আমার আদরের ছোট মামু 'নজমুল আলবাব'কে সামহোয়ার ইনে নাজিল হয়েছেন দেখা যাচ্ছে!
দেখা যাচ্ছে মামু পোষ্ট ও করতে পারছেন, অন্যদের পোষ্টে মন্তব্য ও করতে পারছেন ।
কিন্তু আফসোস, বেচারা নিজের ব্লগখানা খুলতে পারছেননা ।
আমি ও ক্লিক করলাম । তার ব্লগ দেখায় ' নন এক্সিস্ট'!!!!
সম্মানিত নোটিশ বোর্ড,
আমার এই আদরের মামু' টার ব্লগ খুলে দেয়ার কোন ব্যবস্থা কি আপনারা করতে পারেন দয়া করে?
****
****
নজমুল আলবাব বউ,বাটা, বলসাবান এর জনক ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন