/26021] পরের পর্ব [/লিংক]
মন্তব্য
নতুন মন্তব্য করুন