। । ... তবু ও আমার বাংলাদেশ-- ১ । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ০৬/১২/২০০৬ - ৯:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:



কোন কোন উপলক্ষ্য আছে, কোন আয়োজনই যথেষ্ট নয় । কোন কোন স্মৃতি আছে, কোন বর্ননাতেই প্রকাশিত নয় । কোন কোন অর্জন আছে, কোন ব্যর্থতাতেই হারিয়ে যাবার নয় । ।

ছবি: একজন শহীদ যোদ্ধা ।
ছবিসুত্র:নেট


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।